ETV Bharat / international

Girl with a Pearl Earring: আজব প্রতিবাদ ! নিশানায় জোহানেস ভারমিয়রের আঁকা 'গার্ল উইথ আ পার্ল ইয়ারিং'

author img

By

Published : Oct 28, 2022, 10:51 AM IST

বিখ্যাত ওলন্দাজ শিল্পী জোহানেস ভারমিয়রের (Johannes Vermeer) আঁকা 'গার্ল উইথ আ পার্ল ইয়ারিং' (Girl with a Pearl Earring) পেন্টিংটিকে নিশানা করলেন পরিবেশকর্মীরা (Climate Activists) ! নেদারল্যান্ডসের মারিথোস সংগ্রহশালার (Mauritshuis Museum) ঘটনায় অভিযুক্ত দুই ব্য়ক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷

Climate Activists pour tomato salsa on Girl with a Pearl Earring of Johannes Vermeer
Girl with a Pearl Earring: আজব প্রতিবাদ ! নিশানায় জোহানেস ভারমিয়রের আঁকা 'গার্ল উইথ আ পার্ল ইয়ারিং'

অ্য়ামস্টারডাম (নেদারল্যান্ডস), 28 অক্টোবর: ফের একবার তথাকথিত পরিবেশকর্মীদের (Climate Activists) নিশানা হতে হল গুণী শিল্পীর অমর সৃষ্টিকে ৷ বিখ্যাত ওলন্দাজ শিল্পী জোহানেস ভারমিয়রের (Johannes Vermeer) আঁকা 'গার্ল উইথ আ পার্ল ইয়ারিং' (Girl with a Pearl Earring) পেন্টিংটিকে নিশানা করলেন পরিবেশকর্মীরা ! ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ৷

ঘটনার ভিডিয়ো ইতিমধ্য়েই টুইটারে ভাইরাল হয়েছে ৷ তাতে দেখা যাচ্ছে, সংগ্রহশালার দেওয়ালে টাঙানো রয়েছে ছবিটি ৷ প্রথমে এক ব্যক্তি ছবিটির কাছে গিয়ে আঠা দিয়ে নিজের মাথা ওই ছবিতে আটকানোর চেষ্টা করেন ! তিনি যখন এই কাণ্ড ঘটাচ্ছেন, ঠিক সেই সময় তাঁরই এক সঙ্গী ওই ব্যক্তির গায়ে টম্য়াটো সালসা ঢেলে দেন ৷ এই দুই ব্যক্তি সাদা রঙের যে টি-শার্ট পরেছিলেন, তাতে কালো রঙের ইংরেজি হরফে লেখা ছিল, 'জাস্ট স্টপ অয়েল' (Just Stop Oil) ৷ এই ঘটনার পরই নিরাপত্তারক্ষীরা অভিযুক্তদের পাকড়াও করে সংগ্রহশালার বাইরে নিয়ে যান ৷ ঘটনাটি ঘটে নেদারল্যান্ডসের মারিথোস সংগ্রহশালায় (Mauritshuis Museum) ৷

আরও পড়ুন: টুইটারে শুরু ইলন-যুগ, সদর দফতর ছাড়লেন পরাগ, নেদ

এই ঘটনা দেখে তাজ্জব বনে যান সংগ্রহশালায় উপস্থিত দর্শকরা ৷ এমন আচরণে বিরক্তিও প্রকাশ করেন তাঁরা ৷ ওই পরিবেশকর্মীরা দর্শকদের প্রশ্ন করেন, "যখন আপনাদের চোখের সামনে এমন সুন্দর কিছু নষ্ট করে দেওয়া হয়, তখন আপনাদের কেমন লাগে ? আপনাদের রাগ হয় ৷ তাই না ? ভালো ৷ যখন চোখের সামনে পৃথিবীটাকে ধ্বংস হয়ে যেতে দেখছেন, তখন আপনাদের এই অনুভূতি কোথায় থাকে ?" এরপরই ওই পরিবেশকর্মীরা উপস্থিত দর্শকদের জানান, "আপনারা চিন্তা করবেন না ৷ এই ছবি কাচের আড়ালে সুরক্ষিত আছে ৷ ছবিটির কোনও ক্ষতি হবে না ৷ কিন্তু, মানুষের ক্ষতি হতে পারে ৷ তাদের রক্ষা করা দরকার ৷ আমাদের শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত নয় ৷"

এরপর স্থানীয় পুলিশ প্রশাসনের তরফে করা টুইটে জানানো হয়, অভিযুক্ত দুই পরিবেশকর্মীকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ অন্যদিকে, মিউজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, জোহানেস ভারমিয়রের আঁকা ছবিটির কোনও ক্ষতি হয়নি ৷ প্রসঙ্গত, চলতি মাসে এই নিয়ে তৃতীয়বার এমন ঘটনা ঘটল, এর আগে ভিনসেন্ট ভ্যান গগের আঁকা বিখ্যাত ছবি 'সানফ্লাওয়ার'কেও নিশানা করেছিলেন পরিবেশকর্মীরা ৷ ঘটনাটি ঘটেছিল লন্ডনের ন্য়াশনাল গ্যালারিতে ৷ এরপর গত রবিবার জার্মানির বারবেরিনি সংগ্রহশালাতেও একই ঘটনা ঘটেছিল ৷

অ্য়ামস্টারডাম (নেদারল্যান্ডস), 28 অক্টোবর: ফের একবার তথাকথিত পরিবেশকর্মীদের (Climate Activists) নিশানা হতে হল গুণী শিল্পীর অমর সৃষ্টিকে ৷ বিখ্যাত ওলন্দাজ শিল্পী জোহানেস ভারমিয়রের (Johannes Vermeer) আঁকা 'গার্ল উইথ আ পার্ল ইয়ারিং' (Girl with a Pearl Earring) পেন্টিংটিকে নিশানা করলেন পরিবেশকর্মীরা ! ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ৷

ঘটনার ভিডিয়ো ইতিমধ্য়েই টুইটারে ভাইরাল হয়েছে ৷ তাতে দেখা যাচ্ছে, সংগ্রহশালার দেওয়ালে টাঙানো রয়েছে ছবিটি ৷ প্রথমে এক ব্যক্তি ছবিটির কাছে গিয়ে আঠা দিয়ে নিজের মাথা ওই ছবিতে আটকানোর চেষ্টা করেন ! তিনি যখন এই কাণ্ড ঘটাচ্ছেন, ঠিক সেই সময় তাঁরই এক সঙ্গী ওই ব্যক্তির গায়ে টম্য়াটো সালসা ঢেলে দেন ৷ এই দুই ব্যক্তি সাদা রঙের যে টি-শার্ট পরেছিলেন, তাতে কালো রঙের ইংরেজি হরফে লেখা ছিল, 'জাস্ট স্টপ অয়েল' (Just Stop Oil) ৷ এই ঘটনার পরই নিরাপত্তারক্ষীরা অভিযুক্তদের পাকড়াও করে সংগ্রহশালার বাইরে নিয়ে যান ৷ ঘটনাটি ঘটে নেদারল্যান্ডসের মারিথোস সংগ্রহশালায় (Mauritshuis Museum) ৷

আরও পড়ুন: টুইটারে শুরু ইলন-যুগ, সদর দফতর ছাড়লেন পরাগ, নেদ

এই ঘটনা দেখে তাজ্জব বনে যান সংগ্রহশালায় উপস্থিত দর্শকরা ৷ এমন আচরণে বিরক্তিও প্রকাশ করেন তাঁরা ৷ ওই পরিবেশকর্মীরা দর্শকদের প্রশ্ন করেন, "যখন আপনাদের চোখের সামনে এমন সুন্দর কিছু নষ্ট করে দেওয়া হয়, তখন আপনাদের কেমন লাগে ? আপনাদের রাগ হয় ৷ তাই না ? ভালো ৷ যখন চোখের সামনে পৃথিবীটাকে ধ্বংস হয়ে যেতে দেখছেন, তখন আপনাদের এই অনুভূতি কোথায় থাকে ?" এরপরই ওই পরিবেশকর্মীরা উপস্থিত দর্শকদের জানান, "আপনারা চিন্তা করবেন না ৷ এই ছবি কাচের আড়ালে সুরক্ষিত আছে ৷ ছবিটির কোনও ক্ষতি হবে না ৷ কিন্তু, মানুষের ক্ষতি হতে পারে ৷ তাদের রক্ষা করা দরকার ৷ আমাদের শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত নয় ৷"

এরপর স্থানীয় পুলিশ প্রশাসনের তরফে করা টুইটে জানানো হয়, অভিযুক্ত দুই পরিবেশকর্মীকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ অন্যদিকে, মিউজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, জোহানেস ভারমিয়রের আঁকা ছবিটির কোনও ক্ষতি হয়নি ৷ প্রসঙ্গত, চলতি মাসে এই নিয়ে তৃতীয়বার এমন ঘটনা ঘটল, এর আগে ভিনসেন্ট ভ্যান গগের আঁকা বিখ্যাত ছবি 'সানফ্লাওয়ার'কেও নিশানা করেছিলেন পরিবেশকর্মীরা ৷ ঘটনাটি ঘটেছিল লন্ডনের ন্য়াশনাল গ্যালারিতে ৷ এরপর গত রবিবার জার্মানির বারবেরিনি সংগ্রহশালাতেও একই ঘটনা ঘটেছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.