ETV Bharat / international

ব্যাপকহারে কমল এমি অ্যাওয়ার্ডসের দর্শক! প্রতিযোগিতায় এগিয়ে রাগবি-প্রেসিডেন্ট নির্বাচন - america presidential election

Emmy Awards: আমেরিকায় চলছে প্রেসিডেনশিয়াল ইলেকশন ৷ অন্যদিকে রাগবি খেলার মরশুম ৷ এদিকে দর্শক হারাল টেলিভিশন অ্যাকাডেমির এমি অ্যাওয়ার্ডস ৷

ETV Bharat
এমি অ্য়াওয়ার্ডস
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 6:36 PM IST

লস অ্যাঞ্জেলস, 17 জানুয়ারি: ওটিটি প্ল্যাটফর্মের জমানায় কিছুটা হলেও জৌলুস হারিয়েছে টেলিভিশন ৷ তার প্রমাণ মিলল এমি অ্যাওয়ার্ডসের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৷ আমেরিকা এবং আন্তর্জাতিক টেলিভিশনের কলাকুশলীদের পুরস্কৃত করা হয় এই অ্যাওয়ার্ডসের মাধ্যমে ৷ সোমবার 75তম এমি অ্যাওয়ার্ডস বিতরণ অনুষ্ঠান হয়ে গেল ৷ ফক্স চ্যানেলে অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারও হয় ৷ তবে বিশ্বজুড়ে এই অনুষ্ঠান দেখেছেন মাত্র 43 লক্ষ মানুষ, যা আগের বারের রেকর্ডের থেকেও কম ৷

2022 সালে এনবিসি এই অনুষ্ঠানের সম্প্রচার করেছিল ৷ সেবার বিশ্বজুড়ে 59 লক্ষ দর্শক এই অনুষ্ঠানের সাক্ষী ছিল ৷ আমেরিকার সমীক্ষা চালানো সংস্থা দ্য নিয়েলসেন কোম্পানি এই তথ্য জানিয়েছে ৷ তবে এবারের এমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান হওয়া নিয়ে যথেষ্ট সংশয় ছিল ৷ শেষে 4 মাস পিছিয়ে যায় অনুষ্ঠানের সময়সূচি ৷ সেপ্টেম্বর মাস থেকে হলিউডে লেখক ও অভিনেতা-অভিনেত্রীরা ধর্মঘট শুরু করেছিলেন ৷ তাতে থমকে গিয়েছিল এমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান ৷

এই সময় আবার আমেরিকায় রাগবির মরশুম ৷ তাই এমি অ্যাওয়ার্ডসের সঙ্গে প্রতিযোগিতায় ছিল ন্যাশনাল ফুটবল লিগ বা এনএফএলের ছোঁয়া ৷ একইসঙ্গে আমেরিকার এখন নির্বাচনের প্রস্তুতি চলছে ৷ তাই আইওয়া ডেমোক্রেটিক এবং রিপাবলিকান ককাসেস নিয়েও মেতে রয়েছে মার্কিন মুলুক ৷ তাই একদিকে রাগবি এবং আরেকদিকে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের সঙ্গে রীতিমতো পাল্লা দিতে হয়েছে এমি অ্যাওয়ার্ডসকে ৷ বহু মানুষই এই টেলিভিশন অ্যাকাডেমির পুরস্কার অনুষ্ঠানের চেয়ে অন্য় দু'টিকে প্রাধান্য দিয়েছে ৷ তাই স্বভাবতই দর্শক সংখ্যায় টান পড়েছে এমি অ্যাওয়ার্ডসের ৷

এমি অ্য়াওয়ার্ডসের মাত্র 8 দিন আগে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়ে গিয়েছে ৷ সিবিএস এই অনুষ্ঠানের সম্প্রচার করেছে ৷ এই অনুষ্ঠানে সিনেমার অভিনেতার পাশাপাশি টিভির কলাকুশলীরদেরও পুরস্কার দেওয়া হয় ৷ তাই এখানে তারকাদের চাঁদের হাট বসে ৷ এবার যেমন ছিলেন টেলর সুইফ্টের মতো হলিউড তারকা ৷ তাতেও এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে দর্শক সংখ্যা ছিল অর্ধেকেরও কম, 94 লক্ষ ৷ এদিকে অতিমারি কালে 2020 সালে এবিসি সম্প্রচারিত এমি অ্যাওয়ার্ডসের দর্শক সংখ্যা ছিল 61 লক্ষ ৷ কিন্তু পরের বছরই সিবিএস সম্প্রচারিত এই অনুষ্ঠানের দর্শক সংখ্যা হয় 74 লক্ষ ৷

আরও পড়ুন:

  1. 'বাংলা ইন্ডাস্ট্রির মান রাখার চেষ্টা করেছি', ফিল্মফেয়ার নমিনেশন পেয়ে প্রতিক্রিয়া টোটার
  2. প্রকাশ্যে ফিল্মফেয়ারের নমিনেশন লিস্ট, সেরা-সহ অভিনেতার তালিকায় বাংলার টোটা
  3. ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডে ওপেনহাইমার-বার্বির জয়জয়কার, দেখে নিন কে জিতল কোন বিভাগে

লস অ্যাঞ্জেলস, 17 জানুয়ারি: ওটিটি প্ল্যাটফর্মের জমানায় কিছুটা হলেও জৌলুস হারিয়েছে টেলিভিশন ৷ তার প্রমাণ মিলল এমি অ্যাওয়ার্ডসের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৷ আমেরিকা এবং আন্তর্জাতিক টেলিভিশনের কলাকুশলীদের পুরস্কৃত করা হয় এই অ্যাওয়ার্ডসের মাধ্যমে ৷ সোমবার 75তম এমি অ্যাওয়ার্ডস বিতরণ অনুষ্ঠান হয়ে গেল ৷ ফক্স চ্যানেলে অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারও হয় ৷ তবে বিশ্বজুড়ে এই অনুষ্ঠান দেখেছেন মাত্র 43 লক্ষ মানুষ, যা আগের বারের রেকর্ডের থেকেও কম ৷

2022 সালে এনবিসি এই অনুষ্ঠানের সম্প্রচার করেছিল ৷ সেবার বিশ্বজুড়ে 59 লক্ষ দর্শক এই অনুষ্ঠানের সাক্ষী ছিল ৷ আমেরিকার সমীক্ষা চালানো সংস্থা দ্য নিয়েলসেন কোম্পানি এই তথ্য জানিয়েছে ৷ তবে এবারের এমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান হওয়া নিয়ে যথেষ্ট সংশয় ছিল ৷ শেষে 4 মাস পিছিয়ে যায় অনুষ্ঠানের সময়সূচি ৷ সেপ্টেম্বর মাস থেকে হলিউডে লেখক ও অভিনেতা-অভিনেত্রীরা ধর্মঘট শুরু করেছিলেন ৷ তাতে থমকে গিয়েছিল এমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান ৷

এই সময় আবার আমেরিকায় রাগবির মরশুম ৷ তাই এমি অ্যাওয়ার্ডসের সঙ্গে প্রতিযোগিতায় ছিল ন্যাশনাল ফুটবল লিগ বা এনএফএলের ছোঁয়া ৷ একইসঙ্গে আমেরিকার এখন নির্বাচনের প্রস্তুতি চলছে ৷ তাই আইওয়া ডেমোক্রেটিক এবং রিপাবলিকান ককাসেস নিয়েও মেতে রয়েছে মার্কিন মুলুক ৷ তাই একদিকে রাগবি এবং আরেকদিকে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের সঙ্গে রীতিমতো পাল্লা দিতে হয়েছে এমি অ্যাওয়ার্ডসকে ৷ বহু মানুষই এই টেলিভিশন অ্যাকাডেমির পুরস্কার অনুষ্ঠানের চেয়ে অন্য় দু'টিকে প্রাধান্য দিয়েছে ৷ তাই স্বভাবতই দর্শক সংখ্যায় টান পড়েছে এমি অ্যাওয়ার্ডসের ৷

এমি অ্য়াওয়ার্ডসের মাত্র 8 দিন আগে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়ে গিয়েছে ৷ সিবিএস এই অনুষ্ঠানের সম্প্রচার করেছে ৷ এই অনুষ্ঠানে সিনেমার অভিনেতার পাশাপাশি টিভির কলাকুশলীরদেরও পুরস্কার দেওয়া হয় ৷ তাই এখানে তারকাদের চাঁদের হাট বসে ৷ এবার যেমন ছিলেন টেলর সুইফ্টের মতো হলিউড তারকা ৷ তাতেও এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে দর্শক সংখ্যা ছিল অর্ধেকেরও কম, 94 লক্ষ ৷ এদিকে অতিমারি কালে 2020 সালে এবিসি সম্প্রচারিত এমি অ্যাওয়ার্ডসের দর্শক সংখ্যা ছিল 61 লক্ষ ৷ কিন্তু পরের বছরই সিবিএস সম্প্রচারিত এই অনুষ্ঠানের দর্শক সংখ্যা হয় 74 লক্ষ ৷

আরও পড়ুন:

  1. 'বাংলা ইন্ডাস্ট্রির মান রাখার চেষ্টা করেছি', ফিল্মফেয়ার নমিনেশন পেয়ে প্রতিক্রিয়া টোটার
  2. প্রকাশ্যে ফিল্মফেয়ারের নমিনেশন লিস্ট, সেরা-সহ অভিনেতার তালিকায় বাংলার টোটা
  3. ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডে ওপেনহাইমার-বার্বির জয়জয়কার, দেখে নিন কে জিতল কোন বিভাগে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.