ETV Bharat / international

China on J-K G-20 Meet: জম্মু-কাশ্মীরে জি-20 বৈঠক প্রত্যাখ্যান পাকিস্তানের, বন্ধু দেশের পাশে চিন - জম্মু ও কাশ্মীর বিবাদ

জম্মু ও কাশ্মীরের 370 ধারা অবলুপ্তির পর 2023-এ প্রথম জি-20 গোষ্ঠীর সম্মেলন হওয়ার কথা রয়েছে ৷ পাকিস্তান ইতিমধ্যে এই বৈঠককে প্রত্যাখ্যান করেছে ৷ তাদের সঙ্গে গলা মিলিয়ে এবার ভারতকে সতর্কবার্তা দিল চিনও (China on J-K G20 Meet) ৷

Controvery over G-20 Meet in Kashmir
জম্মু কাশ্মীরে জি 20 বৈঠক
author img

By

Published : Jul 2, 2022, 10:02 AM IST

বেজিং, 2 জুলাই: ভারতের বিরুদ্ধে গলা তুলল চিন ৷ 2023-এ জম্মু ও কাশ্মীরে জি-20 সম্মেলন হওয়ার কথা ৷ এতে পাকিস্তানের আপত্তিকে সমর্থন করছে মিত্র রাষ্ট্র ৷ 25 জুন প্রতিবেশী দেশ ভারতের এই চেষ্টাকে খারিজ করার কথা জানায় ৷ পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র আসিম ইফতিখার আহমেদ একটি বিবৃতিতে জানান, "পাকিস্তান ভারতের এই প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করছে ৷" তারপরেই বৃহস্পতিবার, 30 জুন চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ানও (Chinese Foreign Ministry spokesperson Zhao Lijian) সেই সুরে সুর মিলিয়ে বলেন, "কাশ্মীর সমস্যার সঙ্গে জড়িত দু'টি দেশ রাজনীতি করা বন্ধ করুক ৷"

জম্মু-কাশ্মীরে বৈঠক হওয়া নিয়ে চিনের আপত্তি ?

ঝাও বলেন, "কাশ্মীর নিয়ে চিনের অবস্থান পরিষ্কার ৷ এটা ভারত-পাকিস্তানের দীর্ঘদিনের সমস্যা ৷ রাষ্ট্রসঙ্ঘের সংকল্প এবং দ্বিপাক্ষিক চুক্তি মেনে দু'পক্ষই এর ঠিকঠাক সমাধানে আসুক ৷" ভারতের নামোল্লেখ না করে তিনি বলেন, "শুধুমাত্র একপক্ষ সিদ্ধান্ত নিয়ে এই পরিস্থিতি আরও জটিল করছে ৷ শান্তি এবং স্থিতাবস্থার প্রয়োজনে আমাদের যৌথভাবে আলোচনা করতে হবে ৷" বিতর্কিত অঞ্চলের অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য রাজনীতি এড়িয়ে চলার পরামর্শ দেয় চিন (China voiced its opposition to G-20 Meet in Jammu and Kashmir) ৷

আরও পড়ুন: এভারেস্টে বিশ্বের সর্বোচ্চ বৈজ্ঞানিক স্টেশন চিনের, নেপথ্যে অস্ত্র লিথিয়াম ?

তাহলে কি চিন এই বৈঠকে থাকবে না ?

এ প্রসঙ্গে ঝাও বলেন, "আমরা জি-20-তে (G-20) উপস্থিত থাকব কি না, সেটা ভেবে দেখব ৷" এদিকে পিওকে মানে পাকিস্তান অধিকৃত কাশ্মীর অর্থাৎ উপত্যকার বিতর্কিত এলাকাতেই চিন-পাকিস্তান ইকোনমিক করিডর তৈরি করছে কি চিন ? তাতে স্বভাবত ভারতের সম্মতি নেই ৷ এ নিয়ে ঝাও পাকিস্তানের দিকটি এড়িয়ে গেলেন ৷ তাঁর মতে "দুটো ঘটনার ধরন পুরোপুরি আলাদা ৷ চিন পাকিস্তানের অর্থনৈতিক এবং জীবন যাপনের উন্নতিতে একাধিক প্রজেক্ট গ্রহণ করেছে ৷" ঝাওয়ের দাবি, কাশ্মীরে বেশ কিছু প্রজেক্টের কাজ হচ্ছে ৷ ওই এলাকাগুলি পাকিস্তানের নিয়ন্ত্রণে ৷ স্থানীয়দের জীবনের মানোন্নয়নে চিনের কয়েকটি কোম্পানি সেখানে কাজ করছে ৷ তিনি বললেন, "তার মানে এই নয় যে কাশ্মীর নিয়ে আমাদের অবস্থান বদলেছে ৷"

2019-এ জম্মু ও কাশ্মীরে 370 ধারা বিলুপ্ত হওয়ার পর তেইশে প্রথম জি-20 সম্মেলনের পরিকল্পনা নিয়েছে ভারত ৷ আর এতে চটেছে পাকিস্তান ৷ বিদেশ মন্ত্রকের মুখপাত্র (Pakistan Foreign Office spokesperson Asim Iftikhar Ahmad) জানান, জম্মু ও কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে ঝামেলা আন্তর্জাতিক স্তরের ৷ সাত দশকেরও বেশি সময় ধরে তা রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের এজেন্ডার অন্তর্ভুক্ত রয়েছে ৷ তিনি আশা করেন, আইন ও বিচারের বাধ্যতামূলক দিকগুলি বিবেচনা করে জি-20 গোষ্ঠীর সদস্যদেশগুলিও ভারতের এমন বিতর্কিত সিদ্ধান্ত বাতিল করবে ৷

আরও পড়ুন: অবৈধভাবে ভারতের জমি দখলে রেখেছে চিন, সংসদে কবুল মন্ত্রীর

বেজিং, 2 জুলাই: ভারতের বিরুদ্ধে গলা তুলল চিন ৷ 2023-এ জম্মু ও কাশ্মীরে জি-20 সম্মেলন হওয়ার কথা ৷ এতে পাকিস্তানের আপত্তিকে সমর্থন করছে মিত্র রাষ্ট্র ৷ 25 জুন প্রতিবেশী দেশ ভারতের এই চেষ্টাকে খারিজ করার কথা জানায় ৷ পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র আসিম ইফতিখার আহমেদ একটি বিবৃতিতে জানান, "পাকিস্তান ভারতের এই প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করছে ৷" তারপরেই বৃহস্পতিবার, 30 জুন চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ানও (Chinese Foreign Ministry spokesperson Zhao Lijian) সেই সুরে সুর মিলিয়ে বলেন, "কাশ্মীর সমস্যার সঙ্গে জড়িত দু'টি দেশ রাজনীতি করা বন্ধ করুক ৷"

জম্মু-কাশ্মীরে বৈঠক হওয়া নিয়ে চিনের আপত্তি ?

ঝাও বলেন, "কাশ্মীর নিয়ে চিনের অবস্থান পরিষ্কার ৷ এটা ভারত-পাকিস্তানের দীর্ঘদিনের সমস্যা ৷ রাষ্ট্রসঙ্ঘের সংকল্প এবং দ্বিপাক্ষিক চুক্তি মেনে দু'পক্ষই এর ঠিকঠাক সমাধানে আসুক ৷" ভারতের নামোল্লেখ না করে তিনি বলেন, "শুধুমাত্র একপক্ষ সিদ্ধান্ত নিয়ে এই পরিস্থিতি আরও জটিল করছে ৷ শান্তি এবং স্থিতাবস্থার প্রয়োজনে আমাদের যৌথভাবে আলোচনা করতে হবে ৷" বিতর্কিত অঞ্চলের অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য রাজনীতি এড়িয়ে চলার পরামর্শ দেয় চিন (China voiced its opposition to G-20 Meet in Jammu and Kashmir) ৷

আরও পড়ুন: এভারেস্টে বিশ্বের সর্বোচ্চ বৈজ্ঞানিক স্টেশন চিনের, নেপথ্যে অস্ত্র লিথিয়াম ?

তাহলে কি চিন এই বৈঠকে থাকবে না ?

এ প্রসঙ্গে ঝাও বলেন, "আমরা জি-20-তে (G-20) উপস্থিত থাকব কি না, সেটা ভেবে দেখব ৷" এদিকে পিওকে মানে পাকিস্তান অধিকৃত কাশ্মীর অর্থাৎ উপত্যকার বিতর্কিত এলাকাতেই চিন-পাকিস্তান ইকোনমিক করিডর তৈরি করছে কি চিন ? তাতে স্বভাবত ভারতের সম্মতি নেই ৷ এ নিয়ে ঝাও পাকিস্তানের দিকটি এড়িয়ে গেলেন ৷ তাঁর মতে "দুটো ঘটনার ধরন পুরোপুরি আলাদা ৷ চিন পাকিস্তানের অর্থনৈতিক এবং জীবন যাপনের উন্নতিতে একাধিক প্রজেক্ট গ্রহণ করেছে ৷" ঝাওয়ের দাবি, কাশ্মীরে বেশ কিছু প্রজেক্টের কাজ হচ্ছে ৷ ওই এলাকাগুলি পাকিস্তানের নিয়ন্ত্রণে ৷ স্থানীয়দের জীবনের মানোন্নয়নে চিনের কয়েকটি কোম্পানি সেখানে কাজ করছে ৷ তিনি বললেন, "তার মানে এই নয় যে কাশ্মীর নিয়ে আমাদের অবস্থান বদলেছে ৷"

2019-এ জম্মু ও কাশ্মীরে 370 ধারা বিলুপ্ত হওয়ার পর তেইশে প্রথম জি-20 সম্মেলনের পরিকল্পনা নিয়েছে ভারত ৷ আর এতে চটেছে পাকিস্তান ৷ বিদেশ মন্ত্রকের মুখপাত্র (Pakistan Foreign Office spokesperson Asim Iftikhar Ahmad) জানান, জম্মু ও কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে ঝামেলা আন্তর্জাতিক স্তরের ৷ সাত দশকেরও বেশি সময় ধরে তা রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের এজেন্ডার অন্তর্ভুক্ত রয়েছে ৷ তিনি আশা করেন, আইন ও বিচারের বাধ্যতামূলক দিকগুলি বিবেচনা করে জি-20 গোষ্ঠীর সদস্যদেশগুলিও ভারতের এমন বিতর্কিত সিদ্ধান্ত বাতিল করবে ৷

আরও পড়ুন: অবৈধভাবে ভারতের জমি দখলে রেখেছে চিন, সংসদে কবুল মন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.