ETV Bharat / international

Meta Laying Off Employees: টুইটারের পথেই ফেসবুকের মূল কোম্পানি মেটা ! ছাঁটাই 13% কর্মী

টুইটারের পথেই হাঁটছে ফেসবুকের মূল কোম্পানি মেটা (Meta Laying Off Employees)৷ ইলন মাস্ক মালিক হওয়ার পরই প্রচুর কর্মী ছাঁটাই করেছেন টুইটারে ৷ এ বার 13% কর্মীকে ছাঁটাই করল ফেসবুকের মূল কোম্পানি মেটা (Facebook parent company Meta)৷

author img

By

Published : Nov 9, 2022, 6:09 PM IST

Facebook parent company Meta laying off 13 per cent of employees
টুইটারের পথেই ফেসবুকের মূল কোম্পানি মেটা, ছাঁটাই 13% কর্মী

নিউইয়র্ক, 9 নভেম্বর: ফেসবুকের মূল কোম্পানি মেটা (Meta Laying Off Employees) 11,000 লোককে ছাঁটাই করছে ৷ যা তাদের মোট কর্মীর প্রায় 13% ৷ বুধবার কোম্পানির সিইও মার্ক জুকারবার্গ কর্মীদের ই-মেইল করে জানিয়েছেন, হ্রাসপ্রাপ্ত রাজস্ব এবং বৃহত্তর প্রযুক্তি শিল্পের সমস্যাগুলির সঙ্গে লড়াই-এর কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ টুইটারে তার নতুন মালিক বিলিয়নেয়ার ইলন মাস্কের অধীনে ব্যাপক ছাঁটাই করা হয় ৷ তার মাত্র এক সপ্তাহের মধ্যেই এই পদক্ষেপ করল মেটা (Facebook parent company Meta)৷

অন্যান্য সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলির মতোই কোভিডের কারণে হওয়া লকডাউনের সময় আর্থিক ভাবে লাভবান হয়েছে মেটা ৷ কারণ সেই সময়টায় অনেক বেশি সংখ্যক মানুষ বাড়িতে থেকে তাঁদের ফোন ও কম্পিউটারে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছেন ৷ কিন্তু লকডাউন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে লোকেরা যখন আবার বাইরে যেতে শুরু করলেন, তখন থেকেই রাজস্ব বৃদ্ধি হ্রাস পেতে শুরু করে । মেটার সবচেয়ে বড় আয়ের উৎস অনলাইন বিজ্ঞাপনের দৃষ্টিভঙ্গী বদলে যাওয়ায় ও আর্থিক মন্দা দেখা দেওয়ায় সমস্যায় পড়তে হয়েছে মেটাকে ৷ এই গ্রীষ্মে মেটার ত্রৈমাসিক রাজস্ব পতন ইতিহাসে সর্বাধিক ৷ আরও একটি বড় পতন সামনেই অপেক্ষা করছে ৷ কিছু সমস্যা কোম্পানির নিজস্ব তবে কিছু আবার বৃহত্তর অর্থনৈতিক ও প্রযুক্তিগত শক্তির সঙ্গে যুক্ত ৷ গত সপ্তাহে টুইটার তার 7,500 কর্মচারীর প্রায় অর্ধেককে ছাঁটাই করেছে ৷ ইলন মাস্ক টুইটে বলেছিলেন যে, "যখন কোম্পানি দিনে চার মিলিয়ন মার্কিন ডলারের বেশি লোকসান করছে" তখন চাকরি ছাঁটাই করা ছাড়া কোনও উপায় ছিল না ৷ যদিও লোকসান সম্পর্কে বিশদ বিবরণ দেননি তিনি ।

আরও পড়ুন: ভারতে প্রচুর কর্মী ছাঁটাই করল টুইটার, সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কেটিং ও যোগাযোগ বিভাগ

মেটা "মেটাভার্স" এ বছরে 10 বিলিয়ন ডলার ঢেলে বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে ৷ সিইও মার্ক জুকারবার্গ ভবিষ্যদ্বাণী করেছেন যে, মেটাভার্স একটি নিমজ্জিত ডিজিটাল মহাবিশ্ব ৷ অবশেষে স্মার্টফোনগুলিকে মানুষ প্রযুক্তি ব্যবহার করার প্রাথমিক উপায় হিসাবে প্রতিস্থাপন করবে । মেটা এবং এর বিজ্ঞাপনদাতারা সম্ভাব্য মন্দার জন্য প্রস্তুত রয়েছে ।

নিউইয়র্ক, 9 নভেম্বর: ফেসবুকের মূল কোম্পানি মেটা (Meta Laying Off Employees) 11,000 লোককে ছাঁটাই করছে ৷ যা তাদের মোট কর্মীর প্রায় 13% ৷ বুধবার কোম্পানির সিইও মার্ক জুকারবার্গ কর্মীদের ই-মেইল করে জানিয়েছেন, হ্রাসপ্রাপ্ত রাজস্ব এবং বৃহত্তর প্রযুক্তি শিল্পের সমস্যাগুলির সঙ্গে লড়াই-এর কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ টুইটারে তার নতুন মালিক বিলিয়নেয়ার ইলন মাস্কের অধীনে ব্যাপক ছাঁটাই করা হয় ৷ তার মাত্র এক সপ্তাহের মধ্যেই এই পদক্ষেপ করল মেটা (Facebook parent company Meta)৷

অন্যান্য সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলির মতোই কোভিডের কারণে হওয়া লকডাউনের সময় আর্থিক ভাবে লাভবান হয়েছে মেটা ৷ কারণ সেই সময়টায় অনেক বেশি সংখ্যক মানুষ বাড়িতে থেকে তাঁদের ফোন ও কম্পিউটারে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছেন ৷ কিন্তু লকডাউন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে লোকেরা যখন আবার বাইরে যেতে শুরু করলেন, তখন থেকেই রাজস্ব বৃদ্ধি হ্রাস পেতে শুরু করে । মেটার সবচেয়ে বড় আয়ের উৎস অনলাইন বিজ্ঞাপনের দৃষ্টিভঙ্গী বদলে যাওয়ায় ও আর্থিক মন্দা দেখা দেওয়ায় সমস্যায় পড়তে হয়েছে মেটাকে ৷ এই গ্রীষ্মে মেটার ত্রৈমাসিক রাজস্ব পতন ইতিহাসে সর্বাধিক ৷ আরও একটি বড় পতন সামনেই অপেক্ষা করছে ৷ কিছু সমস্যা কোম্পানির নিজস্ব তবে কিছু আবার বৃহত্তর অর্থনৈতিক ও প্রযুক্তিগত শক্তির সঙ্গে যুক্ত ৷ গত সপ্তাহে টুইটার তার 7,500 কর্মচারীর প্রায় অর্ধেককে ছাঁটাই করেছে ৷ ইলন মাস্ক টুইটে বলেছিলেন যে, "যখন কোম্পানি দিনে চার মিলিয়ন মার্কিন ডলারের বেশি লোকসান করছে" তখন চাকরি ছাঁটাই করা ছাড়া কোনও উপায় ছিল না ৷ যদিও লোকসান সম্পর্কে বিশদ বিবরণ দেননি তিনি ।

আরও পড়ুন: ভারতে প্রচুর কর্মী ছাঁটাই করল টুইটার, সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কেটিং ও যোগাযোগ বিভাগ

মেটা "মেটাভার্স" এ বছরে 10 বিলিয়ন ডলার ঢেলে বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে ৷ সিইও মার্ক জুকারবার্গ ভবিষ্যদ্বাণী করেছেন যে, মেটাভার্স একটি নিমজ্জিত ডিজিটাল মহাবিশ্ব ৷ অবশেষে স্মার্টফোনগুলিকে মানুষ প্রযুক্তি ব্যবহার করার প্রাথমিক উপায় হিসাবে প্রতিস্থাপন করবে । মেটা এবং এর বিজ্ঞাপনদাতারা সম্ভাব্য মন্দার জন্য প্রস্তুত রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.