ETV Bharat / international

Eiffel Tower Evacuated: বোমাতঙ্কের জের, 2 ঘণ্টার জন্য বন্ধ আইফেল টাওয়ার - আইফেল টাওয়ার

শনিবার দুপুরে বোমাতঙ্ক ছড়ায় আইফেল টাওয়ারে ৷ তবে প্রায় 2 ঘণ্টা তল্লাশির পরেও সন্দেহজনক কিছু মেলেনি ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : Aug 12, 2023, 10:36 PM IST

প্যারিস, 12 অগস্ট: আইফেল টাওয়ারে বোমাতঙ্ক ৷ স্থানীয় সময়ানুযায়ী শনিবার দুপুরে বোমাতঙ্ক ছড়ায় ফ্রান্সের রাজধানী প্যারিসের এই জনপ্রিয় পর্যটনস্থলে ৷ ফ্রান্সের সংবাদপত্র লে প্যারিসেনকে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, শনিবার করে এমনিতেই সেখানে পর্যটকদের ভিড় থাকে, তার উপর এই সপ্তাহে পরপর টানা কিছু ছুটি থাকায় এদিন ভিড় বেশি ছিল আইফেল টাওয়ার চত্বরে ৷ তাই নিরাপত্তার স্বার্থে প্রায় 2 ঘণ্টা এই পর্যটনস্থলটি বন্ধ রেখে তল্লাশি চালানো হয় ৷

প্যারিস পুলিশ জানিয়েছে এদিন দুপুর 12টা নাগাদ বোমাতঙ্ক ছড়ায় আইফেল টাওয়ারে ৷ 12টা 15 এর মধ্যে ফাঁকা করে দেওয়া হয় ওই চত্বর ৷ পর্যটকদেরও নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয় এলাকায়, ঘুরিয়ে দেওয়া হয় ওই এলাকা দিয়ে যাতায়াতকারী গাড়ির অভিমুখ ৷ খালি করানো হয় আইফেল টাওয়ারের সবকটি তল, ফোরকোর্ট, সংলগ্ন রেস্তোঁরাগুলিকে ৷ যদিও তল্লাশির পর কিছু মেলেনি ৷ 2 ঘণ্টা পর আবার ওই পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় ৷

আরও পড়ুন: নয়া প্রধানমন্ত্রীর অধীনে পাকিস্তান, ভোটের আগে নিয়ম মেনে পদক্ষেপ

2020 সালের সেপ্টেম্বরে এরকমই বোমাতঙ্ক ছড়ায় আইফেল টাওয়ারে ৷ সেই সময়েও বিষয়টি নিয়ে আতঙ্ক ছড়িয়েছিল ৷ গোটা এলাকা খালি করে প্রায় 2 ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর সেবারও অবশ্য কিছু মেলেনি বলেই জানায় পুলিশ ৷ বিশ্বের ঐতিহাসিক শৌধগুলির মধ্যে অন্যতম হল আইফেল টাওয়ার ৷ 1887 সালের জানুয়ারিতে এই টাওয়ার নির্মাণের কাজ শুরু হয়, শেষ হয় 1889 সালের 31 মার্চ ৷

প্যারিস, 12 অগস্ট: আইফেল টাওয়ারে বোমাতঙ্ক ৷ স্থানীয় সময়ানুযায়ী শনিবার দুপুরে বোমাতঙ্ক ছড়ায় ফ্রান্সের রাজধানী প্যারিসের এই জনপ্রিয় পর্যটনস্থলে ৷ ফ্রান্সের সংবাদপত্র লে প্যারিসেনকে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, শনিবার করে এমনিতেই সেখানে পর্যটকদের ভিড় থাকে, তার উপর এই সপ্তাহে পরপর টানা কিছু ছুটি থাকায় এদিন ভিড় বেশি ছিল আইফেল টাওয়ার চত্বরে ৷ তাই নিরাপত্তার স্বার্থে প্রায় 2 ঘণ্টা এই পর্যটনস্থলটি বন্ধ রেখে তল্লাশি চালানো হয় ৷

প্যারিস পুলিশ জানিয়েছে এদিন দুপুর 12টা নাগাদ বোমাতঙ্ক ছড়ায় আইফেল টাওয়ারে ৷ 12টা 15 এর মধ্যে ফাঁকা করে দেওয়া হয় ওই চত্বর ৷ পর্যটকদেরও নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয় এলাকায়, ঘুরিয়ে দেওয়া হয় ওই এলাকা দিয়ে যাতায়াতকারী গাড়ির অভিমুখ ৷ খালি করানো হয় আইফেল টাওয়ারের সবকটি তল, ফোরকোর্ট, সংলগ্ন রেস্তোঁরাগুলিকে ৷ যদিও তল্লাশির পর কিছু মেলেনি ৷ 2 ঘণ্টা পর আবার ওই পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় ৷

আরও পড়ুন: নয়া প্রধানমন্ত্রীর অধীনে পাকিস্তান, ভোটের আগে নিয়ম মেনে পদক্ষেপ

2020 সালের সেপ্টেম্বরে এরকমই বোমাতঙ্ক ছড়ায় আইফেল টাওয়ারে ৷ সেই সময়েও বিষয়টি নিয়ে আতঙ্ক ছড়িয়েছিল ৷ গোটা এলাকা খালি করে প্রায় 2 ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর সেবারও অবশ্য কিছু মেলেনি বলেই জানায় পুলিশ ৷ বিশ্বের ঐতিহাসিক শৌধগুলির মধ্যে অন্যতম হল আইফেল টাওয়ার ৷ 1887 সালের জানুয়ারিতে এই টাওয়ার নির্মাণের কাজ শুরু হয়, শেষ হয় 1889 সালের 31 মার্চ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.