ETV Bharat / international

Chinese President Talks With Army: পূর্ব লাদাখ সীমান্তে চিনা সেনার সঙ্গে কথা জিনপিংয়ের, কথা যুদ্ধ প্রস্তুতি নিয়ে - Chinese President in talk with army

সম্প্রতি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে পূর্ব লাদাখ সীমান্তে চিনা সেনার সঙ্গে কথা বলেন শি জিনপিং (Chinese President in talk with army) ৷ নেন যুদ্ধ প্রস্তুতির খবর ৷

ETV Bharat
শি জিনপিং
author img

By

Published : Jan 20, 2023, 10:03 PM IST

বেজিং, 20 জানুয়ারি: ভারতের সঙ্গে সীমান্ত বিবাদ নিয়ে গত কয়েক মাস ধরে উদ্ভুত পরিস্থিতির মধ্যেই পূর্ব লাদাখ সীমান্তে নিযুক্ত চিনা সেনার সঙ্গে কথা বললেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Chinese President Xi Jinping) ৷ শুক্রবার প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, খুব সম্প্রতি চিনা প্রেসিডেন্ট জিনপিং ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে লাদাখ সীমান্তে প্রহরারত লাল ফৌজের সঙ্গে কথা বলেন ৷ চিনের সেনা অর্থাৎ পিএলএ (পিপলস লিবারেশন আর্মি)-এর সদর দফতরে গিয়ে এই শি জিনপিং এই ভিডিয়ো বার্তায় যোগ দেন বলে খবর (Chinese Army PLA)৷

জানা গিয়েছে, সীমান্তের বর্তমান অবস্থার বিষয়ে খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি সেনা বাহিনীর প্রস্তুতি নিয়েও প্রশ্ন করেন তিনি ৷ কোনও জটিল পরিস্থিতি তৈরি হলে লাল ফৌজ প্রতিপক্ষকে জবাব দিতে কতটা প্রস্তুত সেই বিষয়টিও খতিয়ে দেখেন তিনি ৷ উল্লেখ্য, চিনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির জেনারাল সেক্রেটারি পদেও রয়েছেন শি জিনপিং ৷ এছাড়াও দেশের প্রেসিডেন্ট হওয়ার সুবাদে তিনি চিনা সেনার কমান্ডার-ইন-চিফ পদেও রয়েছেন ৷

আরও পড়ুন: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ ছাড়ছেন জাসিন্ডা আর্ডান

জানা গিয়েছে, পূর্ব লাদাখ সীমান্তে প্রহরারত চিনা সেনার সঙ্গে এই আলাপচারিতায় বেশকিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন জিনপিং ৷ গত 10 বছর ধরে এই অংশে কীভাবে মাঝে মাঝেই পরিস্থিতির বদল হয়েছে ও তা সেনাকে প্রভাবিত করেছে তা মনে করিয়ে দিয়েছেন চিনের প্রেসিডেন্ট ৷ জিনপিংয়ের প্রশ্নের জবাবে এক সেনা কর্তা জানিয়েছেন, সীমান্তে কড়া নজরদারি চলছে 24 ঘণ্টা ধরেই ৷

সীমান্তে কড়া প্রহড়া ও নিরাপত্তার সঠিক ব্যবস্থার উপরেও জোর দিয়েছেন চিনের প্রেসিডেন্ট ৷ উল্লেখ্য, 2020 সালের 5 মে ভারত ও চিনা সেনার সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল পূর্ব লাদাখ সীমান্ত ৷ প্যাংগঙ্গ লেক সংলগ্ন এলাকায় সেই সংঘর্ষে রক্ত ঝড়েছিল দুই দেশের সেনারই ৷ যদিও চিনা সেনার তরফে ওই ঘটনায় তাদের ক্ষয়ক্ষতির পূর্ণ তথ্য প্রকাশ করা হয়নি ৷

বেজিং, 20 জানুয়ারি: ভারতের সঙ্গে সীমান্ত বিবাদ নিয়ে গত কয়েক মাস ধরে উদ্ভুত পরিস্থিতির মধ্যেই পূর্ব লাদাখ সীমান্তে নিযুক্ত চিনা সেনার সঙ্গে কথা বললেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Chinese President Xi Jinping) ৷ শুক্রবার প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, খুব সম্প্রতি চিনা প্রেসিডেন্ট জিনপিং ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে লাদাখ সীমান্তে প্রহরারত লাল ফৌজের সঙ্গে কথা বলেন ৷ চিনের সেনা অর্থাৎ পিএলএ (পিপলস লিবারেশন আর্মি)-এর সদর দফতরে গিয়ে এই শি জিনপিং এই ভিডিয়ো বার্তায় যোগ দেন বলে খবর (Chinese Army PLA)৷

জানা গিয়েছে, সীমান্তের বর্তমান অবস্থার বিষয়ে খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি সেনা বাহিনীর প্রস্তুতি নিয়েও প্রশ্ন করেন তিনি ৷ কোনও জটিল পরিস্থিতি তৈরি হলে লাল ফৌজ প্রতিপক্ষকে জবাব দিতে কতটা প্রস্তুত সেই বিষয়টিও খতিয়ে দেখেন তিনি ৷ উল্লেখ্য, চিনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির জেনারাল সেক্রেটারি পদেও রয়েছেন শি জিনপিং ৷ এছাড়াও দেশের প্রেসিডেন্ট হওয়ার সুবাদে তিনি চিনা সেনার কমান্ডার-ইন-চিফ পদেও রয়েছেন ৷

আরও পড়ুন: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ ছাড়ছেন জাসিন্ডা আর্ডান

জানা গিয়েছে, পূর্ব লাদাখ সীমান্তে প্রহরারত চিনা সেনার সঙ্গে এই আলাপচারিতায় বেশকিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন জিনপিং ৷ গত 10 বছর ধরে এই অংশে কীভাবে মাঝে মাঝেই পরিস্থিতির বদল হয়েছে ও তা সেনাকে প্রভাবিত করেছে তা মনে করিয়ে দিয়েছেন চিনের প্রেসিডেন্ট ৷ জিনপিংয়ের প্রশ্নের জবাবে এক সেনা কর্তা জানিয়েছেন, সীমান্তে কড়া নজরদারি চলছে 24 ঘণ্টা ধরেই ৷

সীমান্তে কড়া প্রহড়া ও নিরাপত্তার সঠিক ব্যবস্থার উপরেও জোর দিয়েছেন চিনের প্রেসিডেন্ট ৷ উল্লেখ্য, 2020 সালের 5 মে ভারত ও চিনা সেনার সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল পূর্ব লাদাখ সীমান্ত ৷ প্যাংগঙ্গ লেক সংলগ্ন এলাকায় সেই সংঘর্ষে রক্ত ঝড়েছিল দুই দেশের সেনারই ৷ যদিও চিনা সেনার তরফে ওই ঘটনায় তাদের ক্ষয়ক্ষতির পূর্ণ তথ্য প্রকাশ করা হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.