ETV Bharat / international

Elon Musk threatens Twitter : স্বচ্ছতা সামনে না-এলে চুক্তি বাতিল, টুইটারকে এবার হুঁশিয়ারি চিঠি মাস্কের - Elon Musk threatens Twitter

সামনে আনা হোক প্ল্যাটফর্মের স্প্যাম এবং ফেক অ্যাকাউন্টের সংখ্যা । শীঘ্রই এই স্বচ্ছতা সামনে আনা না-হলে চুক্তি বাতিল করতে বাধ্য হবেন । এই মর্মে এবার টুইটারকে হুঁশিয়ারি চিঠি ইলন মাস্কের (Elon Musk threatens to scrap Twitter deal) ।

Elon Musk threatens Twitter
টুইটারকে এবার হুঁশিয়ারি চিঠি মাস্কের
author img

By

Published : Jun 7, 2022, 8:19 AM IST

ক্যালিফোর্নিয়া, 7 জুন : সামনে আনা হোক প্ল্যাটফর্মের স্প্যাম এবং ফেক অ্যাকাউন্টের সংখ্যা । চুক্তির শুরু থেকেই মাইক্রোব্লগিং সাইট টুইটারের থেকে এই স্বচ্ছতা দাবি করে এসেছেন ইলন মাস্ক । টুইটার তাঁর কথায় কর্ণপাত না-করায় চুক্তি আপাতত স্থগিত রেখেছেন তিনি । তবে শীঘ্রই এই স্বচ্ছতা সামনে আনা না-হলে চুক্তি বাতিল করতে বাধ্য হবেন । এই মর্মে এবার টুইটারকে হুঁশিয়ারি চিঠি লিখলেন মার্কিন ধনকুবের (Elon Musk threatens to scrap Twitter deal) ।

মাস্কের আইনজীবী মাইক রিংলার হুঁশিয়ারি চিঠিতে লিখেছেন, "প্রয়োজনীয় তথ্য সরবরাহ না-করে টুইটার চুক্তি সংক্রান্ত বাধ্যবাধকতা লঙ্ঘন করছে । যার ফলশ্রুতি হিসেবে মাস্কের পূর্ণ অধিকার রয়েছে চুক্তি সংক্রান্ত লেনদেন সম্পূর্ণ না-করা এবং প্রয়োজনে তা বাতিল করা ।" মাস্কের লিগ্যাল টিমের থেকে হুঁশিয়ারি চিঠি পেয়ে যদিও চুপ করে বসে নেই টুইটার । এক বিবৃতিতে সংস্থার মুখপাত্র ব্রায়ান পোলিয়াকোফ জানিয়েছেন, আমরা ইলন মাস্কের সঙ্গে চুক্তি সম্পূর্ণ করতে সংকল্পবদ্ধ । দু'পক্ষের সম্মতিক্রমেই অর্থ এবং চুক্তির যাবতীয় শর্তাবলী কার্যকর করতে চাই ।

আরও পড়ুন : চুক্তির অর্থ কমিয়ে টুইটার কিনবেন মাস্ক

প্রসঙ্গত, গত মাসে টুইটার কেনার চুক্তি সাময়িকভাবে স্থগিত রাখার কথা ঘোষণা করে মাইক্রোব্লগিং সাইট থেকে 'স্প্যাম বট' সরাতে উদ্যোগী হয়েছিলেন ধনকুবের ৷ প্ল্যাটফর্মটির 229 মিলিয়ন অ্যাকাউন্ট মূল্যায়ন করে অন্ততপক্ষে 20 শতাংশ অ্যাকাউন্ট স্প্যাম বটের তালিকাভুক্ত হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে প্রকাশ পায় ৷ যদিও সংস্থার সিইও পরাগ আগরওয়াল প্রাথমিকভাবে অঙ্কটা পাঁচ শতাংশেরও কম বলে জানিয়েছিলেন ৷

ক্যালিফোর্নিয়া, 7 জুন : সামনে আনা হোক প্ল্যাটফর্মের স্প্যাম এবং ফেক অ্যাকাউন্টের সংখ্যা । চুক্তির শুরু থেকেই মাইক্রোব্লগিং সাইট টুইটারের থেকে এই স্বচ্ছতা দাবি করে এসেছেন ইলন মাস্ক । টুইটার তাঁর কথায় কর্ণপাত না-করায় চুক্তি আপাতত স্থগিত রেখেছেন তিনি । তবে শীঘ্রই এই স্বচ্ছতা সামনে আনা না-হলে চুক্তি বাতিল করতে বাধ্য হবেন । এই মর্মে এবার টুইটারকে হুঁশিয়ারি চিঠি লিখলেন মার্কিন ধনকুবের (Elon Musk threatens to scrap Twitter deal) ।

মাস্কের আইনজীবী মাইক রিংলার হুঁশিয়ারি চিঠিতে লিখেছেন, "প্রয়োজনীয় তথ্য সরবরাহ না-করে টুইটার চুক্তি সংক্রান্ত বাধ্যবাধকতা লঙ্ঘন করছে । যার ফলশ্রুতি হিসেবে মাস্কের পূর্ণ অধিকার রয়েছে চুক্তি সংক্রান্ত লেনদেন সম্পূর্ণ না-করা এবং প্রয়োজনে তা বাতিল করা ।" মাস্কের লিগ্যাল টিমের থেকে হুঁশিয়ারি চিঠি পেয়ে যদিও চুপ করে বসে নেই টুইটার । এক বিবৃতিতে সংস্থার মুখপাত্র ব্রায়ান পোলিয়াকোফ জানিয়েছেন, আমরা ইলন মাস্কের সঙ্গে চুক্তি সম্পূর্ণ করতে সংকল্পবদ্ধ । দু'পক্ষের সম্মতিক্রমেই অর্থ এবং চুক্তির যাবতীয় শর্তাবলী কার্যকর করতে চাই ।

আরও পড়ুন : চুক্তির অর্থ কমিয়ে টুইটার কিনবেন মাস্ক

প্রসঙ্গত, গত মাসে টুইটার কেনার চুক্তি সাময়িকভাবে স্থগিত রাখার কথা ঘোষণা করে মাইক্রোব্লগিং সাইট থেকে 'স্প্যাম বট' সরাতে উদ্যোগী হয়েছিলেন ধনকুবের ৷ প্ল্যাটফর্মটির 229 মিলিয়ন অ্যাকাউন্ট মূল্যায়ন করে অন্ততপক্ষে 20 শতাংশ অ্যাকাউন্ট স্প্যাম বটের তালিকাভুক্ত হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে প্রকাশ পায় ৷ যদিও সংস্থার সিইও পরাগ আগরওয়াল প্রাথমিকভাবে অঙ্কটা পাঁচ শতাংশেরও কম বলে জানিয়েছিলেন ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.