ETV Bharat / international

Nawaz Sharif: স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে দীর্ঘ চার বছর পর দেশে ফিরলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ - দেশে ফিরলেন নওয়াজ শরিফ

দীর্ঘ 4 বছরের স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে শনিবার দেশে ফিরলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ৷ 24 অক্টোবর পর্যন্ত তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে ইসলামাবাদ হাইকোর্ট ৷

ETV Bharat
নওয়াজ শরিফ
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2023, 5:00 PM IST

ইসলামাবাদ, 21 অক্টোবর: পূর্ব ঘোষণা মতো দেশে ফিরলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ৷ শনিবার দুপুরে একটি বিশেষ বিমানে দুবাই থেকে ইসলামাবাদে আসেন শরিফ ৷ দীর্ঘ 4 বছর লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন নওয়াজ শরিফ ৷ আগামী বছর জানুয়ারিতেই পাকিস্তানে সাধারণ নির্বাচন হওয়ার কথা ৷ বর্তমানে তদারকি সরকারের অধীনে রয়েছে পাকিস্তান ৷ মনে করা হচ্ছে আসন্ন নির্বাচন উপলক্ষে দলের রনকৌশল ঠিক করতে ও ক্ষমতা দখলের পরামর্শ নেতা-কর্মীদের দিতে এই সময়ে দেশে ফিরলেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর 73 বছর বয়সি প্রধান ৷

উল্লেখ্য, বৃহস্পতিবার (19 অক্টোবর) ইসলামাবাদ হাইকোর্ট নওয়াজ শরিফের অন্তর্বর্তীকালিন জামিন মঞ্জুর করেছে ৷ 24 অক্টোবর পর্যন্ত তাঁকে এই রক্ষাকবচ দিয়েছে হাইকোর্ট ৷ পাকিস্তানের দুর্নীতি বিরোধী তদন্তকারী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর 2টি মামলায় অভিযুক্ত শরিফ ৷ যদিও বৃহস্পতিবার সংস্থাটির তরফে তাঁর অন্তর্বর্তীকালীনের জামিনের বিরোধিতা করা হয়নি ৷ 2017 সালে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রধানমন্ত্রীর পদ খোয়ান নওয়াজ শরিফ ৷ 2016 সালে পানামা পেপার মামলায় নাম জড়িয়েছিল নওয়াজ শরিফের পরিবারের ৷ যদিও শরিফ আগেই দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে উঠা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণদিত ৷

এদিন শরিফ ইসলামাবাদ বিমানবন্দরে অবতরণের পর জামিন প্রক্রিয়া শেষ করার জন্য আইনজীবীরা তাঁর বায়োমেট্রিক তথ্য নেন ৷ ইসলামাবাদ থেকেই তাঁর লাহোরে যাওয়ার কথা একটি জনসভায় যোগ দিতে ৷ ইতিমধ্যেই পিএমএল-এন-এর তরফ থেকে নওয়াজ শরিফের এই দেশে ফেরাকে পাকিস্তানের আশা বলে উল্লেখ করা হয়েছে ৷ এদিন নওয়াজ শরিফকে স্বাগত জানাতে তাঁর সমর্থকরা বিমানবন্দরে হাজির হয়েছিলেন ৷

আরও পড়ুন: পৃথিবী দায় নেবে না! গাজার শিশুদের রক্ষায় ঈশ্বরে ভরসা স্বরার

এদিন নওয়াজ শরিফ বলেছেন, "পাকিস্তানের বর্তমান পরিস্থিতি দেখে আমি চিন্তিত ও দুঃখিত ৷ দেশ এগিয়ে যাওয়ার বদলে অর্থনীতির দিক দিয়ে পিছিয়ে যাচ্ছে ৷ চার বছর পর আমি দেশে ফিরছি ৷ চার বছর আগে পাকিস্তান ছাড়ার সময় আমি খুশি ছিলাম না, কিন্তু আজ আমি খুশি ৷" জানা গিয়েছে, এই বিশেষ বিমানে শরিফের সঙ্গে তাঁর সমর্থকরাও ছিলেন ৷ তাঁরা নওয়াজের নামে স্লোগানও দেন ৷ জানা গিয়েছে, লাহোরে ভাষণ দেওয়ার জন্য বিমানে এদিন তাঁর বক্তৃতা প্রস্তুত করেছেন বলে জানা গিয়েছে ৷

ইসলামাবাদ, 21 অক্টোবর: পূর্ব ঘোষণা মতো দেশে ফিরলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ৷ শনিবার দুপুরে একটি বিশেষ বিমানে দুবাই থেকে ইসলামাবাদে আসেন শরিফ ৷ দীর্ঘ 4 বছর লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন নওয়াজ শরিফ ৷ আগামী বছর জানুয়ারিতেই পাকিস্তানে সাধারণ নির্বাচন হওয়ার কথা ৷ বর্তমানে তদারকি সরকারের অধীনে রয়েছে পাকিস্তান ৷ মনে করা হচ্ছে আসন্ন নির্বাচন উপলক্ষে দলের রনকৌশল ঠিক করতে ও ক্ষমতা দখলের পরামর্শ নেতা-কর্মীদের দিতে এই সময়ে দেশে ফিরলেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর 73 বছর বয়সি প্রধান ৷

উল্লেখ্য, বৃহস্পতিবার (19 অক্টোবর) ইসলামাবাদ হাইকোর্ট নওয়াজ শরিফের অন্তর্বর্তীকালিন জামিন মঞ্জুর করেছে ৷ 24 অক্টোবর পর্যন্ত তাঁকে এই রক্ষাকবচ দিয়েছে হাইকোর্ট ৷ পাকিস্তানের দুর্নীতি বিরোধী তদন্তকারী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর 2টি মামলায় অভিযুক্ত শরিফ ৷ যদিও বৃহস্পতিবার সংস্থাটির তরফে তাঁর অন্তর্বর্তীকালীনের জামিনের বিরোধিতা করা হয়নি ৷ 2017 সালে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রধানমন্ত্রীর পদ খোয়ান নওয়াজ শরিফ ৷ 2016 সালে পানামা পেপার মামলায় নাম জড়িয়েছিল নওয়াজ শরিফের পরিবারের ৷ যদিও শরিফ আগেই দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে উঠা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণদিত ৷

এদিন শরিফ ইসলামাবাদ বিমানবন্দরে অবতরণের পর জামিন প্রক্রিয়া শেষ করার জন্য আইনজীবীরা তাঁর বায়োমেট্রিক তথ্য নেন ৷ ইসলামাবাদ থেকেই তাঁর লাহোরে যাওয়ার কথা একটি জনসভায় যোগ দিতে ৷ ইতিমধ্যেই পিএমএল-এন-এর তরফ থেকে নওয়াজ শরিফের এই দেশে ফেরাকে পাকিস্তানের আশা বলে উল্লেখ করা হয়েছে ৷ এদিন নওয়াজ শরিফকে স্বাগত জানাতে তাঁর সমর্থকরা বিমানবন্দরে হাজির হয়েছিলেন ৷

আরও পড়ুন: পৃথিবী দায় নেবে না! গাজার শিশুদের রক্ষায় ঈশ্বরে ভরসা স্বরার

এদিন নওয়াজ শরিফ বলেছেন, "পাকিস্তানের বর্তমান পরিস্থিতি দেখে আমি চিন্তিত ও দুঃখিত ৷ দেশ এগিয়ে যাওয়ার বদলে অর্থনীতির দিক দিয়ে পিছিয়ে যাচ্ছে ৷ চার বছর পর আমি দেশে ফিরছি ৷ চার বছর আগে পাকিস্তান ছাড়ার সময় আমি খুশি ছিলাম না, কিন্তু আজ আমি খুশি ৷" জানা গিয়েছে, এই বিশেষ বিমানে শরিফের সঙ্গে তাঁর সমর্থকরাও ছিলেন ৷ তাঁরা নওয়াজের নামে স্লোগানও দেন ৷ জানা গিয়েছে, লাহোরে ভাষণ দেওয়ার জন্য বিমানে এদিন তাঁর বক্তৃতা প্রস্তুত করেছেন বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.