ETV Bharat / international

Hell of Harrowing Hamas Attack: ‘সরকারের বলির পাঁঠা’, হামাসের হাত থেকে মুক্তি পেয়ে গর্জে উঠলেন ওচেভেদ

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2023, 10:59 PM IST

‘রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায় ৷’ প্রাচীন এই বাংলা প্রবাদ যে কতটা সত্যি, তা প্রতি যুদ্ধের পরই অনুভব করেছে বিশ্ব, বলা ভালো চাক্ষুষ করেছে ৷

Etv Bharat
Etv Bharat

জেরুজালেম, 24 অক্টোবর: ‘রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায় ৷’ প্রাচীন এই বাংলা প্রবাদ যে কতটা সত্যি, তা প্রতি যুদ্ধের পরই অনুভব করেছে বিশ্ব, বলা ভালো চাক্ষুষ করেছে ৷ বারবার বিশ্ব দেখেছে কূটনীতি, প্রোটোকল সবই আক্ষরিক শব্দ ৷ একমাত্র সত্যি ক্ষতি, মৃত্যু, যন্ত্রণা, বিচ্ছেদ ৷ যা যুদ্ধের ভয়াবহতাকে আরও ভয়াল করে তুলেছে বারবার, প্রতিবার ৷

ওচেভেদ লিফসহিৎজ, ইসরায়েলের বাসিন্দা, যুদ্ধবন্দি ৷ 85 বসন্ত পার করা লিফসহিৎজ বয়সের ভারে ন্যুজ ৷ বয়স, শারীরিক অবস্থা হামাস কিছুরই পরোয়া করেনি ৷ যুদ্ধবন্দি করে গাজা স্ট্রিপে নিয়ে যায় ওচেভেদকে, সঙ্গী তাঁর 83 বছর বয়সি স্বামী, ওদেদ ৷ টানা দু’সপ্তাহের বন্দিদশা, অকথ্য অত্যাচারের পর ওচেভেদ ও 79 বছরের নুরিৎ কুপার নামে আরেক মহিলাকে মুক্তি দিয়েছে হামাস ৷ স্বামী এখনও রয়েছে হামাসের ডেরায় ৷

Hell of Harrowing Hamas Attack
85 বসন্ত পার করা লিফসহিৎজ বয়সের ভারে ন্যুজ

এক বিবৃতিতে হামাস বলেছে যে, তারা মানবিক কারণে তাঁদের মুক্তি দিয়েছে । হামাস এবং গাজার অন্যান্য জঙ্গিরা প্রায় 220 জনকে নিয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে, যাঁদের মধ্যে অনেক বিদেশি এবং দ্বৈত নাগরিকও রয়েছেন । হামাস গত সপ্তাহে এক মার্কিন নারী ও তাঁর কিশোরী কন্যাকে মুক্তি দিয়েছিল । ইজরায়েল গাজায় ব্যাপক হামলা চালাবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছে ৷ 7 অক্টোবরের দক্ষিণ ইজরায়েলি সম্প্রদায়ের উপর নৃশংস তাণ্ডব চালানোর পর হামাসকে ধ্বংস করার অঙ্গীকার করেছে তেল আভিভ ।

তেল আভিভের ইকিলোভ হাসপাতালে বসে ভয়াবহ অভিজ্ঞতা শোনানোর সময় ভাবলেশহীন লিফসহিৎজ, যুদ্ধের ভয়বহতা থাবা বসিয়েছে আবেগে, কাবু করেছে বৃদ্ধার ঈন্দ্রিয়কে ৷ আবেগহীন, কিন্তু ওচেভেদ যা বললেন, সেই যুক্তি খণ্ডাতে ভাবতে হবে অচলে ৷ লিফসহিৎজ বলেন, ‘‘নরকের অভিজ্ঞতা হবে কোনওদিন ভাবিনি ৷ 7 তারিখের সেই রাত কোনওদিনও ভুলব না ৷ ওরা (পড়ুন হামাস) এসে সব তছনচ করে দিল ৷ আমাকে ওরা একটা মোটর-সাইকেলে ওঠায়, গয়না-ঘড়ি খুলে নেয় ৷ আমার হাঁটু, পিঠে লাঠি দিয়ে মেরেছে ৷ আমাদের উপরে অকথ্য অত্যাচার চালিয়েছে কয়েক সপ্তাহ ধরে ৷ আমরা আসলে সরকারের বলির পাঁঠা । হামাস তিন সপ্তাহ আগে সতর্ক করেছিল । সরকার ও সেনাবাহিনী গুরুত্বই দেয়নি ।’’

বৃদ্ধার বর্ণনা অনুযায়ী, কয়েক মাইল ধরে একটা টানেলের মধ্যে দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ৷ টানেল মাঁকড়শার জালের মতো জটিল ৷ সেখান থেকে তাঁদের নিয়ে যাওয়া হয় একটি হলঘরে ৷ সেখানে প্রায় 25জন বন্দি ছিলেন ৷ প্রত্যেককে ছোট ছোট গোষ্ঠীতে ভাগ করে দেওয়া হয় ৷ হামাস জানায়, যাদের কোরানে ভক্তি রয়েছে তাদের কোনওরকম অত্যাচার করা হবে না ৷

Hell of Harrowing Hamas Attack:
রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়

রাফা সীমান্ত হয়ে গাজায় পৌঁছেছে আরও কিছু ত্রাণ সামগ্রী ৷ গত 7 অক্টোবর ইজরায়েলে হামলা চালায় প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাস ৷ সেই আক্রমণে প্রায় 1 হাজার 400 ইজরায়েলির মৃত্যু হয় ৷ এর বদলা নিয়ে ও হামাসকে উৎখাত করতে গাজায় লাগাতার হামলা চালাচ্ছে ইজরায়েলের বায়ু সেনা ৷ আশঙ্কা করা হচ্ছে, যেকোনও সময়ে স্থলপথেও গাজায় প্রবেশ করে পারে ইজরায়েলের সেনা ৷

ইতিমধ্যেই গাজা সীমান্তে ট্যাঙ্ক ও সেনা মোতায়েন করে রেখেছে ইজরায়েল ৷ ইজরায়েলি সেনার দাবি, স্থল অভিযানের সময় বিপদ এড়াতেই আগাম বিমান হামলা চালানো হচ্ছে গাজাতে ৷ এরপর গাজায় শুরু হবে স্থলপথে তল্লাশি অভিযান ৷ প্রথম বিশ্বের দেশগুলি ক্রমেই উদ্বেগ প্রকাশ করে চলেছে যে, ক্রমবর্ধমান ইজরায়েল-হামাস যুদ্ধ একটি বৃহত্তর সংঘাতের জন্ম দেবে । ইজরায়েল সমানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে, আবাসিক ভবনগুলিকে ধ্বংস করে দিচ্ছে ৷ এটাই তাদের চূড়ান্ত স্থল হামলার প্রস্তুতি বলে জানিয়েছে তেল আভিভ । তাদের হামলার ফলে গাজায় মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে ৷ ইজরায়েলের হামলায় গাজায় ইতিমধ্যেই কমপক্ষে 4 হাজার 600 জন প্রাণ হারিয়েছেন ৷ হামাস প্রায় 212 জনকে 7 তারিখ পণবন্দি করেছিল, যাঁদের সিংহভাগই ইজরায়েলের নাগরিক ৷ তবে পণবন্দিদের মধ্যে কয়েকজন বিদেশিও রয়েছেন ৷

আরও পণবন্দিদের মুক্তির জন্য আলোচনার সময় দিতে ঘোষিত আক্রমণকে আরও বিলম্বিত করার জন্য ইজরায়েলকে পরামর্শ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র । মিশর থেকে একটি তৃতীয় ছোট সাহায্য কনভয় গাজায় প্রবেশ করেছে ৷ দু সপ্তাহ ধরে ইজরায়েলের লাগাতার হামলার সম্মুখীন হওয়ায় গাজায় বর্তমানে প্রায় 23 লক্ষ জনসংখ্যা খাদ্য, জল ও ওষুধের অভাবে রয়েছেন ৷

আরও পড়ুন: গাজায় ইজরায়েলি সেনার স্থলাভিযান নিয়ে সংশয়ে আমেরিকা

জেরুজালেম, 24 অক্টোবর: ‘রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায় ৷’ প্রাচীন এই বাংলা প্রবাদ যে কতটা সত্যি, তা প্রতি যুদ্ধের পরই অনুভব করেছে বিশ্ব, বলা ভালো চাক্ষুষ করেছে ৷ বারবার বিশ্ব দেখেছে কূটনীতি, প্রোটোকল সবই আক্ষরিক শব্দ ৷ একমাত্র সত্যি ক্ষতি, মৃত্যু, যন্ত্রণা, বিচ্ছেদ ৷ যা যুদ্ধের ভয়াবহতাকে আরও ভয়াল করে তুলেছে বারবার, প্রতিবার ৷

ওচেভেদ লিফসহিৎজ, ইসরায়েলের বাসিন্দা, যুদ্ধবন্দি ৷ 85 বসন্ত পার করা লিফসহিৎজ বয়সের ভারে ন্যুজ ৷ বয়স, শারীরিক অবস্থা হামাস কিছুরই পরোয়া করেনি ৷ যুদ্ধবন্দি করে গাজা স্ট্রিপে নিয়ে যায় ওচেভেদকে, সঙ্গী তাঁর 83 বছর বয়সি স্বামী, ওদেদ ৷ টানা দু’সপ্তাহের বন্দিদশা, অকথ্য অত্যাচারের পর ওচেভেদ ও 79 বছরের নুরিৎ কুপার নামে আরেক মহিলাকে মুক্তি দিয়েছে হামাস ৷ স্বামী এখনও রয়েছে হামাসের ডেরায় ৷

Hell of Harrowing Hamas Attack
85 বসন্ত পার করা লিফসহিৎজ বয়সের ভারে ন্যুজ

এক বিবৃতিতে হামাস বলেছে যে, তারা মানবিক কারণে তাঁদের মুক্তি দিয়েছে । হামাস এবং গাজার অন্যান্য জঙ্গিরা প্রায় 220 জনকে নিয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে, যাঁদের মধ্যে অনেক বিদেশি এবং দ্বৈত নাগরিকও রয়েছেন । হামাস গত সপ্তাহে এক মার্কিন নারী ও তাঁর কিশোরী কন্যাকে মুক্তি দিয়েছিল । ইজরায়েল গাজায় ব্যাপক হামলা চালাবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছে ৷ 7 অক্টোবরের দক্ষিণ ইজরায়েলি সম্প্রদায়ের উপর নৃশংস তাণ্ডব চালানোর পর হামাসকে ধ্বংস করার অঙ্গীকার করেছে তেল আভিভ ।

তেল আভিভের ইকিলোভ হাসপাতালে বসে ভয়াবহ অভিজ্ঞতা শোনানোর সময় ভাবলেশহীন লিফসহিৎজ, যুদ্ধের ভয়বহতা থাবা বসিয়েছে আবেগে, কাবু করেছে বৃদ্ধার ঈন্দ্রিয়কে ৷ আবেগহীন, কিন্তু ওচেভেদ যা বললেন, সেই যুক্তি খণ্ডাতে ভাবতে হবে অচলে ৷ লিফসহিৎজ বলেন, ‘‘নরকের অভিজ্ঞতা হবে কোনওদিন ভাবিনি ৷ 7 তারিখের সেই রাত কোনওদিনও ভুলব না ৷ ওরা (পড়ুন হামাস) এসে সব তছনচ করে দিল ৷ আমাকে ওরা একটা মোটর-সাইকেলে ওঠায়, গয়না-ঘড়ি খুলে নেয় ৷ আমার হাঁটু, পিঠে লাঠি দিয়ে মেরেছে ৷ আমাদের উপরে অকথ্য অত্যাচার চালিয়েছে কয়েক সপ্তাহ ধরে ৷ আমরা আসলে সরকারের বলির পাঁঠা । হামাস তিন সপ্তাহ আগে সতর্ক করেছিল । সরকার ও সেনাবাহিনী গুরুত্বই দেয়নি ।’’

বৃদ্ধার বর্ণনা অনুযায়ী, কয়েক মাইল ধরে একটা টানেলের মধ্যে দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ৷ টানেল মাঁকড়শার জালের মতো জটিল ৷ সেখান থেকে তাঁদের নিয়ে যাওয়া হয় একটি হলঘরে ৷ সেখানে প্রায় 25জন বন্দি ছিলেন ৷ প্রত্যেককে ছোট ছোট গোষ্ঠীতে ভাগ করে দেওয়া হয় ৷ হামাস জানায়, যাদের কোরানে ভক্তি রয়েছে তাদের কোনওরকম অত্যাচার করা হবে না ৷

Hell of Harrowing Hamas Attack:
রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়

রাফা সীমান্ত হয়ে গাজায় পৌঁছেছে আরও কিছু ত্রাণ সামগ্রী ৷ গত 7 অক্টোবর ইজরায়েলে হামলা চালায় প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাস ৷ সেই আক্রমণে প্রায় 1 হাজার 400 ইজরায়েলির মৃত্যু হয় ৷ এর বদলা নিয়ে ও হামাসকে উৎখাত করতে গাজায় লাগাতার হামলা চালাচ্ছে ইজরায়েলের বায়ু সেনা ৷ আশঙ্কা করা হচ্ছে, যেকোনও সময়ে স্থলপথেও গাজায় প্রবেশ করে পারে ইজরায়েলের সেনা ৷

ইতিমধ্যেই গাজা সীমান্তে ট্যাঙ্ক ও সেনা মোতায়েন করে রেখেছে ইজরায়েল ৷ ইজরায়েলি সেনার দাবি, স্থল অভিযানের সময় বিপদ এড়াতেই আগাম বিমান হামলা চালানো হচ্ছে গাজাতে ৷ এরপর গাজায় শুরু হবে স্থলপথে তল্লাশি অভিযান ৷ প্রথম বিশ্বের দেশগুলি ক্রমেই উদ্বেগ প্রকাশ করে চলেছে যে, ক্রমবর্ধমান ইজরায়েল-হামাস যুদ্ধ একটি বৃহত্তর সংঘাতের জন্ম দেবে । ইজরায়েল সমানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে, আবাসিক ভবনগুলিকে ধ্বংস করে দিচ্ছে ৷ এটাই তাদের চূড়ান্ত স্থল হামলার প্রস্তুতি বলে জানিয়েছে তেল আভিভ । তাদের হামলার ফলে গাজায় মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে ৷ ইজরায়েলের হামলায় গাজায় ইতিমধ্যেই কমপক্ষে 4 হাজার 600 জন প্রাণ হারিয়েছেন ৷ হামাস প্রায় 212 জনকে 7 তারিখ পণবন্দি করেছিল, যাঁদের সিংহভাগই ইজরায়েলের নাগরিক ৷ তবে পণবন্দিদের মধ্যে কয়েকজন বিদেশিও রয়েছেন ৷

আরও পণবন্দিদের মুক্তির জন্য আলোচনার সময় দিতে ঘোষিত আক্রমণকে আরও বিলম্বিত করার জন্য ইজরায়েলকে পরামর্শ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র । মিশর থেকে একটি তৃতীয় ছোট সাহায্য কনভয় গাজায় প্রবেশ করেছে ৷ দু সপ্তাহ ধরে ইজরায়েলের লাগাতার হামলার সম্মুখীন হওয়ায় গাজায় বর্তমানে প্রায় 23 লক্ষ জনসংখ্যা খাদ্য, জল ও ওষুধের অভাবে রয়েছেন ৷

আরও পড়ুন: গাজায় ইজরায়েলি সেনার স্থলাভিযান নিয়ে সংশয়ে আমেরিকা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.