ETV Bharat / international

Twitter CEO Parag : আপাতত গণছাঁটাই নয়, কর্মীদের আশ্বস্ত করলেন হঠাৎ 'ভিলেন' বনে যাওয়া পরাগ - Top Level Rejig at Twitter

দুই শীর্ষস্তরের এগজিকিউটিভকে সরানোর পর টুইটারের সিইও পরাগ আগরওয়াল জানালেন, সংস্থার স্বার্থে কিছু রদবদল করা হচ্ছে ৷ তবে এই মুহূর্তে কোনও গণছাঁটাই হবে না (No mass layoffs at Twitter for now tweets Parag Agrawal) ৷

Twitter News
টুইটে শীর্ষস্তরে পুনর্বিন্যাসের কথা জানালেন পরাগ
author img

By

Published : May 13, 2022, 1:43 PM IST

সান ফ্রান্সিস্কো, 13 মে : সবে সংস্থা হস্তান্তর হয়েছে ৷ ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর এখনই কোনও গণছাঁটাই হচ্ছে না ৷ নিজের টুইটার হ্যান্ডেলে সংস্থার সিইও পরাগ আগরওয়াল জানান, একই সঙ্গে শীর্ষস্তরে কিছু রদবদল আনা হয়েছে ৷ বাজেটে কাটছাঁট করা হচ্ছে ৷ ব্যবসা কঠিন পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে (No mass layoffs at Twitter for now tweets Parag Agrawal) ৷ পরাগ জানিয়েছেন, সংস্থার শীর্ষস্তরের দুই এগজিকিউটিভকে সরানো হয়েছে ৷ কনজিউমার প্রোডাক্ট লিডার ক্যাভঅন বেকপোর এবং রেভিনিউ প্রোডাক্টের প্রধান ব্রুস ফাল্ককে সরানো হয়েছে ৷ সেই জায়গায় নতুন প্রোডাক্ট হেড হিসাবে আনা হয়েছে ফেসবুক প্রাক্তনী জে সুলিভানকে ৷

পাশাপাশি পরাগ জানিয়েছেন, এই মুহূর্তে নতুন করে নিয়োগ বন্ধ করা হয়েছে ৷ বলেন, "এখন আমরা যা সিদ্ধান্ত নেব তা আমাদের অদূর ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবে ৷ তবে সুদূর ভবিষ্যতের জন্যও ভাতে হবে আমাদের ৷ আমার কাছে এই বিষয়টিও গুরুত্বপূর্ণ ৷ কিছু রদবদল ঘটেছে, আর কিছু বদল আমরা নিজেরাই ঘটাব ৷ কিছু ক্ষেত্রে এই বদলগুলি কঠিন মনে হবে, তবে টুইটারের ভবিষ্যতের জন্য এটাই সঠিক ৷"

পরাগ আরও যোগ করেছেন, সংস্থার হাতে থাকা পরিসরগুলির ভাল-মন্দ বিচার করে দেখা হচ্ছে ৷ সুবিধা মতো সিদ্ধান্ত নেওয়া হবে ৷ এখনই গুরুতর কোনও ছাঁটাই প্রক্রিয়া না চালো হলেও সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানরা সংস্থার উন্নতির স্বার্থে রদবদল করতে থাকবেন ৷

আরও পড়ুন : Musk owns Twitter : 'সময়টা টালমাটাল', মাস্ক টুইটার কেনার পরেই দুশ্চিন্তায় পরাগ

সান ফ্রান্সিস্কো, 13 মে : সবে সংস্থা হস্তান্তর হয়েছে ৷ ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর এখনই কোনও গণছাঁটাই হচ্ছে না ৷ নিজের টুইটার হ্যান্ডেলে সংস্থার সিইও পরাগ আগরওয়াল জানান, একই সঙ্গে শীর্ষস্তরে কিছু রদবদল আনা হয়েছে ৷ বাজেটে কাটছাঁট করা হচ্ছে ৷ ব্যবসা কঠিন পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে (No mass layoffs at Twitter for now tweets Parag Agrawal) ৷ পরাগ জানিয়েছেন, সংস্থার শীর্ষস্তরের দুই এগজিকিউটিভকে সরানো হয়েছে ৷ কনজিউমার প্রোডাক্ট লিডার ক্যাভঅন বেকপোর এবং রেভিনিউ প্রোডাক্টের প্রধান ব্রুস ফাল্ককে সরানো হয়েছে ৷ সেই জায়গায় নতুন প্রোডাক্ট হেড হিসাবে আনা হয়েছে ফেসবুক প্রাক্তনী জে সুলিভানকে ৷

পাশাপাশি পরাগ জানিয়েছেন, এই মুহূর্তে নতুন করে নিয়োগ বন্ধ করা হয়েছে ৷ বলেন, "এখন আমরা যা সিদ্ধান্ত নেব তা আমাদের অদূর ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবে ৷ তবে সুদূর ভবিষ্যতের জন্যও ভাতে হবে আমাদের ৷ আমার কাছে এই বিষয়টিও গুরুত্বপূর্ণ ৷ কিছু রদবদল ঘটেছে, আর কিছু বদল আমরা নিজেরাই ঘটাব ৷ কিছু ক্ষেত্রে এই বদলগুলি কঠিন মনে হবে, তবে টুইটারের ভবিষ্যতের জন্য এটাই সঠিক ৷"

পরাগ আরও যোগ করেছেন, সংস্থার হাতে থাকা পরিসরগুলির ভাল-মন্দ বিচার করে দেখা হচ্ছে ৷ সুবিধা মতো সিদ্ধান্ত নেওয়া হবে ৷ এখনই গুরুতর কোনও ছাঁটাই প্রক্রিয়া না চালো হলেও সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানরা সংস্থার উন্নতির স্বার্থে রদবদল করতে থাকবেন ৷

আরও পড়ুন : Musk owns Twitter : 'সময়টা টালমাটাল', মাস্ক টুইটার কেনার পরেই দুশ্চিন্তায় পরাগ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.