ETV Bharat / international

Kashmir Dispute: ভারত-পাকিস্তানের উচিত আলোচনায় বসে কাশ্মীর সমস্যার সমাধান করা, মত চিনের - পাক অধিকৃত কাশ্মীর

ভারত (India) ও পাকিস্তানের (Pakistan) মধ্যে কাশ্মীর নিয়ে সমস্যা দীর্ঘদিনের (Kashmir Dispute) ৷ এই সমস্যা আলোচনার মাধ্যমে মিটতে পারে বলে মত চিনের৷ এই মত প্রকাশ করেন চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও নিং ৷

China Says India Pakistan should resolve Kashmir dispute through dialogue
Kashmir Dispute: ভারত-পাকিস্তানের উচিত আলোচনায় বসে কাশ্মীর সমস্যার সমাধান করা, মত চিনের
author img

By

Published : Oct 28, 2022, 8:19 PM IST

শ্রীনগর, 28 অক্টোবর: আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার (Kashmir Dispute) সমাধান করা উচিত ভারত (India) ও পাকিস্তানের (Pakistan) ৷ এমনই মত চিনের ৷ বেজিংয়ে এক সাংবাদিক বৈঠকে এই মত প্রকাশ করেছেন চিনের (China) বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও নিং ৷ তবে তাঁকে এই নিয়ে প্রশ্ন করেছিলেন এক পাকিস্তানি সাংবাদিক ৷ সেই প্রশ্নের উত্তরেই তিনি একথা বলেন ৷

তিনি আরও জানিয়েছেন, এই ইস্যুতে চিনের অবস্থান একেবারে স্পষ্ট ৷ এটা ভারত ও পাকিস্তানের সমস্যা ৷ তাই ওই দুই দেশের উচিত আলোচনা ও কূটনীতির মাধ্যমে এই সমস্যার সমাধান করা ৷ এই সমস্যাকে ঐতিহাসিক বলেও ব্যাখ্যা করেছেন তিনি ৷ একই সঙ্গে জানিয়েছেন, কাশ্মীর সমস্যার সমাধান ইউএন চার্টার (UN Charter), নিরাপত্তা পরিষদের রেজিলিউশন (Security Council Resolution) ও দ্বিপাক্ষিক চুক্তি মেনে শান্তিপূর্ণ ভাবে হওয়া উচিত ৷

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরে (Jammu Kashmir) যে অংশ পাক অধিকৃত, সেই অংশ নিয়েই দুই দেশের মধ্যে বিবাদ চলে আসছে ৷ নিয়ন্ত্রণ রেখার ওপারে পাক অধিকৃত কাশ্মীর (PoK) থেকে পাকিস্তানের বিরুদ্ধে বারবার হামলার অভিযোগ করে ভারত ৷ দুই দেশ যুদ্ধবিরতি চুক্তি করলেও, তা পাকিস্তান বারবার লঙ্ঘন করে বলে অভিযোগ ৷ এমনকী, ওপার থেকে এপারে জঙ্গিদের নিরাপদে পৌঁছে দিতে পাকিস্তান মদত করে বলেও অভিযোগ ওঠে বারবার (Pakistan Sponsored Terrorism) ৷

বারবার এই অশান্তির প্রসঙ্গই কার্যত এদিন উঠে এসেছে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্রের কথায় ৷ তিনি জানান, এশিয়ার এই অংশে শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে কাশ্মীর সমস্যার সমাধান প্রয়োজন ৷

পাশাপাশি তিনি মনে করিয়ে দিয়েছেন যে চিন-সহ একাধিক দেশ এই সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছে অতীতে ৷ কিন্তু ভারত এই ইস্যুতে তৃতীয়পক্ষের হস্তক্ষেপ যে চায়, তা বারবার স্পষ্ট করেছেন ৷

একই সঙ্গে তাঁকে কাশ্মীরে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি নিয়েও প্রশ্ন করা হয় ৷ কিন্তু তিনি বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে যান ৷ প্রসঙ্গত, গত মার্চেই ভারত জানিয়েছিল, চিন বা অন্য কোনও দেশের এই নিয়ে মন্তব্য করার অধিকার নেই ৷

আরও পড়ুন: 'মোদি একজন দেশপ্রেমিক', প্রশংসা পুতিনের

শ্রীনগর, 28 অক্টোবর: আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার (Kashmir Dispute) সমাধান করা উচিত ভারত (India) ও পাকিস্তানের (Pakistan) ৷ এমনই মত চিনের ৷ বেজিংয়ে এক সাংবাদিক বৈঠকে এই মত প্রকাশ করেছেন চিনের (China) বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও নিং ৷ তবে তাঁকে এই নিয়ে প্রশ্ন করেছিলেন এক পাকিস্তানি সাংবাদিক ৷ সেই প্রশ্নের উত্তরেই তিনি একথা বলেন ৷

তিনি আরও জানিয়েছেন, এই ইস্যুতে চিনের অবস্থান একেবারে স্পষ্ট ৷ এটা ভারত ও পাকিস্তানের সমস্যা ৷ তাই ওই দুই দেশের উচিত আলোচনা ও কূটনীতির মাধ্যমে এই সমস্যার সমাধান করা ৷ এই সমস্যাকে ঐতিহাসিক বলেও ব্যাখ্যা করেছেন তিনি ৷ একই সঙ্গে জানিয়েছেন, কাশ্মীর সমস্যার সমাধান ইউএন চার্টার (UN Charter), নিরাপত্তা পরিষদের রেজিলিউশন (Security Council Resolution) ও দ্বিপাক্ষিক চুক্তি মেনে শান্তিপূর্ণ ভাবে হওয়া উচিত ৷

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরে (Jammu Kashmir) যে অংশ পাক অধিকৃত, সেই অংশ নিয়েই দুই দেশের মধ্যে বিবাদ চলে আসছে ৷ নিয়ন্ত্রণ রেখার ওপারে পাক অধিকৃত কাশ্মীর (PoK) থেকে পাকিস্তানের বিরুদ্ধে বারবার হামলার অভিযোগ করে ভারত ৷ দুই দেশ যুদ্ধবিরতি চুক্তি করলেও, তা পাকিস্তান বারবার লঙ্ঘন করে বলে অভিযোগ ৷ এমনকী, ওপার থেকে এপারে জঙ্গিদের নিরাপদে পৌঁছে দিতে পাকিস্তান মদত করে বলেও অভিযোগ ওঠে বারবার (Pakistan Sponsored Terrorism) ৷

বারবার এই অশান্তির প্রসঙ্গই কার্যত এদিন উঠে এসেছে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্রের কথায় ৷ তিনি জানান, এশিয়ার এই অংশে শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে কাশ্মীর সমস্যার সমাধান প্রয়োজন ৷

পাশাপাশি তিনি মনে করিয়ে দিয়েছেন যে চিন-সহ একাধিক দেশ এই সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছে অতীতে ৷ কিন্তু ভারত এই ইস্যুতে তৃতীয়পক্ষের হস্তক্ষেপ যে চায়, তা বারবার স্পষ্ট করেছেন ৷

একই সঙ্গে তাঁকে কাশ্মীরে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি নিয়েও প্রশ্ন করা হয় ৷ কিন্তু তিনি বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে যান ৷ প্রসঙ্গত, গত মার্চেই ভারত জানিয়েছিল, চিন বা অন্য কোনও দেশের এই নিয়ে মন্তব্য করার অধিকার নেই ৷

আরও পড়ুন: 'মোদি একজন দেশপ্রেমিক', প্রশংসা পুতিনের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.