ETV Bharat / international

Earthquake in Costa Rica: ভূমিকম্পে কেঁপে উঠল কোস্টারিকার রাজধানী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা 6.4

একের পর এক ভূকম্পনে কেঁপে উঠছে বিশ্বের বিভিন্ন এলাকা ৷ এবার ভূমিকম্প হল কোস্টারিকার রাজধানী সানজোসেতে ৷ ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

Earthquake
ভূমিকম্প
author img

By

Published : Apr 5, 2023, 7:55 AM IST

Updated : Apr 5, 2023, 2:40 PM IST

সানজোসে, 5 এপ্রিল: ফের ভূমিকম্প ৷ এবার কোস্টারিকার রাজধানী সানজোসেতে ৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বুধবার এই ভূকম্পন হয় ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত এই দ্বীপে ৷ বুধবার ভোররাত আনুমানিক 3.50 মিনিট নাগাদ এই ভূমিকম্প হয় ৷ রিখটার স্কেলে এর তীব্রতা 6.4 ৷ মাটির 31 কিলোমিটার গভীরে হয়েছে ৷ ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি কী হয়েছে তা এখনও স্পষ্ট করে জানা যায়নি ।

বছরের প্রথম দিকে ফেব্রুয়ারি মাসের 6 তারিখে ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ তুরস্ক ও সিরিয়ার উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এলাকা ৷ ওইদিন ভোরে মানুষ যখন গভীর ঘুমে, সেই সময় কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা ৷ প্রথম ভূমিকম্পের তীব্রতা ছিল 7.8 ৷ এর রেশ কাটতে না কাটতেই 9 ঘণ্টার মধ্যে দ্বিতীয় ভূমিকম্প হয়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.5 ৷ ধ্বংসস্তূপে পরিণত হয় তুরস্কের দক্ষিণাঞ্চল এবং সিরিয়ার উত্তর ভাগ ৷ ভূমিকম্প থামলেও আফটারশক অর্থাৎ ভূমিকম্প-পরবর্তী কম্পনে বারে বারে কেঁপে উঠেছে এলাকা ৷ এমনিতেই ভূমধ্যসাগর তীরবর্তী তুরস্ক ও সিরিয়া- দু'টি দেশই ভূমিকম্পপ্রবণ ৷ এর মধ্যে তুরস্কের গাজিয়ানতেপের কাছে এই কম্পনের কেন্দ্রস্থল ছিল ৷ যেখানে বাড়িগুলি ভূমিকম্প প্রতিরোধকারী প্রযুক্তিতে তৈরি করা হয়নি ৷ তাই এই অঞ্চলটিতে বহু বহু বাড়ি, অফিস ভেঙে পড়ে ৷

মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় ভূমিকম্প বিধ্বস্ত এলাকাগুলি ৷ চাপা পড়েন বহু মানুষ ৷ 50 হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এই ভূমিকম্পে ৷ বিশেষত সিরিয়ার উত্তরাঞ্চলে শরণার্থী শিবির ছিল ৷ ইউরোপের বহু দেশ তুরস্কের পাশে দাঁড়িয়েছে ৷ কিন্তু সিরিয়ার উত্তরে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ত্রাণসামগ্রী পাঠাতে গিয়ে বেগ পেতে হয়েছে বলে জানা গিয়েছে ৷ ভারত থেকে বিশেষ এনডিআরএফ দল গিয়েছিল উদ্ধারকার্য চালাতে ৷ ত্রাণসামগ্রীও পাঠানো হয়েছিল ৷

এরপর 16 মার্চ নিউজিল্যান্ডে ভূমিকম্প হয়৷ ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) দেওয়া তথ্য অনুযায়ী, কার্মাডেক দ্বীপপুঞ্জে কম্পনের মাত্রা 7.1 ৷ মাটির 10 কিলোমিটার গভীরে এই ভূমিকম্প হয়েছিল বলে জানা গিয়েছে৷ এমনকী এই কম্পনের পর তিনশো কিলোমিটার ব্যাসার্ধ পর্যন্ত এলাকায় সুনামির সতর্কবার্তা জারি করা হয়েছিল ৷

আরও পড়ুন: তুরস্ক-সিরিয়ায় এত বিধ্বংসী ভূমিকম্প কেন হল?

সানজোসে, 5 এপ্রিল: ফের ভূমিকম্প ৷ এবার কোস্টারিকার রাজধানী সানজোসেতে ৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বুধবার এই ভূকম্পন হয় ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত এই দ্বীপে ৷ বুধবার ভোররাত আনুমানিক 3.50 মিনিট নাগাদ এই ভূমিকম্প হয় ৷ রিখটার স্কেলে এর তীব্রতা 6.4 ৷ মাটির 31 কিলোমিটার গভীরে হয়েছে ৷ ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি কী হয়েছে তা এখনও স্পষ্ট করে জানা যায়নি ।

বছরের প্রথম দিকে ফেব্রুয়ারি মাসের 6 তারিখে ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ তুরস্ক ও সিরিয়ার উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এলাকা ৷ ওইদিন ভোরে মানুষ যখন গভীর ঘুমে, সেই সময় কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা ৷ প্রথম ভূমিকম্পের তীব্রতা ছিল 7.8 ৷ এর রেশ কাটতে না কাটতেই 9 ঘণ্টার মধ্যে দ্বিতীয় ভূমিকম্প হয়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.5 ৷ ধ্বংসস্তূপে পরিণত হয় তুরস্কের দক্ষিণাঞ্চল এবং সিরিয়ার উত্তর ভাগ ৷ ভূমিকম্প থামলেও আফটারশক অর্থাৎ ভূমিকম্প-পরবর্তী কম্পনে বারে বারে কেঁপে উঠেছে এলাকা ৷ এমনিতেই ভূমধ্যসাগর তীরবর্তী তুরস্ক ও সিরিয়া- দু'টি দেশই ভূমিকম্পপ্রবণ ৷ এর মধ্যে তুরস্কের গাজিয়ানতেপের কাছে এই কম্পনের কেন্দ্রস্থল ছিল ৷ যেখানে বাড়িগুলি ভূমিকম্প প্রতিরোধকারী প্রযুক্তিতে তৈরি করা হয়নি ৷ তাই এই অঞ্চলটিতে বহু বহু বাড়ি, অফিস ভেঙে পড়ে ৷

মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় ভূমিকম্প বিধ্বস্ত এলাকাগুলি ৷ চাপা পড়েন বহু মানুষ ৷ 50 হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এই ভূমিকম্পে ৷ বিশেষত সিরিয়ার উত্তরাঞ্চলে শরণার্থী শিবির ছিল ৷ ইউরোপের বহু দেশ তুরস্কের পাশে দাঁড়িয়েছে ৷ কিন্তু সিরিয়ার উত্তরে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ত্রাণসামগ্রী পাঠাতে গিয়ে বেগ পেতে হয়েছে বলে জানা গিয়েছে ৷ ভারত থেকে বিশেষ এনডিআরএফ দল গিয়েছিল উদ্ধারকার্য চালাতে ৷ ত্রাণসামগ্রীও পাঠানো হয়েছিল ৷

এরপর 16 মার্চ নিউজিল্যান্ডে ভূমিকম্প হয়৷ ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) দেওয়া তথ্য অনুযায়ী, কার্মাডেক দ্বীপপুঞ্জে কম্পনের মাত্রা 7.1 ৷ মাটির 10 কিলোমিটার গভীরে এই ভূমিকম্প হয়েছিল বলে জানা গিয়েছে৷ এমনকী এই কম্পনের পর তিনশো কিলোমিটার ব্যাসার্ধ পর্যন্ত এলাকায় সুনামির সতর্কবার্তা জারি করা হয়েছিল ৷

আরও পড়ুন: তুরস্ক-সিরিয়ায় এত বিধ্বংসী ভূমিকম্প কেন হল?

Last Updated : Apr 5, 2023, 2:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.