নয়াদিল্লি, 10 সেপ্টেম্বর: রাজধানীর বুকে রাষ্ট্রনেতাদের চাঁদের হাট বসেছে ! তাতে চিরাচিরত নয়, একেবারে অন্যরকম মুডে ধরা দিলেন বিশ্বের তাবড় রাষ্ট্রপ্রধানরা ৷ খোশমেজাজে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সেলফি তুললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার স্ত্রী ইউকো কিশিদা শাড়ি পরে সবার নজর কেড়েছেন ৷
শনিবার রাতে জি-20 শীর্ষ সম্মেলনে দেশ-বিদেশের অতিথিদের জন্য নৈশভোজের ব্যবস্থা করা হয়েছিল ৷ তাঁদের অভ্যর্থনা জানাতে ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে হাজির ছিলেন স্বয়ং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ তাঁর সঙ্গেই ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সন্ধ্যা গড়িয়ে রাত হতেই রাজনৈতিক সম্মেলনের এই ভূরিভোজ অনুষ্ঠান কার্যত দেশ-বিদেশের নেতা-তারকাদের ফ্যাশন ব়্যাম্প হয়ে উঠল ! তবে টক অফ দ্য ডে হয়ে রইল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেলফি মুহূর্ত ৷ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সেলফি তুলতে দেখা গেল হাসিনা এবং তাঁর মেয়ে সাইমা ওয়াজেদকে ৷
-
Had a wonderful chat with @POTUS @JoeBiden at the #G20 Summit in #NewDelhi.
— Saima Wazed (@drSaimaWazed) September 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
I spoke to him about the importance of #MentalHealth services as a part of comprehensive #PublicHealth, and school psychologists in the education system. pic.twitter.com/DojjytpoQP
">Had a wonderful chat with @POTUS @JoeBiden at the #G20 Summit in #NewDelhi.
— Saima Wazed (@drSaimaWazed) September 9, 2023
I spoke to him about the importance of #MentalHealth services as a part of comprehensive #PublicHealth, and school psychologists in the education system. pic.twitter.com/DojjytpoQPHad a wonderful chat with @POTUS @JoeBiden at the #G20 Summit in #NewDelhi.
— Saima Wazed (@drSaimaWazed) September 9, 2023
I spoke to him about the importance of #MentalHealth services as a part of comprehensive #PublicHealth, and school psychologists in the education system. pic.twitter.com/DojjytpoQP
বাংলাদেশের নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের একটা বড় অংশের মতে, এমতাবস্থায় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এই সেলফি রাজনৈতিক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ ৷ সম্প্রতি বাংলাদেশ এবং আমেরিকার সম্পর্কে খানিকটা বদল এসেছে ৷ ঢাকায় আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস বারবার মুক্ত এবং স্বচ্ছ নির্বাচনের কথা তুলেছেন ৷ শুধু তাই নয়, তিনি নিজে ঢাকার নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে বাংলাদেশের সাধারণ নির্বাচন নিয়ে আলোচনা করেছেন ৷ রাজনৈতিক মহলের দাবি, বাংলাদেশ-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ককে সহজ করতেই বাইডেনের সঙ্গে সেলফি তুলেছেন হাসিনা ৷
-
President of the US @JoeBiden greets and exchanged pleasantries with Prime Minister #SheikhHasina and @drSaimaWazed today at the #G20Summit in New Delhi. @POTUS also took a selfie with the PM and her daughter. pic.twitter.com/5ditPgFmjZ
— Awami League (@albd1971) September 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">President of the US @JoeBiden greets and exchanged pleasantries with Prime Minister #SheikhHasina and @drSaimaWazed today at the #G20Summit in New Delhi. @POTUS also took a selfie with the PM and her daughter. pic.twitter.com/5ditPgFmjZ
— Awami League (@albd1971) September 9, 2023President of the US @JoeBiden greets and exchanged pleasantries with Prime Minister #SheikhHasina and @drSaimaWazed today at the #G20Summit in New Delhi. @POTUS also took a selfie with the PM and her daughter. pic.twitter.com/5ditPgFmjZ
— Awami League (@albd1971) September 9, 2023
আরও পড়ুন: জি-20 দিল্লি ডিক্লারেশন নিয়ে উচ্ছ্বসিত বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা
বাংলাদেশের বিদেশ মন্ত্রী আবদুল মোমেন অবশ্য এই সেলফিকে শুধুমাত্র আনন্দদায়ক মুহূর্ত বলে দায় সেরেছেন ৷ তিনি বলেন, "হ্যাঁ, প্রেসিডেন্ট জো বাইডেনকে খুব উচ্ছ্বসিত দেখাচ্ছিল ৷ তিনি আমারই এক বন্ধুর কাছ থেকে ফোনটা চেয়ে নিলেন ৷ তিনি সেলফি তুলতে গিয়ে একটু সমস্যায় পড়েছিলেন ৷ তাও তুলেছেন ৷ এটা নিছকই মজা ৷ এই সমীকরণটা খুব ভালো লাগছে ৷ আপনারা সবার মুখ দেখতে পাবেন ৷ প্রত্যেকে আনন্দের সময় কাটিয়েছে ৷"