কনকর্ড (মার্কিন যুক্তরাষ্ট্র), 24 অক্টোবর: নিজেকে বর্ণবাদ বিরোধী সমাজকর্মী নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনা করলেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ এমনকী তিনি ফেডারেল এবং রাষ্ট্রীয় প্রসিকিউটরদের শিকার হয়েছেন বলে দাবি করেন সোমবার ৷ আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, রাজনৈতিক কারণে তাঁকে এবং তাঁর ব্যবসাকে নিশানা করা হয়েছে ।
প্রেসিডেন্সিয়াল প্রাইমারির জন্য রেজিস্ট্রেশনের কারণে নিউ হ্যাম্পশায়ারে ফিরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প ৷ এখানে একটি সমাবেশ করেন তিনি ৷ এই সমাবেশ থেকে ট্রাম্প ইজরায়েলের উপর হামাসের আক্রমণে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ করেন ৷ পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের উপর একটি আয়রন ডোম-স্টাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ৷ কিন্তু ট্রাম্প বেশিরভাগ সময় তাঁর বিরুদ্ধে করা ফৌজদারি এবং দেওয়ানি মামলার বিষয়ে কথা বলেন ৷ তিনি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার মতো কারাগারে যাওয়ার কথাও বলেন ৷ যিনি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ ব্যবস্থার বিরোধিতা করার জন্য 27 বছর কারাগারে কাটিয়েছিলেন এবং নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছিলেন ।
ডোনাল্ড ট্রাম্প বলেন, "আমি নেলসন ম্যান্ডেলা হতে আপত্তি করব না ৷ কারণ আমি যেটা করছি সেটা একটি কারণে করছি ৷ নিউ হ্যাম্পশায়ারের ডেরিতে একটি স্পোর্টস কমপ্লেক্সে সমর্থকদের ভিড় জমেছে । আমাদের দেশকে এই ফ্যাসিবাদীদের হাত থেকে বাঁচাতে হবে, এই পাগলদের সঙ্গে আমরা কাজ করছি । তারা ভয়ঙ্কর মানুষ এবং তারা আমাদের দেশকে ধ্বংস করছে ।" ট্রাম্পের বিরুদ্ধে চারটি ফৌজদারি মামলার পাশাপাশি দেওয়ানি অভিযোগ রয়েছে ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর মূল্য বৃদ্ধি করেছেন, তাঁর 2016 প্রচারের সময় মহিলাদেরকে টাকা দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন, বেআইনিভাবে 2020 সালের নির্বাচনে হারকে পালটে দেওয়ার চেষ্টা করেছেন প্রভৃতি ৷
আরও পড়ুন: 'জনসাধারণ জানে আমি কে', প্রেসিডেন্সিয়াল বিতর্ক সভায় নেই ট্রাম্প
তিনি কনকর্ডের স্টেটহাউসে স্মারক পোস্টারে লিখেছেন, ট্রাম্পকে ভোট দিন এবং আপনার সমস্যার সমাধান করুন ৷ সমস্ত প্রার্থীকে স্বাক্ষর করতে বলা হয়েছে তাতে ৷ এই বছরের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করার জন্য 27 অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে এবং প্রচুর মানুষ তা করবে বলে আশা করা হচ্ছে ৷ প্রক্রিয়াটি সহজ: রাষ্ট্রপতি হওয়ার জন্য তাদের শুধুমাত্র মৌলিক প্রয়োজনীয়তা পূরণ করতে হবে ৷ একটি এক পৃষ্ঠার ফর্ম পূরণ করতে হবে এবং মার্কিন ডলার 1 হাজার ফাইলিং ফি দিতে হবে । 2020 সালে 33 জন ডেমোক্র্যাট এবং 17 জন রিপাবলিকান স্বাক্ষর করেছেন । সর্বকালের রেকর্ড ছিল 1992 সালে ৷ তখন 61 জন ব্যালটে ভোট পেয়েছিলেন ।