বেজিং, 22 অক্টোবর: চিনের (China) শাসকদলের সম্মেলনে নাটক ! শনিবার ছিল কমিউনিস্ট পার্টি কংগ্রেসের (Communist Party Congress) সমাপতন অনুষ্ঠান ৷ সেই মঞ্চে বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিংয়ের (Xi Jinping) সামনেই তাঁর পূর্বসূরি হু জিনতাওকে (Hu Jintao) পোডিয়াম থেকে কার্যত বের করে দেওয়া হল ! চিনের প্রাক্তন প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেলেন দু'জন উচ্চপদস্থ নিরাপত্তা আধিকারিক ! সেই দৃশ্য ধরা পড়ল তামাম সংবাদমাধ্যমের ক্য়ামেরায় ৷
গ্রেট হল অফ পিপলের (Great Hall of People) মঞ্চে একেবারে প্রথম সারিতেই বসেছিলেন 79 বছরের হু ৷ তাঁর পাশে বসেছিলেন শি জনপিং ৷ কিন্তু, হঠাৎই দুই ব্যক্তি এসে প্রাক্তন প্রেসিডেন্টকে কার্যত সেখান থেকে সরিয়ে নিয়ে যান ! প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই দুই ব্যক্তি উচ্চপদস্থ নিরাপত্তা আধিকারিক ৷ কমিউনিস্ট পার্টি কংগ্রেসের এই সমাপতন অনুষ্ঠানে 2 হাজার 296 জনেরও বেশি প্রতিনিধি ও আধিকারিক উপস্থিত ছিলেন ৷ উপস্থিত ছিলেন জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ৷ তাঁদের সকলের সামনে এমন ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই শুরু হয়েছে জল্পনা ৷
আরও পড়ুন: মায়ানমারের সু কি-র সাজার মেয়াদ বেড়ে হল 26 বছর
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সেটির দৈর্ঘ্য প্রায় 1 মিনিট ৷ ভিডিয়োটি দেখলে মনে হবে বৃদ্ধ হু জিনতাওকে নিরাপত্তা আধিকারিকরা বাধ্য করছেন তাঁর জায়গা ছেড়ে উঠে যেতে ! উল্লেখ্য, 2012 সালে এই হু জিনতাওয়ের হাত থেকেই প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছিলেন শি জিনপিং ৷ কোনও অশান্তি ছাড়াই ক্ষমতার হস্তান্তর হয়েছিল সেই সময় ৷ তার আগে টানা 10 বছর চিনের মসনদে ছিলেন হু জিনতাও ৷
ভাইরাল ভিডিয়োয় হু জিনতাওকে দেখে খুব দুর্বল মনে হচ্ছিল ৷ তবুও তিনি ওই দুই নিরাপত্তা আধিকারিকের সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করেন ৷ সেখানে অন্য নেতারাও ছিলেন ৷ কিন্তু, তাঁরা সকলেই বসেছিলেন চুপ করে ! শেষ পর্যন্ত হু জিনতাও দুই নিরাপত্তা আধিকারিকের সঙ্গে হাঁটা শুরু করেন ৷ তার আগে শি জিনপিংকে কিছু বলেন তিনি ৷ শি জিনপিংও মাথা নেড়ে পূর্বসূরির কথায় সম্মতিসূচক অভিব্যক্তি দেখান ৷ এরপর লম্বা পথ হেঁটে অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যান হু জিনতাও ৷ কী কারণে তিনি এভাবে অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন, সেই বিষয়ে কর্তৃপক্ষের তরফে কিছুই জানানো হয়নি ৷