মেক্সিকো সিটি, 29 নভেম্বর: মেক্সিকো আধিকারিকরা বুধবার নিশ্চিত করেছেন, একদিন আগে পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিচোয়াকানে একজন সাংবাদিককে গুলি করা হয় । গুরুতর আহত হয়েছেন সে । আর এই ঘটনার জেরে একদিনে দেশে এই নিয়ে পাঁচজন সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন বলেও জানা গিয়েছে।
মিচোয়াকানের সংবাদপত্র এবিসি জানিয়েছে, অ্যাপাতজিংগান শহরে মঙ্গলবারের হামলায় মেয়র রামন রামিরেজ একজন সহকর্মী-সহ কয়েকজন আহত হয়েছেন। এর আগে ওইদিনই পার্শ্ববর্তী রাজ্য গুয়েরেরোতে চার সংবাদকর্মীকে গুলি করা হয় বলেও জানা গিয়েছে। গুয়েরেরোতে সেনা বাহিনীর ব্যারাকের কাছে গুলি করা হয় ওই চারজনকে। হিংসা বিধ্বস্ত শহর চিলপানসিঙ্গোতে প্রায় প্রতিদিন ঘটে যাওয়া একাধিক হত্যাকাণ্ডের খবর করে ফেরার সময়ই সাংবাদিকদের উপর এই হামলা চালানো হয় বলে খবর ।
একইদিনে পাঁচজন গণমাধ্যম কর্মীকে গুলি করে হত্যা করা মেক্সিকোয় এক দশকের মধ্যে সাংবাদিকদের ওপর সবচেয়ে বড় হামলা বলে দাবি করা হয়েছে । সাংবাদিকদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে যদিও কোনও তথ্য এখনও পাওয়া যায়নি । তবে জানা গিয়েছে, এরা প্রত্যেকেই স্থানীয় সংবাদপত্র বা সংবাদ সাইটের জন্য কাজ করত।
গুয়েরেরো রাজ্যের ট্যাক্সকোতেও তিন সাংবাদিককে অপহরণ করে বেশ কয়েকদিন ধরে আটকে রাখার পর এই গুলি চালানোর ঘটনা ঘটে । পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়েছিল । তবে ওই সাংবাদিকদের কেন অপহরণ করা হয়েছিল, তার কারণ সম্পর্কে কোনও তথ্য মেলেনি । গুয়েরেরোতে সম্প্রতি প্রায় এক ডজন ড্রাগ পাচারকারী গ্যাংয়ের সঙ্গে সেনার সংঘর্ষ হয় । মিচোয়াকান জলিসকো কার্টেল এবং স্থানীয় গ্যাংগুলির মধ্যে একই রকম যুদ্ধের জেরেই ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে ।
মঙ্গলবারের গুলি ও অপহরণের ঘটনা মেক্সিকোয় 2012 সালের প্রথম দিকের সাংবাদিকদের উপর গণ আক্রমণের কথা স্মরণ করিয়ে দিয়েছে । উপসাগরীয় উপকূলীয় শহর ভেরাক্রুজের একটি খালে প্লাস্টিকের ব্যাগে তিনজন সংবাদকর্মীর মৃতদেহ পাওয়া যায় সেই সময়। এই হত্যাকাণ্ডের জন্য একসময়ের শক্তিশালী জেটাস ড্রাগ কার্টেলকে দায়ী করা হয়েছিল। এই মাসের শুরুতে মেক্সিকান সীমান্ত শহর সিউদাদ জুয়ারেজের একটি সংবাদপত্রের একজন ফটোগ্রাফারকে তাঁর গাড়িতেই গুলি করে হত্যা করা হয়েছিল। শুধুমাত্র গত পাঁচ বছরে, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট মেক্সিকোতে অন্তত 54 জন সাংবাদিক হত্যার নথিভুক্ত করেছে।
(এপি)
আরও পড়ুন