ETV Bharat / international

First Hindu Temple in Abu Dhabi: প্রধানমন্ত্রী মোদির হাতেই দরজা খুলবে আবু ধাবির প্রথম হিন্দু মন্দিরের

PM Narendra Modi will Inaugurate Abu Dhabi Hindu Temple: সংযুক্ত আরব আমিরশাহীর আবু ধাবিতে প্রথম হিন্দু মন্দির তৈরি হচ্ছে ৷ 2024 সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মন্দিরের উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে ৷ 2018 সালে প্রধানমন্ত্রী এই মন্দিরের শিলান্যাস করেছিলেন ৷

First Hindu Temple in Abu Dhabi
First Hindu Temple in Abu Dhabi
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 7:28 PM IST

আবু ধাবি ও পটনা, 9 অক্টোবর: আবু ধাবিতে তৈরি হচ্ছে প্রথম হিন্দু মন্দির ৷ 2024 সালের ফেব্রুয়ারিতে এই মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মন্দির প্রশাসন সূত্রে এমনটাই জানা গিয়েছে ৷ 2018 সালে এই মন্দিরের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী ৷

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে সংযুক্ত আরব আমিরশাহীতে নির্মিত আবু ধাবির প্রথম হিন্দু মন্দির পরিদর্শন করেছেন । অশ্বিনী চৌবেকে প্রকল্প সংক্রান্ত 3ডি গ্রাফিক্সের মাধ্যমে মন্দিরের কাঠামো সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে । তিনি মন্দিরের সেই সমস্ত অংশও পরিদর্শন করেন, যেখানে নির্মাণ কাজ চলছে । আগামী বছর এই মন্দিরের নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে ।

First Hindu Temple in Abu Dhabi
আবুধাবির হিন্দু মন্দিরে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে

আবু ধাবিতে প্রথম হিন্দু মন্দির: মন্দিরের কাজ দ্রুত বাস্তবায়িত হচ্ছে বলে জানা গিয়েছে । সম্ভবত এই মন্দিরে 2024 সালের ফেব্রুয়ারিতে পুজো শুরু হবে । মন্দির প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে এই সফরে শিল্পপূজন ও করসেবা করেন । আবু ধাবিতে 55 হাজার বর্গমিটার জমিতে এই মন্দিরটি তৈরি করা হচ্ছে ।

First Hindu Temple in Abu Dhabi
আবুধাবির হিন্দু মন্দিরে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে
First Hindu Temple in Abu Dhabi
আবুধাবির হিন্দু মন্দিরে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে

অশ্বিনী চৌবে জানান, মন্দিরটি এক বিশাল ও ঐশ্বরিক রূপ নিচ্ছে । এটাই হয়ে উঠবে ভারতের সভ্যতা ও সংস্কৃতির পরিচয় । এই অনুষ্ঠানে অশ্বিনী কুমার চৌবে-সহ ইন্ডিয়া পিপলস ফোরাম দুবাইয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন ।

First Hindu Temple in Abu Dhabi
আবুধাবির হিন্দু মন্দিরে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে

আবু ধাবির হিন্দু মন্দিরের বিশেষত্ব: মন্দির কমিটির তরফে অশ্বিনী চৌবেকে থ্রিডি প্রকল্পের মাধ্যমে এই মন্দিরের বিশেষত্ব জানানো হয়েছে । সেখানে বলা হয়েছে, 27 একর জমিতে মন্দির হবে ৷ আবু ধাবিতে নির্মিত গঙ্গা, যমুনা ও সরস্বতীর কাল্পনিক সঙ্গমস্থলে এটি প্রায় প্রস্তুত হয়ে গিয়েছে । গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর জল এই মন্দিরে ঢালা হবে । মন্দিরের জাঁকজমক ভারতের মন্দিরের চেয়েও বড় হবে ।

First Hindu Temple in Abu Dhabi
আবুধাবির হিন্দু মন্দিরে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে

নরেন্দ্র মোদি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন: 2018 সালে এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি তাঁর সংযুক্ত আরব আমিরশাহী সফরের সময় 2018 সালে পিএপিএস স্বামীনারায়ণ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন । বক্সারের সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে গত তিন দিন ধরে আবু ধাবিতে রয়েছেন । এই মন্দিরটি 3.5 মিলিয়ন অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহীতে বসবাসকারী 35 লাখ ভারতীয়দের জন্য নির্মিত হচ্ছে ।

First Hindu Temple in Abu Dhabi
আবুধাবির হিন্দু মন্দিরে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে

আরও পড়ুন: নিউ জার্সির অক্ষরধাম! বিশ্বের অন্যতম বড় হিন্দু মন্দির; উদ্বোধন অক্টোবরে

আবু ধাবি ও পটনা, 9 অক্টোবর: আবু ধাবিতে তৈরি হচ্ছে প্রথম হিন্দু মন্দির ৷ 2024 সালের ফেব্রুয়ারিতে এই মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মন্দির প্রশাসন সূত্রে এমনটাই জানা গিয়েছে ৷ 2018 সালে এই মন্দিরের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী ৷

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে সংযুক্ত আরব আমিরশাহীতে নির্মিত আবু ধাবির প্রথম হিন্দু মন্দির পরিদর্শন করেছেন । অশ্বিনী চৌবেকে প্রকল্প সংক্রান্ত 3ডি গ্রাফিক্সের মাধ্যমে মন্দিরের কাঠামো সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে । তিনি মন্দিরের সেই সমস্ত অংশও পরিদর্শন করেন, যেখানে নির্মাণ কাজ চলছে । আগামী বছর এই মন্দিরের নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে ।

First Hindu Temple in Abu Dhabi
আবুধাবির হিন্দু মন্দিরে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে

আবু ধাবিতে প্রথম হিন্দু মন্দির: মন্দিরের কাজ দ্রুত বাস্তবায়িত হচ্ছে বলে জানা গিয়েছে । সম্ভবত এই মন্দিরে 2024 সালের ফেব্রুয়ারিতে পুজো শুরু হবে । মন্দির প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে এই সফরে শিল্পপূজন ও করসেবা করেন । আবু ধাবিতে 55 হাজার বর্গমিটার জমিতে এই মন্দিরটি তৈরি করা হচ্ছে ।

First Hindu Temple in Abu Dhabi
আবুধাবির হিন্দু মন্দিরে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে
First Hindu Temple in Abu Dhabi
আবুধাবির হিন্দু মন্দিরে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে

অশ্বিনী চৌবে জানান, মন্দিরটি এক বিশাল ও ঐশ্বরিক রূপ নিচ্ছে । এটাই হয়ে উঠবে ভারতের সভ্যতা ও সংস্কৃতির পরিচয় । এই অনুষ্ঠানে অশ্বিনী কুমার চৌবে-সহ ইন্ডিয়া পিপলস ফোরাম দুবাইয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন ।

First Hindu Temple in Abu Dhabi
আবুধাবির হিন্দু মন্দিরে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে

আবু ধাবির হিন্দু মন্দিরের বিশেষত্ব: মন্দির কমিটির তরফে অশ্বিনী চৌবেকে থ্রিডি প্রকল্পের মাধ্যমে এই মন্দিরের বিশেষত্ব জানানো হয়েছে । সেখানে বলা হয়েছে, 27 একর জমিতে মন্দির হবে ৷ আবু ধাবিতে নির্মিত গঙ্গা, যমুনা ও সরস্বতীর কাল্পনিক সঙ্গমস্থলে এটি প্রায় প্রস্তুত হয়ে গিয়েছে । গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর জল এই মন্দিরে ঢালা হবে । মন্দিরের জাঁকজমক ভারতের মন্দিরের চেয়েও বড় হবে ।

First Hindu Temple in Abu Dhabi
আবুধাবির হিন্দু মন্দিরে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে

নরেন্দ্র মোদি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন: 2018 সালে এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি তাঁর সংযুক্ত আরব আমিরশাহী সফরের সময় 2018 সালে পিএপিএস স্বামীনারায়ণ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন । বক্সারের সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে গত তিন দিন ধরে আবু ধাবিতে রয়েছেন । এই মন্দিরটি 3.5 মিলিয়ন অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহীতে বসবাসকারী 35 লাখ ভারতীয়দের জন্য নির্মিত হচ্ছে ।

First Hindu Temple in Abu Dhabi
আবুধাবির হিন্দু মন্দিরে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে

আরও পড়ুন: নিউ জার্সির অক্ষরধাম! বিশ্বের অন্যতম বড় হিন্দু মন্দির; উদ্বোধন অক্টোবরে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.