প্যারিস, 19 ডিসেম্বর: বিশ্বকাপে (FIFA World Cup 2022) হারের পর অশান্ত হয়ে উঠল ফ্রান্সের রাজধানী শহর ৷ রবিবার রাতে প্যারিসের চ্যাম্পস-এলিসিসে জমায়েত অনুরাগীদের ভিড়কে লক্ষ্য করে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ (French Police Use Tear Gas Against Fans) ৷ রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা আরআইএ নিউজ এজেন্সির খবরের ভিত্তি এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই ৷
কিন্তু কেন এমনটা হল ? জানা গিয়েছে, আর্জেন্তিনা বিরুদ্ধে হারের পর প্যারিসের চ্যাম্পস-এলিসিসে ফ্রান্স সমর্থকরা রীতিমতো বিক্ষোভ শুরু করেন ৷ ম্যাচের পর সেখানে আতসবাজি ফাটিয়ে যান চলাচলে সমস্যা তৈরি করছিল ৷ এরপরেই সমর্থকদের ভিড়কে সেখান থেকে সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় ৷ অভিযোগ উঠেছে পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকজন সমর্থক আতসবাজি ছুড়তে শুরু করে ৷ পুলিশের উপরেও হামলা চালানো হয় বলেও অভিযোগ ৷ এরপরেই পুলিশ জমায়েত ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে এবং কাঁদানে গ্যসের সেল ফাটায় (Tear Gas Against Fans on Champs Elysees in Paris) ৷ এই ঘটনায় বেশ কয়েকজনকে আটকও করা হয় ৷
প্রসঙ্গত, রবিবার বিশ্বকাপ ফাইনাল শুরুর আগে থেকেই চ্যাম্পস-এলিসিসে ভিড় করতে শুরু করেন ফ্রান্সের সমর্থকরা ৷ ভিড়ের জেরে যাতে যানজট তৈরি না হয়, তার জন্য চ্যাম্পস-এলিসিস এলাকা ঘিরে দেওয়া হয় ৷ প্রায় হাজারের বেশি পুলিশও মোতায়ন করা হয় সেখানে ৷ কিন্তু, ম্যাচ শেষ হওয়ার পরেই চ্যাম্পস-এলিসিসে থাকা ভিড় বেপরোয়া হয়ে ওঠে ৷ সেই সময় পুলিশ বাধা দিতে গেলে সংঘর্ষ শুরু হয় বলে অভিযোগ ৷
আরও পড়ুন: সর্বাধিক ম্যাচ, প্রতিটি রাউন্ডে গোল ! ফাইনালের রাতে একাধিক রেকর্ড ফুটবলের প্রিয় সন্তানের
প্রসঙ্গত, রবিবার রাতে কাতারের লুসেইল স্টেডিয়ামে রোমহর্ষক ফাইনালে আর্জেন্তিনার বিরুদ্ধে অতিরিক্ত সময়ে 3-3 অবস্থায় শেষ করে ফ্রান্স ৷ এরপর টাইব্রেকারে 4-2 গোলে হারেন কিলিয়ান এমবাপেরা (France Loss to Argentina in FIFA World Cup) ৷ সেখানে পরাজিত ফ্রান্স ফুটবলারদের মাঠে নেমে সান্ত্বনা দিতে দেখা যায় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁকে ৷ এমনকি পরবর্তী সময়ে তিনি টুইটারেও ফ্রান্স ফুটবল দলের বিশ্বকাপ সফরে পারফরম্যান্স নিয়ে প্রশংসা করেন ৷