ETV Bharat / international

Princess Diana ব্রিটিশ রাজ পরিবারের গাড়ির থেকেও এই বাহন বেশি প্রিয় ছিল ডায়নার - মধ্য ইংল্য়ান্ড

7 লক্ষ 37 হাজার পাউন্ডে (ভারতীয় মুদ্রায় 6 কোটি 92 লক্ষ টাকা) বিক্রি হল যুবরানি ডায়নার (Princess Diana) ব্যবহৃত একটি গাড়ি ৷ মধ্য ইংল্য়ান্ডের (Central England) ওয়ারিকশায়ারে (Warwickshire) আয়োজিত একটি নিলামে গাড়িটি বিক্রি করা হয় ৷

Car belongs to Princess Diana sells for Rs 6.92 crore
Princess Diana প্রায় 7 কোটিতে বিক্রি হল যুবরানি ডায়নার গাড়ি
author img

By

Published : Aug 28, 2022, 5:52 PM IST

লন্ডন, 28 অগস্ট: নিলামে বিক্রি হয়ে গেল যুবরানি ডায়নার (Princess Diana) ব্যবহৃত একটি গাড়ি ৷ শনিবার মধ্য ইংল্য়ান্ডের (Central England) ওয়ারিকশায়ারে (Warwickshire) নিলামের আয়োজন করেছিল 'সিলভারস্টোন অকশনস' (Silverstone Auctions) কর্তৃপক্ষ ৷ সেখানেই যুবরানির ব্যবহৃত গাড়িটিও ক্রেতাদের সামনে পেশ করা হয় ৷ দাম ওঠে 7 লক্ষ 37 হাজার পাউন্ড ৷ ভারতীয় মুদ্রায় অঙ্কটা হল 6 কোটি 92 লক্ষ টাকা ৷ তথ্য বলছে, ডায়নার ব্যবহৃত ফোর্ড সংস্থার তৈরি এই গাড়িটি নিলাম হওয়ার আগে পর্যন্ত 24 হাজার 961 মাইল বা 40 হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছে ৷

সূত্রের দাবি, গাড়িটি পাওয়ার জন্য রীতিমতো লড়াই শুরু করে দেন দুবাই, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের ধনী ক্রেতারা ৷ শেষ পর্যন্ত অবশ্য জয় হয় ইংল্য়ান্ডেরই ৷ স্থানীয় অলডার্লি এজ গ্রামের এক বাসিন্দা গাড়িটি কিনে নেন ৷ উল্লেখ্য, আর কিছুদিনের মধ্যেই যুবরানি ডায়নার 25তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ৷ তার আগেই তাঁর প্রিয় গাড়িটি নিলামে বিক্রি করে দেওয়া হল ৷ স্বাভাবিকভাবেই এই নিলাম নিয়ে ধনকুবেরদের পাশাপাশি ব্রিটেনের আমনাগরিকদেরও যথেষ্ট উৎসাহ ছিল ৷ তাঁদের প্রিয় যুবরানির সাধের গাড়ির মালিক কে হন, তা জানতে আগ্রহী ছিলেন ব্রিটিশরা ৷

আরও পড়ুন: হ্যারি-মেগানের ঘরে লিলি, নামকরণে ডায়ানা-দ্বিতীয় এলিজ়াবেথের ছোঁয়া

যুবরানি ডায়নার মৃত্যুর আড়াই দশক পর আজও ভীষণ প্রাসঙ্গিক তিনি ৷ তাঁকে নিয়ে এখনও বিশ্বব্যাপী মানুষের কৌতুহল এতটুকু কমেনি ৷ এমনকী, সম্প্রতি একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে যুবরানি ডায়নাকে নিয়ে একটি সিরিজ তৈরি করা হয়েছে ৷ সংশ্লিষ্ট নিলাম সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, লেডি ডায়নার গাড়িটির জন্যই তাঁদের আয় এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে ৷

এই গাড়িটির জন্য নিলামে কোনও নির্দিষ্ট মূল্যসীমা ধার্য করা ছিল না ৷ বিডিং শুরু হয় 1 লক্ষ পাউন্ড থেকে ৷ কালো রঙের গাড়িটির শরীরে রয়েছে একটি নীল রঙের ডোরা ৷ 1985 থেকে 1988 সাল পর্যন্ত ডায়না এই গাড়িটিতে চড়তেন ৷ প্রসঙ্গত, ডায়না রাজ পরিবারের বধূ হলেও রাজকীয় অনেক কিছুই তিনি পছন্দ করতেন না ৷ একই কারণে ব্রিটিশ রাজ পরিবারের গাড়িও তিনি সবসময় ব্যবহার করতেন না ৷ বদলে ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করতেন ৷ নিলাম হওয়া গড়িটিও তেমনই একটি নিদর্শন ৷

নিলামের উদ্যোক্তারা জানিয়েছেন, ব্রিটিশ রাজ পরিবারের আর কোনও সদস্য ব্যক্তিগত গাড়ি বাছাইয়ের ক্ষেত্রে এর থেকে বেশি সাহস দেখাতে পারেননি ৷ তাঁরা সাধারণত অতিবিলাসবহুল এবং অত্যন্ত দামি গাড়ি ব্যবহার করেন ৷ কিন্তু, ডায়নার এই গাড়িটি মোটেও বিলাসবহুল ছিল না ৷ বরং তা ছিল আমজনতার সওয়ারি ৷ আটের দশকে ব্রিটেনে সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়িগুলির মধ্যে অন্যতম ছিল এটি ৷ সেই সময় ফোর্ডের সংশ্লিষ্ট মডেলের গাড়িটির 41 লক্ষেরও বেশি ইউনিট বিক্রি হয়েছিল ! তার মধ্যে একটি ছিল স্বয়ং যুবরানির !

লন্ডন, 28 অগস্ট: নিলামে বিক্রি হয়ে গেল যুবরানি ডায়নার (Princess Diana) ব্যবহৃত একটি গাড়ি ৷ শনিবার মধ্য ইংল্য়ান্ডের (Central England) ওয়ারিকশায়ারে (Warwickshire) নিলামের আয়োজন করেছিল 'সিলভারস্টোন অকশনস' (Silverstone Auctions) কর্তৃপক্ষ ৷ সেখানেই যুবরানির ব্যবহৃত গাড়িটিও ক্রেতাদের সামনে পেশ করা হয় ৷ দাম ওঠে 7 লক্ষ 37 হাজার পাউন্ড ৷ ভারতীয় মুদ্রায় অঙ্কটা হল 6 কোটি 92 লক্ষ টাকা ৷ তথ্য বলছে, ডায়নার ব্যবহৃত ফোর্ড সংস্থার তৈরি এই গাড়িটি নিলাম হওয়ার আগে পর্যন্ত 24 হাজার 961 মাইল বা 40 হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছে ৷

সূত্রের দাবি, গাড়িটি পাওয়ার জন্য রীতিমতো লড়াই শুরু করে দেন দুবাই, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের ধনী ক্রেতারা ৷ শেষ পর্যন্ত অবশ্য জয় হয় ইংল্য়ান্ডেরই ৷ স্থানীয় অলডার্লি এজ গ্রামের এক বাসিন্দা গাড়িটি কিনে নেন ৷ উল্লেখ্য, আর কিছুদিনের মধ্যেই যুবরানি ডায়নার 25তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ৷ তার আগেই তাঁর প্রিয় গাড়িটি নিলামে বিক্রি করে দেওয়া হল ৷ স্বাভাবিকভাবেই এই নিলাম নিয়ে ধনকুবেরদের পাশাপাশি ব্রিটেনের আমনাগরিকদেরও যথেষ্ট উৎসাহ ছিল ৷ তাঁদের প্রিয় যুবরানির সাধের গাড়ির মালিক কে হন, তা জানতে আগ্রহী ছিলেন ব্রিটিশরা ৷

আরও পড়ুন: হ্যারি-মেগানের ঘরে লিলি, নামকরণে ডায়ানা-দ্বিতীয় এলিজ়াবেথের ছোঁয়া

যুবরানি ডায়নার মৃত্যুর আড়াই দশক পর আজও ভীষণ প্রাসঙ্গিক তিনি ৷ তাঁকে নিয়ে এখনও বিশ্বব্যাপী মানুষের কৌতুহল এতটুকু কমেনি ৷ এমনকী, সম্প্রতি একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে যুবরানি ডায়নাকে নিয়ে একটি সিরিজ তৈরি করা হয়েছে ৷ সংশ্লিষ্ট নিলাম সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, লেডি ডায়নার গাড়িটির জন্যই তাঁদের আয় এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে ৷

এই গাড়িটির জন্য নিলামে কোনও নির্দিষ্ট মূল্যসীমা ধার্য করা ছিল না ৷ বিডিং শুরু হয় 1 লক্ষ পাউন্ড থেকে ৷ কালো রঙের গাড়িটির শরীরে রয়েছে একটি নীল রঙের ডোরা ৷ 1985 থেকে 1988 সাল পর্যন্ত ডায়না এই গাড়িটিতে চড়তেন ৷ প্রসঙ্গত, ডায়না রাজ পরিবারের বধূ হলেও রাজকীয় অনেক কিছুই তিনি পছন্দ করতেন না ৷ একই কারণে ব্রিটিশ রাজ পরিবারের গাড়িও তিনি সবসময় ব্যবহার করতেন না ৷ বদলে ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করতেন ৷ নিলাম হওয়া গড়িটিও তেমনই একটি নিদর্শন ৷

নিলামের উদ্যোক্তারা জানিয়েছেন, ব্রিটিশ রাজ পরিবারের আর কোনও সদস্য ব্যক্তিগত গাড়ি বাছাইয়ের ক্ষেত্রে এর থেকে বেশি সাহস দেখাতে পারেননি ৷ তাঁরা সাধারণত অতিবিলাসবহুল এবং অত্যন্ত দামি গাড়ি ব্যবহার করেন ৷ কিন্তু, ডায়নার এই গাড়িটি মোটেও বিলাসবহুল ছিল না ৷ বরং তা ছিল আমজনতার সওয়ারি ৷ আটের দশকে ব্রিটেনে সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়িগুলির মধ্যে অন্যতম ছিল এটি ৷ সেই সময় ফোর্ডের সংশ্লিষ্ট মডেলের গাড়িটির 41 লক্ষেরও বেশি ইউনিট বিক্রি হয়েছিল ! তার মধ্যে একটি ছিল স্বয়ং যুবরানির !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.