প্যারিস, 9 জানুয়ারি: দেশের কনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন গ্যাব্রিয়েল আটাল ৷ মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ দেশের শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েলকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন ৷ প্রেসিডেন্ট ম্যাক্রোঁর কার্যালয় থেকে একটি বিবৃতিতে নয়া প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে ৷ শিক্ষামন্ত্রীর পাশাপাশি 34 বছর বয়সি আটাল ফরাসি সরকারের মুখপাত্রও বটে ৷
শুধু তাই নয়, গ্যাব্রিয়েল সমকামী প্রধানমন্ত্রী হওয়ার নজির গড়লেন ৷ দেশের রাজনৈতিক চাপানউতোরের মাঝে সোমবার এলিজাবেথ বোর্ন ফ্রান্সের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ৷ ফ্রান্সের অভিবাসন আইন নিয়ে রাজনৈতিক তরজা চলছে ৷ এই আইনের আওতায় সরকার বিদেশি নাগরিকদের তাদের দেশে ফেরাতে পারে ৷
2017 সালে প্রেসিডেন্ট হন ইম্যানুয়েল ম্যাক্রোঁ ৷ তিনি নিজেও ফ্রান্সের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট ৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, আগামী দিনে নতুন সরকার গঠন করতে পারেন ম্যাক্রোঁ ৷ তবে কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর তাঁদের বর্তমান পদেই বহাল থাকবেন ৷
গ্যাব্রিয়েল আটাল 2016 সালে ইম্যানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে যোগ দেন ৷ 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত তিনি ম্যাক্রোঁ সরকারের মুখপাত্র ছিলেন ৷ এই পরিচিতির মাধ্যমেই ফ্রান্সের জনগণের মধ্যে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন ৷ এরপর তাঁকে বাজেট মন্ত্রী নিযুক্ত করা হয় ৷ এরপর তিনি ফ্রান্সের শিক্ষামন্ত্রী পদের আসীন হল ৷
শিক্ষামন্ত্রী হওয়ার পর তিনি প্রথম পরীক্ষামূলকভাবে কয়েকটি স্কুলে ইউনিফর্ম বদল করার পরিকল্পনা করেন ৷ স্কুলে হেনস্তার শিকার হওয়া থেকে পড়ুয়াদের বাঁচানোই তাঁর উদ্দেশ্য ৷ দেশের নিজস্ব মিডিয়ায় তিনি খোলাখুলি জানান, তাঁকে স্কুলে কীভাবে সমকামিতার জন্য হেনস্তা হতে হয়েছে ৷ এছাড়া পোশাক নিয়েও তাঁকে পড়ুয়াদের মাঝে অপমানিত হতে হয়েছে ৷ একটি জনসমীক্ষায় জানা গিয়েছে, বোর্ন প্রধানমন্ত্রী থাকাকালীন গ্যাব্রিয়েলই দেশের সবচেয়ে জনপ্রিয় মন্ত্রী ৷
আরও পড়ুন: