ETV Bharat / international

'কার্গিল দখলের বিরোধিতা করেছিলাম, তাই পারভেজ মুশারফ গদিচ্যুত করেন', দাবি নওয়াজ শরিফের - নওয়াজ শরিফ

Former Pakistan PM Nawaz Sharif on Kargil: ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে কার্গিলের দখল নিয়েছিল পাকিস্তান ৷ এর নেপথ্যে ছিলেন প্রয়াত জেনারেল পারভেজ মুশারফ ৷ এই পরিকল্পনার প্রতিবাদ করেছিলেন বলে দাবি করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ৷

ETV Bharat
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2023, 1:07 PM IST

লাহোর, 10 ডিসেম্বর: প্রতিবেশী ভারত এবং অন্য দেশগুলির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চেয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ৷ তাই কার্গিল দখলের প্রতিবাদ করেছিলেন ৷ আর সেই কারণেই তাঁকে ক্ষমতাচ্যুত করেন প্রয়াত জেনারেল পারভেজ মুশারফ ৷ শনিবার এমনটাই দাবি করলেন নওয়াজ শরিফ ৷

4 বছর স্বেচ্ছানির্বাসনে কাটানোর পর অক্টোবর মাসে তিনি লন্ডন থেকে পাকিস্তানে ফিরেছেন ৷ আগামী বছরের প্রথম দিকেই দেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা ৷ লাহোরে সেই সংক্রান্ত একটি বৈঠকে অংশ নিয়েছিলেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ বা পিএমএল-এনের প্রধান নওয়াজ ৷ সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, কেন সময়ের আগেই তাঁকে প্রধানমন্ত্রিত্ব থেকে সরে যেতে হয়েছিল ?

এর উত্তরে শেহবাজ শরিফের ভাই নওয়াজ বলেন, "1993 এবং 1999 সালে আমায় কেন ক্ষমতাচ্যুত করা হয়েছিল, সেই কারণটা আমার বলা উচিত ৷ কার্গিল নিয়ে পাকিস্তান যে পরিকল্পনা করেছিল, তার বিরোধিতা করেছিলাম ৷ আর তাই জেনারেল পারভেজ মুশারফ আমায় হঠিয়ে দিয়েছিলেন ৷ পরে আমি যা বলেছিলাম, সেটাই ঠিক প্রমাণিত হয় ৷" 1999 সালের মে মাসে হঠাৎ লাদাখের কার্গিলের দখল নেয় পাকিস্তান সেনা ৷ 60 দিন ধরে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ চলার পর 26 জুলাই সরকারিভাবে তা শেষ হয় ৷ সেই সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী ৷

তিন-তিন বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে গদিচ্যুত করা হয় ৷ এই প্রসঙ্গে তিনি জানান, এর কারণ তাঁর জানা নেই ৷ নওয়াজ বলেন, "আমি জানতে চাই, কেন আমায় প্রত্যেক বার ক্ষমতা থেকে সরানো হল ?" তিনি ভারতের সঙ্গে সুসম্পর্কের কথা তুলে ধরে বলেন, "আমি প্রধানমন্ত্রী থাকাকালীন দু'জন ভারতীয় প্রধানমন্ত্রী পাকিস্তানে এসেছেন ৷ নরেন্দ্র মোদি ও অটল বিহারী বাজপেয়ী লাহোরে এসেছিলেন ৷" নওয়াজ শরিফ পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নত করার উপর জোর দেন ৷

তিনি বলেন, "ভারত, আফগানিস্তান এবং ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক আরও ভালো করতে হবে ৷ চিনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করা দরকার ৷" পাকিস্তান অর্থনৈতিক দিক দিয়ে তার প্রতিবেশী দেশগুলির তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে ৷ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ৷ এই পিছিয়ে থাকা নিয়ে তিনি আরেক প্রধানমন্ত্রী ইমরান খানকেই দায়ী করেন ৷ নওয়াজ বলেন, "আমি জানি না, কেন একজন অনভিজ্ঞ লোককে দেশ চালানোর ভার দেওয়া হয়েছে৷ ইমরান খানের সরকারের সময়ে (2018-2022) দেশের অর্থনীতি ক্রমশ নিম্নগামী হয়েছে ৷ এরপর 2022 সালের এপ্রিল মাসে শেহবাজ শরিফ সরকারের দায়িত্ব নেয় ৷ দেশকে দেউলিয়া হওয়া থেকে বাঁচায় ৷"

আরও পড়ুন:

  1. 'দেশ চালাতে পাকিস্তান ভিক্ষা করছে অথচ ভারত চাঁদে পাড়ি দিয়েছে', নওয়াজের আক্ষেপ-বার্তা
  2. পাকিস্তানে সাধারণ নির্বাচন জানুয়ারিতেই, বিজ্ঞপ্তি জারি কমিশনের
  3. চিন-সৌদির কাছ থেকে 11 বিলিয়ন মার্কিন ডলার সাহায্য চাইল পাকিস্তান

লাহোর, 10 ডিসেম্বর: প্রতিবেশী ভারত এবং অন্য দেশগুলির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চেয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ৷ তাই কার্গিল দখলের প্রতিবাদ করেছিলেন ৷ আর সেই কারণেই তাঁকে ক্ষমতাচ্যুত করেন প্রয়াত জেনারেল পারভেজ মুশারফ ৷ শনিবার এমনটাই দাবি করলেন নওয়াজ শরিফ ৷

4 বছর স্বেচ্ছানির্বাসনে কাটানোর পর অক্টোবর মাসে তিনি লন্ডন থেকে পাকিস্তানে ফিরেছেন ৷ আগামী বছরের প্রথম দিকেই দেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা ৷ লাহোরে সেই সংক্রান্ত একটি বৈঠকে অংশ নিয়েছিলেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ বা পিএমএল-এনের প্রধান নওয়াজ ৷ সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, কেন সময়ের আগেই তাঁকে প্রধানমন্ত্রিত্ব থেকে সরে যেতে হয়েছিল ?

এর উত্তরে শেহবাজ শরিফের ভাই নওয়াজ বলেন, "1993 এবং 1999 সালে আমায় কেন ক্ষমতাচ্যুত করা হয়েছিল, সেই কারণটা আমার বলা উচিত ৷ কার্গিল নিয়ে পাকিস্তান যে পরিকল্পনা করেছিল, তার বিরোধিতা করেছিলাম ৷ আর তাই জেনারেল পারভেজ মুশারফ আমায় হঠিয়ে দিয়েছিলেন ৷ পরে আমি যা বলেছিলাম, সেটাই ঠিক প্রমাণিত হয় ৷" 1999 সালের মে মাসে হঠাৎ লাদাখের কার্গিলের দখল নেয় পাকিস্তান সেনা ৷ 60 দিন ধরে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ চলার পর 26 জুলাই সরকারিভাবে তা শেষ হয় ৷ সেই সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী ৷

তিন-তিন বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে গদিচ্যুত করা হয় ৷ এই প্রসঙ্গে তিনি জানান, এর কারণ তাঁর জানা নেই ৷ নওয়াজ বলেন, "আমি জানতে চাই, কেন আমায় প্রত্যেক বার ক্ষমতা থেকে সরানো হল ?" তিনি ভারতের সঙ্গে সুসম্পর্কের কথা তুলে ধরে বলেন, "আমি প্রধানমন্ত্রী থাকাকালীন দু'জন ভারতীয় প্রধানমন্ত্রী পাকিস্তানে এসেছেন ৷ নরেন্দ্র মোদি ও অটল বিহারী বাজপেয়ী লাহোরে এসেছিলেন ৷" নওয়াজ শরিফ পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নত করার উপর জোর দেন ৷

তিনি বলেন, "ভারত, আফগানিস্তান এবং ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক আরও ভালো করতে হবে ৷ চিনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করা দরকার ৷" পাকিস্তান অর্থনৈতিক দিক দিয়ে তার প্রতিবেশী দেশগুলির তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে ৷ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ৷ এই পিছিয়ে থাকা নিয়ে তিনি আরেক প্রধানমন্ত্রী ইমরান খানকেই দায়ী করেন ৷ নওয়াজ বলেন, "আমি জানি না, কেন একজন অনভিজ্ঞ লোককে দেশ চালানোর ভার দেওয়া হয়েছে৷ ইমরান খানের সরকারের সময়ে (2018-2022) দেশের অর্থনীতি ক্রমশ নিম্নগামী হয়েছে ৷ এরপর 2022 সালের এপ্রিল মাসে শেহবাজ শরিফ সরকারের দায়িত্ব নেয় ৷ দেশকে দেউলিয়া হওয়া থেকে বাঁচায় ৷"

আরও পড়ুন:

  1. 'দেশ চালাতে পাকিস্তান ভিক্ষা করছে অথচ ভারত চাঁদে পাড়ি দিয়েছে', নওয়াজের আক্ষেপ-বার্তা
  2. পাকিস্তানে সাধারণ নির্বাচন জানুয়ারিতেই, বিজ্ঞপ্তি জারি কমিশনের
  3. চিন-সৌদির কাছ থেকে 11 বিলিয়ন মার্কিন ডলার সাহায্য চাইল পাকিস্তান
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.