ETV Bharat / international

Mehul Choksi: ধাক্কা ভারতের ! ইন্টারপোলের রেড নোটিশ থেকে বাদ মেহুল চোকসির নাম - Interpol database of Red Notices

ইন্টারপোলের রেড নোটিশ তালিকা থেকে বাদ গেল পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসির নাম ৷ গত বছর তিনি অভিযোগ করেছিলেন, ভারতীয় তদন্তকারী সংস্থা তাঁকে অ্যান্টিগুয়া থেকে অপহরণ করেছে (Mehul Choksi claims of his alleged kidnapping from Antigua) ৷

Mehul Choksi
মেহুল চোকসি
author img

By

Published : Mar 21, 2023, 9:17 AM IST

Updated : Mar 21, 2023, 10:04 AM IST

নয়াদিল্লি, 21 মার্চ: সিবিআইয়ের জন্য বড় ধাক্কা! ইন্টারপোলের রেড নোটিশ তালিকা থেকে বাদ গেল পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসির নাম ৷ হিরে ব্যবসায়ীর এক মুখপাত্র জানিয়েছেন, আন্তর্জাতির পুলিশ সংস্থা ইন্টারপোল তাদের রেড নোটিশ থেকে মেহুলের নাম বাদ দিয়েছে ৷ হিরে ব্যবসায়ী অভিযোগ করেছিলেন, ভারতীয় তদন্তকারী সংস্থা তাঁকে অ্যান্টিগুয়া থেকে অপহরণ করেছিল ৷ যদিও তা অস্বীকার করে ভারত সরকার ৷ সূত্রে জানা গিয়েছে, রেড নোটিশ থেকে নাম প্রত্যাহারের (Lyon-headquartered agency) আবেদন জানিয়েছিলেন পলাতক ব্যবসায়ী ৷ তার আবেদনে সাড়া দিয়েছে ইন্টারপোল ৷ এই পদক্ষেপের ফলে মেহুলের দাবি আরও শক্তিশালী হল (fugitive diamantaire Mehul Choksi removed from Interpol database of Red Notices) ৷

195টি সদস্য দেশের এই ইন্টারপোল অপরাধীর বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ৷ এতে বিশ্বজুড়ে সব তদন্তকারী সংস্থাকে সতর্ক করা হয় এবং অপরাধীর গতিবিধির উপর নজর রাখা, তাঁকে গ্রেফতারের নির্দেশ জারি করা হয় ৷ হিরে ব্যবসায়ী মেহুল চোকসির বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে ৷ তিনি ভারতের পঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে 13 হাজার কোটি টাকা ঋণ নিয়ে ফেরত দেননি বলে জানা গিয়েছিল ৷ এরপরই মেহুল ভারত ছেড়ে পালিয়ে যান ৷ তাঁকে গ্রেফতার করতে অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ কিন্তু তা বিফলে গিয়েছে ৷ ইন্টারপোলের এই সিদ্ধান্ত নিয়ে কোনও মন্তব্য করেনি সিবিআই (Central Bureau of Investigation, CBI) ৷

আরও পড়ুন: ডমিনিকায় মেহুলের প্রবেশ বেআইনি, জানাল দ্বীপের আদালত

2018 সালে মেহুল চোকসির বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল ৷ এর 10 মাসে আগে জানুয়ারিতে তিনি ভারত ছেড়ে পালিয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ অ্যান্টিগুয়া ও বারবুডায় গিয়ে আশ্রয় নেন ৷ সেখানকার নাগরিকত্ব গ্রহণ করেন ৷ সিবিআই ইন্টারপোলের কাছে তাঁর নামে রেড নোটিশ জারির আবেদন জানায় ৷ আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই আবেদনকে চ্যালেঞ্জ করে মেহুল চোকসি ৷ একে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি ৷ তাঁর ব্যক্তিগত নিরাপত্তা ও স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন হিরে ব্যবসায়ী ৷

নয়াদিল্লি, 21 মার্চ: সিবিআইয়ের জন্য বড় ধাক্কা! ইন্টারপোলের রেড নোটিশ তালিকা থেকে বাদ গেল পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসির নাম ৷ হিরে ব্যবসায়ীর এক মুখপাত্র জানিয়েছেন, আন্তর্জাতির পুলিশ সংস্থা ইন্টারপোল তাদের রেড নোটিশ থেকে মেহুলের নাম বাদ দিয়েছে ৷ হিরে ব্যবসায়ী অভিযোগ করেছিলেন, ভারতীয় তদন্তকারী সংস্থা তাঁকে অ্যান্টিগুয়া থেকে অপহরণ করেছিল ৷ যদিও তা অস্বীকার করে ভারত সরকার ৷ সূত্রে জানা গিয়েছে, রেড নোটিশ থেকে নাম প্রত্যাহারের (Lyon-headquartered agency) আবেদন জানিয়েছিলেন পলাতক ব্যবসায়ী ৷ তার আবেদনে সাড়া দিয়েছে ইন্টারপোল ৷ এই পদক্ষেপের ফলে মেহুলের দাবি আরও শক্তিশালী হল (fugitive diamantaire Mehul Choksi removed from Interpol database of Red Notices) ৷

195টি সদস্য দেশের এই ইন্টারপোল অপরাধীর বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ৷ এতে বিশ্বজুড়ে সব তদন্তকারী সংস্থাকে সতর্ক করা হয় এবং অপরাধীর গতিবিধির উপর নজর রাখা, তাঁকে গ্রেফতারের নির্দেশ জারি করা হয় ৷ হিরে ব্যবসায়ী মেহুল চোকসির বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে ৷ তিনি ভারতের পঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে 13 হাজার কোটি টাকা ঋণ নিয়ে ফেরত দেননি বলে জানা গিয়েছিল ৷ এরপরই মেহুল ভারত ছেড়ে পালিয়ে যান ৷ তাঁকে গ্রেফতার করতে অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ কিন্তু তা বিফলে গিয়েছে ৷ ইন্টারপোলের এই সিদ্ধান্ত নিয়ে কোনও মন্তব্য করেনি সিবিআই (Central Bureau of Investigation, CBI) ৷

আরও পড়ুন: ডমিনিকায় মেহুলের প্রবেশ বেআইনি, জানাল দ্বীপের আদালত

2018 সালে মেহুল চোকসির বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল ৷ এর 10 মাসে আগে জানুয়ারিতে তিনি ভারত ছেড়ে পালিয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ অ্যান্টিগুয়া ও বারবুডায় গিয়ে আশ্রয় নেন ৷ সেখানকার নাগরিকত্ব গ্রহণ করেন ৷ সিবিআই ইন্টারপোলের কাছে তাঁর নামে রেড নোটিশ জারির আবেদন জানায় ৷ আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই আবেদনকে চ্যালেঞ্জ করে মেহুল চোকসি ৷ একে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি ৷ তাঁর ব্যক্তিগত নিরাপত্তা ও স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন হিরে ব্যবসায়ী ৷

Last Updated : Mar 21, 2023, 10:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.