ETV Bharat / international

Tokyo Children Job: 4 বছরের শিশুদের চাকরি দিচ্ছে টোকিয়োর নার্সিংহোম ! - given jobs in Tokyo

জাপানের কিটাকিউশুতে একটি নার্সিংহোম চার বছরের কম বয়সী শিশুদের জন্য একটি আশ্চর্যজনক অফার দিয়েছে (Children as Young as Four years will be Given Jobs) ৷

Tokyo Children Job
4 বছরের ছোট শিশুদের দেওয়া হবে চাকরি
author img

By

Published : Aug 31, 2022, 5:55 PM IST

টোকিয়ো, 31 অগস্ট: চার বছরের কম বয়সী শিশুদের জন্য একটি আশ্চর্যজনক অফার দিয়েছে একটি নার্সিং হোম । তাদের চাকরি দেওয়া হবে । হাসপাতালের তরফেও জানানো হয়েছে, তারা বেতনও দেবে । ঘটনাটি জাপানের কিটাকিউশুর একটি নার্সিংহোমের (Children as Young as Four years will be Given Jobs) ৷

জাপানের কিটাকিউশুতে একটি নার্সিংহোম এমনই ঘোষণা করেছে । সেখানে থাকা বয়স্ক রোগীদের সঙ্গ দিতে এবং তাঁদের মুখে হাসি ফোটানোর জন্য শিশুদের নিয়োগ করা হচ্ছে । চাকরি দেওয়ার আগে হচ্ছে চুক্তিও । শর্ত একটাই, বাচ্চাদের বয়স চার বছরের কম হতে হবে । তাঁরা তাদের পছন্দের সময়ে নার্সিংহোমে আসতে পারবে । খেয়াল খুশি মতো বিশ্রাম নেওয়ারও সুযোগ থাকবে ৷

আরও পড়ুন: অটিস্টিক মায়েদের শিশুরা মানসিক চাপে ভোগে, কী বলছে গবেষনা

নার্সিংহোমের মালিক জানান, তাঁদের কাছে প্রায় 100 জন রোগী আছেন। এ পর্যন্ত 30 জন শিশুকে এই চুক্তিতে নেওয়া হয়েছে ৷ প্রবীণদের মুখে হাসি ফোটানোর জন্য এই প্রয়াস ।

চাকরিতে যোগ দেওয়া শিশুরা জানায়, তাদের কাজ হল তাদের অভিভাবকদের সঙ্গে পুরো নার্সিংহোমে ঘুরে বেড়ানো । এছাড়াও, তাদের বেতনের সঙ্গে দুধও দেওয়া হয় । জানা গিয়েছে, এই প্রচেষ্টায় খুশি প্রবীণরা । তারা তাদের নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটানোর মতো অনুভুতি পাচ্ছেন বলে জানিয়েছেন ৷

টোকিয়ো, 31 অগস্ট: চার বছরের কম বয়সী শিশুদের জন্য একটি আশ্চর্যজনক অফার দিয়েছে একটি নার্সিং হোম । তাদের চাকরি দেওয়া হবে । হাসপাতালের তরফেও জানানো হয়েছে, তারা বেতনও দেবে । ঘটনাটি জাপানের কিটাকিউশুর একটি নার্সিংহোমের (Children as Young as Four years will be Given Jobs) ৷

জাপানের কিটাকিউশুতে একটি নার্সিংহোম এমনই ঘোষণা করেছে । সেখানে থাকা বয়স্ক রোগীদের সঙ্গ দিতে এবং তাঁদের মুখে হাসি ফোটানোর জন্য শিশুদের নিয়োগ করা হচ্ছে । চাকরি দেওয়ার আগে হচ্ছে চুক্তিও । শর্ত একটাই, বাচ্চাদের বয়স চার বছরের কম হতে হবে । তাঁরা তাদের পছন্দের সময়ে নার্সিংহোমে আসতে পারবে । খেয়াল খুশি মতো বিশ্রাম নেওয়ারও সুযোগ থাকবে ৷

আরও পড়ুন: অটিস্টিক মায়েদের শিশুরা মানসিক চাপে ভোগে, কী বলছে গবেষনা

নার্সিংহোমের মালিক জানান, তাঁদের কাছে প্রায় 100 জন রোগী আছেন। এ পর্যন্ত 30 জন শিশুকে এই চুক্তিতে নেওয়া হয়েছে ৷ প্রবীণদের মুখে হাসি ফোটানোর জন্য এই প্রয়াস ।

চাকরিতে যোগ দেওয়া শিশুরা জানায়, তাদের কাজ হল তাদের অভিভাবকদের সঙ্গে পুরো নার্সিংহোমে ঘুরে বেড়ানো । এছাড়াও, তাদের বেতনের সঙ্গে দুধও দেওয়া হয় । জানা গিয়েছে, এই প্রচেষ্টায় খুশি প্রবীণরা । তারা তাদের নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটানোর মতো অনুভুতি পাচ্ছেন বলে জানিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.