নর্থ ক্যারোলিনা, 4 ডিসেম্বর: এ এক আজব যন্ত্র (Device) ! যার আবিষ্কার করেছেন আমেরিকার ডিউক বিশ্ববিদ্যালয়ের (Duke University) ইঞ্জিনিয়ররা ৷ এই যন্ত্র বা ডিভাইসের মাধ্যমে খুব সহজেই রক্তে মিশ্রিত সূক্ষ্মতম কণাগুলিকে (Tiniest Particles) খুঁজে বের করা এবং সেগুলিকে রক্ত থেকে আলাদা করা সম্ভব হবে ৷ এর জন্য ব্যবহার করা হবে শব্দ তরঙ্গ (Sound Waves) ৷ পুরো কাজটা সারতে সময় লাগবে মাত্র কয়েক মিনিট ! 'ভার্চুয়াল পিলার্স' (Virtual Pillars) নামক একটি তত্ত্বের উপর ভিত্তি করে এই ডিভাইস তৈরি করা হয়েছে ৷ ওয়াকিবহাল মহলের দাবি, এই আবিষ্কার বিজ্ঞানের গবেষণায় এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে পারে !
এখানে রক্তে মিশ্রিত যে সূক্ষ্মতম কণা বা 'বায়োলজিক্য়াল ন্যানোপার্টিকলস' (Biological Nanoparticles)-এর কথা বলা হচ্ছে, তার পোশাকি নাম 'স্মল এক্সট্রাসেলুলার ভেসেলস' (Small Extracellular Vesicles) বা সেভস (SEVS) ৷ বিশেষজ্ঞরা বলছেন, আমাদের শরীরে বিভিন্ন রোগের বাড়বাড়ন্ত বহুলাংশে এই সেভসের উপরই নির্ভর করে ৷ সেটা কেমন ? আসলে আমাদের শরীর যেসমস্ত কোষের সমন্বয়ে গঠিত, তার প্রত্যেকটি থেকে এই সেভস নির্গত হয় ৷ পরবর্তীতে, একটি কোষের সঙ্গে অন্য কোষের সংযোগ স্থাপনে এবং একটি কোষ থেকে অন্য কোষে রোগ ছড়ানোর ক্ষেত্রে এই সেভসই দায়ী থাকে ৷ কিন্তু, উল্লেখিত নয়া ডিভাইসটির মাধ্যমে মাত্র 10 মিনিটেই রক্তে মিশ্রিত এই সেভসগুলিকে চিহ্নিত করা এবং সেগুলিকে টেনে বের করে আনা সম্ভব !
আরও পড়ুন: 48500 বছরের পুরনো জম্বি ভাইরাসের হদিশ রাশিয়ায়, ফের প্যানডেমিকের আশঙ্কা
গত 23 নভেম্বর এই সংক্রান্ত একটি গবেষণাপত্র অনলাইন বিজ্ঞান পত্রিকা 'সায়েন্স অ্যাডভান্সেস' (Science Advances)-এ প্রকাশ করা হয় ৷ সংশ্লিষ্ট গবেষণার সঙ্গে যুক্ত টোনি জুন হুয়াং (Tony Jun Huang) সংবাদমাধ্যমকে জানান, "রোগ নির্ণয় এবং চিকিৎসার ক্ষেত্রে এই ন্যানোপার্টিকলগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ এখনও আমাদের হাতে এগুলিকে চিহ্নিত করার এবং পৃথক করার মতো প্রযুক্তি মজুত রয়েছে ৷ কিন্তু, সেই কাজে অনেক বেশি সময় লাগে ৷ সেটা কয়েকঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত হতে পারে ৷ তাছাড়া, সবসময় এগুলি থেকে যে খুব ভালো ফল পাওয়া যায়, তেমনটাও নয় ৷ এর ফলে অনেক সময়েই রোগীর অনেক ক্ষতি হয়ে যায় ৷ এমনকী, সংসশ্লিষ্ট প্রক্রিয়াগুলি চালানো সময় ন্য়ানোপার্টিকলগুলি দূষিত হওয়ার এবং ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা থাকে ৷"
কিন্তু, নয়া আবিষ্কারের মাধ্যমে ন্য়ানোপার্টিকলগুলিকে চিহ্নিত করা এবং সেগুলিকে রক্ত থেকে আলাদা করার প্রক্রিয়া দ্রুততর হওয়ায় বিজ্ঞানী ও গবেষকরা উচ্ছ্বসিত ৷ কারণ, এর ফলে ক্য়ানসার, অ্যালঝাইমার্স মতো জটিল অসুখ অনেক তাড়াতাড়ি চিহ্নিত করা যাবে এবং রোগের চিকিৎসাও সহজ ও দ্রুত হবে ৷