ETV Bharat / international

Jaishankar on Operation Dost: ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক-সিরিয়ার পাশে থাকতে ভারতের ‘অপারেশন দোস্ত’ - বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

গত সোমবার ভোরে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প হয় (Turkey and Syria Earthquake) ৷ সেই ভূমিকম্পে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন ৷ চলছে উদ্ধার কাজ ৷ এই দুই দেশকে সাহায্য করতে ভারত শুরু করেছে অপারেশন দোস্ত ৷

Jaishankar on Operation Dost
Jaishankar on Operation Dost
author img

By

Published : Feb 8, 2023, 5:33 PM IST

নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি: ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার পাশে দাঁড়িয়েছে ভারত ৷ তুরস্কে সাহায্য পাঠাতে ও সেখানে উদ্ধারকার্য চালাতে ভারত শুরু করেছে ‘অপারেশন দোস্ত’ (Operation Dost) ৷ এটা ছাড়াও সিরিয়াতেও সবরকম সাহায্য করা হচ্ছে বলে বুধবার জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (EAM S Jaishankar) ৷ এদিন তিনি এই নিয়ে একাধিক টুইট করেছেন ৷ সেখানেই তিনি এই কথা বলেছেন ৷

সোমবার ভোরে তুরস্কের দক্ষিণ অংশে সিরিয়া সীমান্ত বরাবর এলাকায় ভয়াবহ ওই ভূমিকম্প হয় ৷ এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা কয়েক হাজার পেরিয়ে গিয়েছে ৷ প্রভাব পড়েছে সিরিয়াতেও ৷ বিপর্যয়ের কয়েক ঘণ্টা পরই টুইট করে তুরস্কের পাশে থাকার আশ্বাস দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ তার পরই তুরস্ককে সাহায্য করতে ‘অপারেশন দোস্ত’ শুরু করে ভারত ৷

সেই বিষয়টি টুইট করে জানান বিদেশমন্ত্রী ৷ তিনি লেখেন, "অপরাশেন দোস্তের অধীনে ভারত অনুসন্ধান ও উদ্ধারকারী দল, একটি ফিল্ড হাসপাতাল, উপকরণ, ওষুধ ও সরঞ্জাম তুরস্ক ও সিরিয়াতে পাঠাচ্ছে ।’’ তিনি একই সঙ্গে জানিয়েছেন, এই অভিযান চলতে থাকবে ৷ জানা গিয়েছে, মঙ্গলবার ওই দুই দেশে মানবিক সহায়তা ও দুর্যোগের ত্রাণের অংশ হিসাবে ভারতীয় সেনাবাহিনীর মেডিক্যাল টিমের 54 জন সদস্য পাঠিয়েছে ভারত ৷ এই নিয়ে চারটি দল গেল ভারত থেকে ৷

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে 6 টনেরও বেশি জরুরি ত্রাণ সামগ্রী সিরিয়ায় পৌঁছেছে বলে জানা গিয়েছে ৷ তা দামাস্কাস বিমানবন্দরে গ্রহণ করেছেন স্থানীয় প্রশাসন ও পরিবেশের উপমন্ত্রী মোতাজ দোআজি ৷ তাঁর হাতে ওই সাহায্য তুলে দেওয়া হয়েছে ভারতীয় দূতাবাসের আধিকারিকদের তরফে ৷ এতে 3 ট্রাক-লোড সুরক্ষামূলক গিয়ার, জরুরি ব্যবহারের জন্য ওষুধ, ইসিজি মেশিন ও অন্যান্য চিকিৎসা সামগ্রী রয়েছে ৷ তবে এই প্রথম নয়, এর আগেও সিরিয়াকে সাহায্য করতে দেখা গিয়েছে ভারতের তরফে ৷ বিশেষ করে অতিমারীর সময়ও চিকিৎসা সংক্রান্ত সাহায্য দেওয়া হয়েছিল ভারতের তরফে ৷

তুরস্ক-সিরিয়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে 9,487 ৷ যাঁরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন, তেমন একজন আধিকারিককে উদ্ধৃত করে সিএনএন এই খবর দিয়েছে ৷ ত্রাণ সংস্থা ও উদ্ধারকারীদের মতে, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ চাপা পড়ে থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে ।

আরও পড়ুন: ধ্বংসস্তূপে মৃত মায়ের নাড়িতে আটকে সদ্যোজাত, ভূমিকম্পে মৃত প্রায় 8 হাজার

নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি: ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার পাশে দাঁড়িয়েছে ভারত ৷ তুরস্কে সাহায্য পাঠাতে ও সেখানে উদ্ধারকার্য চালাতে ভারত শুরু করেছে ‘অপারেশন দোস্ত’ (Operation Dost) ৷ এটা ছাড়াও সিরিয়াতেও সবরকম সাহায্য করা হচ্ছে বলে বুধবার জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (EAM S Jaishankar) ৷ এদিন তিনি এই নিয়ে একাধিক টুইট করেছেন ৷ সেখানেই তিনি এই কথা বলেছেন ৷

সোমবার ভোরে তুরস্কের দক্ষিণ অংশে সিরিয়া সীমান্ত বরাবর এলাকায় ভয়াবহ ওই ভূমিকম্প হয় ৷ এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা কয়েক হাজার পেরিয়ে গিয়েছে ৷ প্রভাব পড়েছে সিরিয়াতেও ৷ বিপর্যয়ের কয়েক ঘণ্টা পরই টুইট করে তুরস্কের পাশে থাকার আশ্বাস দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ তার পরই তুরস্ককে সাহায্য করতে ‘অপারেশন দোস্ত’ শুরু করে ভারত ৷

সেই বিষয়টি টুইট করে জানান বিদেশমন্ত্রী ৷ তিনি লেখেন, "অপরাশেন দোস্তের অধীনে ভারত অনুসন্ধান ও উদ্ধারকারী দল, একটি ফিল্ড হাসপাতাল, উপকরণ, ওষুধ ও সরঞ্জাম তুরস্ক ও সিরিয়াতে পাঠাচ্ছে ।’’ তিনি একই সঙ্গে জানিয়েছেন, এই অভিযান চলতে থাকবে ৷ জানা গিয়েছে, মঙ্গলবার ওই দুই দেশে মানবিক সহায়তা ও দুর্যোগের ত্রাণের অংশ হিসাবে ভারতীয় সেনাবাহিনীর মেডিক্যাল টিমের 54 জন সদস্য পাঠিয়েছে ভারত ৷ এই নিয়ে চারটি দল গেল ভারত থেকে ৷

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে 6 টনেরও বেশি জরুরি ত্রাণ সামগ্রী সিরিয়ায় পৌঁছেছে বলে জানা গিয়েছে ৷ তা দামাস্কাস বিমানবন্দরে গ্রহণ করেছেন স্থানীয় প্রশাসন ও পরিবেশের উপমন্ত্রী মোতাজ দোআজি ৷ তাঁর হাতে ওই সাহায্য তুলে দেওয়া হয়েছে ভারতীয় দূতাবাসের আধিকারিকদের তরফে ৷ এতে 3 ট্রাক-লোড সুরক্ষামূলক গিয়ার, জরুরি ব্যবহারের জন্য ওষুধ, ইসিজি মেশিন ও অন্যান্য চিকিৎসা সামগ্রী রয়েছে ৷ তবে এই প্রথম নয়, এর আগেও সিরিয়াকে সাহায্য করতে দেখা গিয়েছে ভারতের তরফে ৷ বিশেষ করে অতিমারীর সময়ও চিকিৎসা সংক্রান্ত সাহায্য দেওয়া হয়েছিল ভারতের তরফে ৷

তুরস্ক-সিরিয়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে 9,487 ৷ যাঁরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন, তেমন একজন আধিকারিককে উদ্ধৃত করে সিএনএন এই খবর দিয়েছে ৷ ত্রাণ সংস্থা ও উদ্ধারকারীদের মতে, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ চাপা পড়ে থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে ।

আরও পড়ুন: ধ্বংসস্তূপে মৃত মায়ের নাড়িতে আটকে সদ্যোজাত, ভূমিকম্পে মৃত প্রায় 8 হাজার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.