ETV Bharat / international

Chinese Vessel at SriLanka হামবানটোটা বন্দরে আসছে চিনের জাহাজ, নজর রাখছে ভারত

চরম আর্থিক সংকটে মধ্যে রয়েছে শ্রীলঙ্কা ৷ হামবানটোটা বন্দর তৈরির পাওনা টাকা মেটাতে পারেনি দেশটি ৷ তাই চিনকে বন্দরটি লিজ দিতে হয় ৷ 16 অগস্ট ভারত মহাসাগরে এই বন্দরে থাকবে চিনের জাহাজ ৷ স্বভাবতই নিরাপত্তা নিয়ে চিন্তায় ভারত-আমেরিকা (Chinese Vessel reaches SriLanka) ৷

Chinese research vessel Yuan Wang 5
চিনের জাহাজ উয়ান ওয়াং 5
author img

By

Published : Aug 14, 2022, 9:27 AM IST

কলম্বো, 14 অগস্ট: চিনের জাহাজকে তীরে ভিড়তে অনুমতি দিল শ্রীলঙ্কা সরকার ৷ চিনের গবেষণা-জাহাজ উয়ান ওয়াং 5-কে (The Yuan Wang 5) হামবানটোটা বন্দরে (Hambantota) নোঙর করার ছাড়পত্র দিয়েছে ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্রটি ৷ ভারত এবং আমেরিকা, দু'টি দেশই ভারত মহাসাগরে চিনের জাহাজ নিয়ে নিরাপত্তাজনিত কারণে দুশ্চিন্তা প্রকাশ করলেও শ্রীলঙ্কা এই সিদ্ধান্ত নিয়েছে (Chinese research vessel Yuan Wang 5 to dock Hambantota port amidst India-US concern ) ৷ সবমিলিয়ে শনিবারের এই সিদ্ধান্তে কূটনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ।

ভারত মহাসাগর এবং শ্রীলঙ্কার উপর চিনের আধিপত্য বেড়েই চলেছে ৷ চিনের এই জাহাজ ভারত মহাসাগরে ঢুকলে ভারতের সামরিক বিষয়ে গুপ্তচরবৃত্তি করতে পারে ৷ এ নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় ভারত সরকার ৷ হামবানটোটা বন্দরটি পরিচালনা করে চিন ৷ 11 অগস্ট এই বন্দরে আসার কথা ছিল উয়ান ওয়াং 5-এর ৷ কিন্তু ভারত তাতে আপত্তি করায় দেরি হয় ৷ শ্রীলঙ্কার বন্দরের আধিকারিক নির্মল পি সিলভা জানিয়েছেন, তিনি বিদেশমন্ত্রকের অনুমোদন পেয়েছেন ৷ হামবানটোটায় 16-22 অগস্ট পর্যন্ত থাকবে চিনের জাহাজ ৷

আরও পড়ুন: চিনা আগ্রাসন ! পেলোসি ফিরতেই তাইওয়ানকে ঘিরে বৃহত্তম সামরিক মহড়া শুরু লাল ফৌজের

2017 সালে এই বন্দরটি শ্রীলঙ্কা চিনকে 99 বছরের জন্য লিজ দিয়েছে 1.12 বিলিয়ন ডলারের (112 কোটি ডলার) বিনিময়ে ৷ এই ঋণ শোধ করতে পারেনি চরম অর্থনৈতিক সংকটে থাকা দেশটি ৷ ভারতের আশঙ্কা, উয়ান ওয়াং 5 মহাকাশ এবং উপগ্রহ ট্র্যাকিং সংক্রান্ত গবেষণা করতে পারে ৷ পাশাপাশি মিসাইল লঞ্চের পরিকল্পনাও থাকতে পারে ৷ সর্বোপরি, বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থে বিষয়টির উপর কড়া নজর রাখা হচ্ছে ৷ কোনও আপত্তিজনক গতিবিধি দেখা গেলেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে ৷

কলম্বো, 14 অগস্ট: চিনের জাহাজকে তীরে ভিড়তে অনুমতি দিল শ্রীলঙ্কা সরকার ৷ চিনের গবেষণা-জাহাজ উয়ান ওয়াং 5-কে (The Yuan Wang 5) হামবানটোটা বন্দরে (Hambantota) নোঙর করার ছাড়পত্র দিয়েছে ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্রটি ৷ ভারত এবং আমেরিকা, দু'টি দেশই ভারত মহাসাগরে চিনের জাহাজ নিয়ে নিরাপত্তাজনিত কারণে দুশ্চিন্তা প্রকাশ করলেও শ্রীলঙ্কা এই সিদ্ধান্ত নিয়েছে (Chinese research vessel Yuan Wang 5 to dock Hambantota port amidst India-US concern ) ৷ সবমিলিয়ে শনিবারের এই সিদ্ধান্তে কূটনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ।

ভারত মহাসাগর এবং শ্রীলঙ্কার উপর চিনের আধিপত্য বেড়েই চলেছে ৷ চিনের এই জাহাজ ভারত মহাসাগরে ঢুকলে ভারতের সামরিক বিষয়ে গুপ্তচরবৃত্তি করতে পারে ৷ এ নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় ভারত সরকার ৷ হামবানটোটা বন্দরটি পরিচালনা করে চিন ৷ 11 অগস্ট এই বন্দরে আসার কথা ছিল উয়ান ওয়াং 5-এর ৷ কিন্তু ভারত তাতে আপত্তি করায় দেরি হয় ৷ শ্রীলঙ্কার বন্দরের আধিকারিক নির্মল পি সিলভা জানিয়েছেন, তিনি বিদেশমন্ত্রকের অনুমোদন পেয়েছেন ৷ হামবানটোটায় 16-22 অগস্ট পর্যন্ত থাকবে চিনের জাহাজ ৷

আরও পড়ুন: চিনা আগ্রাসন ! পেলোসি ফিরতেই তাইওয়ানকে ঘিরে বৃহত্তম সামরিক মহড়া শুরু লাল ফৌজের

2017 সালে এই বন্দরটি শ্রীলঙ্কা চিনকে 99 বছরের জন্য লিজ দিয়েছে 1.12 বিলিয়ন ডলারের (112 কোটি ডলার) বিনিময়ে ৷ এই ঋণ শোধ করতে পারেনি চরম অর্থনৈতিক সংকটে থাকা দেশটি ৷ ভারতের আশঙ্কা, উয়ান ওয়াং 5 মহাকাশ এবং উপগ্রহ ট্র্যাকিং সংক্রান্ত গবেষণা করতে পারে ৷ পাশাপাশি মিসাইল লঞ্চের পরিকল্পনাও থাকতে পারে ৷ সর্বোপরি, বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থে বিষয়টির উপর কড়া নজর রাখা হচ্ছে ৷ কোনও আপত্তিজনক গতিবিধি দেখা গেলেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.