আদানা (তুরস্ক), 7 ফেব্রুয়ারি: ভূমিকম্পে ধ্বস্ত তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা 4 হাজারেরও বেশি ৷ সোমবার তখনও সূর্য ওঠেনি ৷ ঘুম থেকে ওঠার আগে 7.8 তীব্রতায় কেঁপে উঠল তুরস্ক-সিরিয়া সীমান্ত এলাকা ৷ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একের পর এক বহুতল বাড়ি ৷ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন অনেকে ৷ এর মধ্যেই আবার ভূমিকম্প দুপুর নাগাদ ৷ 12 ঘণ্টার মধ্যে এই দ্বিতীয় কম্পনের তীব্রতা 7.5 ৷ আরও একবার তছনছ হয়ে গেল দুই দেশের সীমান্ত অঞ্চল ৷
উদ্ধারকার্য শুরু হয়েছে ৷ বরফ জমা ঠান্ডায় রাতে ঠিকমতো কাজ করা সম্ভব হয়ে ওঠেনি ৷ চারিদিকে স্বজনহারার কান্না ৷ ধ্বংসস্তূপ থেকে প্রাণের সন্ধান পাচ্ছেন না উদ্ধারকারীরা ৷ একের পর এক লাশ ৷ রাস্তায় সাদা কাপড়ে সার দিয়ে মৃতদেহ ৷ আর শুধু ভূমিকম্প নয়, তার-পরবর্তী সময়ে একের পর এক কম্পন হয়েই চলেছে ৷ সময়ের সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা বেড়ে চলেছে ৷ 15 হাজারেরও বেশি মানুষ এই শক্তিশালী জোড়া ভূমিকম্পে জখম হয়েছে ৷ 1999 সালে তুরস্কে এমন শক্তিশালী ভূমিকম্পে 18 হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন ৷ তারপর 2023 সালের 6 ফেব্রুয়ারি ৷
আরও পড়ুন: মৃত্যুমিছিল ! চাপা কান্নায় ক্রমশ ভারী হয়ে উঠছে তুরস্ক-সিরিয়ায় আকাশ
12 বছর ধরে চলতে থাকা গৃহযুদ্ধ থেকে পালিয়ে বহু সিরিয়াবাসী আশ্রয় নিয়েছিলেন উত্তর-পশ্চিমের ক্যাম্পগুলিতে ৷ শেষরক্ষা হল না তাদের মধ্যে অনেকেরই ৷ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তুরস্কের অন্যতম প্রধান শহর গাজিয়ানতেপের কাছে ৷ 7.8 তীব্রতার ভূমিকম্পের 9 ঘণ্টা পরে দ্বিতীয় 7.5 তীব্রতার আরেকটি শক্তিশালী ভূমিকম্প ৷ প্রথম ভূমিকম্পের 11 ঘণ্টায় 13 বার যথেষ্ট শক্তিশালী আফটারশক অর্থাৎ ভূমিকম্প-পরবর্তী কম্পনে কেঁপে উঠছে সিরিয়া, তুরস্ক সীমান্তের বিস্তীর্ণ এলাকা ৷ আমেরিকার জিওলজিক্যাল সার্ভের (US Geological Survey) দেওয়া তথ্য অনুযায়ী, দক্ষিণ তুরস্কের কেন্দ্রস্থলে হওয়া এই ভূমিকম্প মাটির 11 মাইল বা 18 কিলোমিটার গভীর পর্যন্ত ধাক্কা দিয়েছে ৷ তবে আরও আফটারশক আসতে পারে, জানিয়েছেন ভূতত্ত্ববিদ অ্যালেক্স হাতেম (Alex Hatem) ৷ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের (United States Geological Survey, USGS) গবেষক ৷ তাঁর কথায়, "প্রধান ভূকম্পনের মাত্রা যা ছিল, সেই অনুযায়ী আরও আফটারশক আসতে পারে ৷ আগামী দিনগুলি, সপ্তাহে এবং মাসের পর মাস ধরে এই আফটারশক চলতে পারে বলে মনে হচ্ছে ৷"
আরও পড়ুন: এনডিআরএফ-ত্রাণসামগ্রী, বিধ্বস্ত তুরস্ক-সিরিয়ায় রওনা দিল ভারতীয় বায়ুসেনার বিমান