ETV Bharat / international

Mehul Choksi Dominica Case : স্বস্তিতে মেহুল, বেআইনি প্রবেশের মামলা তুলল ডমিনিকা সরকার - রেহাই পেলেন মেহুল চোক্সি

24 মে ডমিনিকার উপকূল থেকে তাঁকে খুঁজে পাওয়া গিয়েছিল ৷ এরপর ক্যারিবিয়ান দ্বীপ সরকার মেহুল চোক্সির বিরুদ্ধে অবৈধ ভাবে প্রবেশের অভিযোগে মামলা করে ৷ এদিকে পলাতক ব্যবসায়ী জানায়, তাঁর বান্ধবীর ফাঁদে তিনি পা দিয়েছেন এবং তাঁকে জোর করে এই দ্বীপে তুলে আনা হয়েছে (Mehul Choksi Dominica Case) ৷

Fugitive Businessman Mehul Choksi
মেহুল চোক্সি
author img

By

Published : May 21, 2022, 1:11 PM IST

রোওজো, 21 মে : স্বস্তি পেলেন পলাতক ব্যবসায়ী মেহুল চোক্সি ৷ কমনওয়েলথ অফ ডমিনিকা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে ৷ 23 মে অ্যান্টিগার জলি হারবার থেকে হঠাৎ উধাও হন পলাতক ব্যবসায়ী মেহুল চোক্সি ৷ এরপর সন্দেহজনক অবস্থায় আরেকটি ক্যারিবিয়ান দ্বীপ ডমিনিকার উপকূল থেকে খুঁজে পাওয়া যায় তাঁকে ৷ বেআইনি ভাবে দ্বীপে প্রবেশ করেছেন এই অভিযোগে মেহুলকে গ্রেফতার করে ডমিনিকার পুলিশ ৷ শনিবার সেই মামলা খারিজ করে ডমিনিকা সরকার (Mehul Choksi Dominica Case) ৷

মেহুল চোক্সি একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছেন, তিনি এই সিদ্ধান্তে খুবই আনন্দিত ৷ 2021-এর মে মাসে মেহুল চোক্সির বিরুদ্ধে বেআইনি প্রবেশের অভিযোগ এনেছিল ডমিনিকা সরকার ৷ আজ তারা তা প্রত্যাহার করে নেয় ৷ এর মানে তাঁর বিরুদ্ধে কোনও মামলাই ছিল না কোনও দিন, এটাই প্রমাণ হল ৷

আরও পড়ুন : অসুস্থ চোক্সি, অন্তর্বর্তী জামিন দিল ডমিনিকার আদালত

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ভারত সরকারের কয়েকজন এজেন্ট মিলে জোর করে তাঁকে নৌকায় তুলে ডমিনিকায় নিয়ে আসে ৷ এখানে আইন-বিরুদ্ধ ভাবে তাঁকে অপরাধমূলক কাজের জন্য কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় ৷ যে কাজটি তিনি কোনও দিনই করেননি ৷ চোক্সির আইনজীবীর দল বিচারের জন্য সব দরজায় কড়া নেড়েছেন ৷ তাঁর মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে ৷ চোক্সি আশা করেন 23 মে, 2021 তাঁকে যাঁরা অপহরণ করে এনেছিলেন, তাঁদের বিচার হবে ৷

অ্যান্টিগা থেকে ডমিনিকা প্রবেশের পথে মেহুল চোক্সি টুকারি নদীপথ দিয়ে এসেছিলেন ৷ তাতেই আপত্তি ছিল ডমিনিকা সরকারের ৷ কারণ এই পথ দিয়ে প্রবেশ করলে তা বেআইনি বলে ধরা হয় ৷

শনিবার এই ঘটনার পর চোক্সির আইনজীবী বিজয় আগরওয়াল বলেন, "সবার শেষে সত্য বেরিয়ে আসবেই৷ যে যত রকম ভাবেই একে চাপা দেওয়ার চেষ্টা করুক না কেন ৷" ডমিনিকার হাইকোর্ট মেহুল চোক্সিকে শারীরিক অসুস্থতার কারণে জামিন দিয়েছিল ৷ তবে এটা বেআইনি প্রবেশের বিষয় নয়, জোর করে তাঁকে নিয়ে আসা হয়েছিল, জানালেন আইনজীবী ৷

62 বছরের পলাতক ব্যবসায়ী মেহুল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রায় 14 হাজার কোটি টাকা আর্থিক প্রতারণা মামলায় অভিযুক্ত ৷

আরও পড়ুন : অপহরণ থেকে সম্পর্ক, মেহুলকে নিয়ে মুখ খুললেন "গার্লফ্রেন্ড"

রোওজো, 21 মে : স্বস্তি পেলেন পলাতক ব্যবসায়ী মেহুল চোক্সি ৷ কমনওয়েলথ অফ ডমিনিকা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে ৷ 23 মে অ্যান্টিগার জলি হারবার থেকে হঠাৎ উধাও হন পলাতক ব্যবসায়ী মেহুল চোক্সি ৷ এরপর সন্দেহজনক অবস্থায় আরেকটি ক্যারিবিয়ান দ্বীপ ডমিনিকার উপকূল থেকে খুঁজে পাওয়া যায় তাঁকে ৷ বেআইনি ভাবে দ্বীপে প্রবেশ করেছেন এই অভিযোগে মেহুলকে গ্রেফতার করে ডমিনিকার পুলিশ ৷ শনিবার সেই মামলা খারিজ করে ডমিনিকা সরকার (Mehul Choksi Dominica Case) ৷

মেহুল চোক্সি একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছেন, তিনি এই সিদ্ধান্তে খুবই আনন্দিত ৷ 2021-এর মে মাসে মেহুল চোক্সির বিরুদ্ধে বেআইনি প্রবেশের অভিযোগ এনেছিল ডমিনিকা সরকার ৷ আজ তারা তা প্রত্যাহার করে নেয় ৷ এর মানে তাঁর বিরুদ্ধে কোনও মামলাই ছিল না কোনও দিন, এটাই প্রমাণ হল ৷

আরও পড়ুন : অসুস্থ চোক্সি, অন্তর্বর্তী জামিন দিল ডমিনিকার আদালত

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ভারত সরকারের কয়েকজন এজেন্ট মিলে জোর করে তাঁকে নৌকায় তুলে ডমিনিকায় নিয়ে আসে ৷ এখানে আইন-বিরুদ্ধ ভাবে তাঁকে অপরাধমূলক কাজের জন্য কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় ৷ যে কাজটি তিনি কোনও দিনই করেননি ৷ চোক্সির আইনজীবীর দল বিচারের জন্য সব দরজায় কড়া নেড়েছেন ৷ তাঁর মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে ৷ চোক্সি আশা করেন 23 মে, 2021 তাঁকে যাঁরা অপহরণ করে এনেছিলেন, তাঁদের বিচার হবে ৷

অ্যান্টিগা থেকে ডমিনিকা প্রবেশের পথে মেহুল চোক্সি টুকারি নদীপথ দিয়ে এসেছিলেন ৷ তাতেই আপত্তি ছিল ডমিনিকা সরকারের ৷ কারণ এই পথ দিয়ে প্রবেশ করলে তা বেআইনি বলে ধরা হয় ৷

শনিবার এই ঘটনার পর চোক্সির আইনজীবী বিজয় আগরওয়াল বলেন, "সবার শেষে সত্য বেরিয়ে আসবেই৷ যে যত রকম ভাবেই একে চাপা দেওয়ার চেষ্টা করুক না কেন ৷" ডমিনিকার হাইকোর্ট মেহুল চোক্সিকে শারীরিক অসুস্থতার কারণে জামিন দিয়েছিল ৷ তবে এটা বেআইনি প্রবেশের বিষয় নয়, জোর করে তাঁকে নিয়ে আসা হয়েছিল, জানালেন আইনজীবী ৷

62 বছরের পলাতক ব্যবসায়ী মেহুল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রায় 14 হাজার কোটি টাকা আর্থিক প্রতারণা মামলায় অভিযুক্ত ৷

আরও পড়ুন : অপহরণ থেকে সম্পর্ক, মেহুলকে নিয়ে মুখ খুললেন "গার্লফ্রেন্ড"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.