ETV Bharat / international

Canada Government: কানাডায় হিংসা-ঘৃণার কোনও জায়গা নেই, বার্তা সরকারের - হিংসা উসকে দেওয়া

সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে ৷ তাতে কানাডা ছেড়ে হিন্দুদের চলে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে ৷ এই পরিস্থিতিতে দেশের সরকার সাফ জানাল, দেশের হিংসা ও ঘৃণার কোনও স্থান নেই ৷

ETV Bharat
কানাডা সরকার সরকারের শ্রদ্ধা বজায় রাখার আর্জি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2023, 1:19 PM IST

টরেন্টো, 22 সেপ্টেম্বর: দেশে ঘৃণার কোনও স্থান নেই ৷ শুক্রবার এমনটাই জানাল কানাডা সরকার ৷ সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ তাতে হিন্দুদের কানাডা ছেড়ে চলে যাওয়ার কথা জানানো হচ্ছে ৷ এই প্রসঙ্গে দেশের সরকার সাফ জানিয়েছে, কোনও হিংসা, ঘৃণা, হুমকি দেওয়া, ভয় পাওয়ানোর জায়গা নেই কানাডায় ৷

সামাজিক মাধ্যম এক্সে (টুইটার) কানাডার নিরাপত্তা দফতর এই বিষয়টি জানিয়েছে ৷ দেশের জনগণের সুরক্ষা, জরুরি ভিত্তিতে ব্যবস্থাপনা, জাতীয় সুরক্ষার দায়িত্ব রয়েছে পাবলিক সেফটি দফতরের ৷ তারা জানিয়েছে এই ভিডিয়োটি আপত্তিকর ৷ কানাডার নাগরিকদের মধ্যে হিংসা উসকে দেওয়াই এর মূল উদ্দেশ্য ৷ তবে দেশে এর জায়গা নেই ৷

  • 2/2: Acts of aggression, hate, intimidation or incitement of fear have no place in this country and only serve to divide us. We urge all Canadians to respect one another and follow the rule of law. Canadians deserve to feel safe in their communities.

    — Public Safety Canada (@Safety_Canada) September 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সামাজিক মাধ্যমে পাবলিক সেফটি দফতর লিখেছে, "আমরা কানাডার নাগরিকদের কাছে আর্জি জানাচ্ছি, আপনারা একে অপরের প্রতি শ্রদ্ধা বজায় রাখুন ৷ আইনের নিয়ম মেনে চলুন ৷ প্রতিটি সম্প্রদায় যেন নিরাপদে থাকে ৷ এটা তাদের অধিকার ৷"

এদিকে খালিস্তানপন্থী এক নেতার হত্যা নিয়ে ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন চলছে ৷ এবছরের 18 জুন কানাডায় খুন হন নিষিদ্ধ খালিস্তানি সংগঠনের নেতা হরদীপ সিং নিজ্জার ৷ নিজ্জার ভারতে মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত ছিল ৷ এনআইএ তাঁর সন্ধানে কয়েক লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল ৷ কিন্তু তিনি কানাডার নাগরিক ছিলেন ৷ দু'জন দুষ্কৃতী ব্রিটিশ কলাম্বিয়ায় একটি গুরুদ্বারার বাইরে তাঁকে গুলি করে হত্যা করে ৷

তাঁর মৃত্যুতে ভারতের এজেন্সি জড়িত বলে বিস্ফোরক অভিযোগ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ তবে এই অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে পালটা অভিযোগ করেছে ভারত সরকার ৷ কানাডায় জঙ্গি সংগঠনের সদস্যরা আশ্রয় পাচ্ছে বলেও অভিযোগ করেছে ভারত ৷

আরও পড়ুন: হরদীপ-হত্যায় ঘুরপথে ফের ভারতকে নিশানা করেও একসঙ্গে পথচলার বার্তা ট্রুডোর

দুই দেশের এই দ্বন্দ্বের মাঝে কানাডায় ভারতের এক শীর্ষ কূটনীতিককেও বহিষ্কার করা হয়েছে ৷ এর পালটা জবাবে 19 সেপ্টেম্বর ভারতে থাকা কানাডার এক শীর্ষ কূটনীতিককেও বহিষ্কার করেছে বিদেশমন্ত্রক ৷

টরেন্টো, 22 সেপ্টেম্বর: দেশে ঘৃণার কোনও স্থান নেই ৷ শুক্রবার এমনটাই জানাল কানাডা সরকার ৷ সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ তাতে হিন্দুদের কানাডা ছেড়ে চলে যাওয়ার কথা জানানো হচ্ছে ৷ এই প্রসঙ্গে দেশের সরকার সাফ জানিয়েছে, কোনও হিংসা, ঘৃণা, হুমকি দেওয়া, ভয় পাওয়ানোর জায়গা নেই কানাডায় ৷

সামাজিক মাধ্যম এক্সে (টুইটার) কানাডার নিরাপত্তা দফতর এই বিষয়টি জানিয়েছে ৷ দেশের জনগণের সুরক্ষা, জরুরি ভিত্তিতে ব্যবস্থাপনা, জাতীয় সুরক্ষার দায়িত্ব রয়েছে পাবলিক সেফটি দফতরের ৷ তারা জানিয়েছে এই ভিডিয়োটি আপত্তিকর ৷ কানাডার নাগরিকদের মধ্যে হিংসা উসকে দেওয়াই এর মূল উদ্দেশ্য ৷ তবে দেশে এর জায়গা নেই ৷

  • 2/2: Acts of aggression, hate, intimidation or incitement of fear have no place in this country and only serve to divide us. We urge all Canadians to respect one another and follow the rule of law. Canadians deserve to feel safe in their communities.

    — Public Safety Canada (@Safety_Canada) September 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সামাজিক মাধ্যমে পাবলিক সেফটি দফতর লিখেছে, "আমরা কানাডার নাগরিকদের কাছে আর্জি জানাচ্ছি, আপনারা একে অপরের প্রতি শ্রদ্ধা বজায় রাখুন ৷ আইনের নিয়ম মেনে চলুন ৷ প্রতিটি সম্প্রদায় যেন নিরাপদে থাকে ৷ এটা তাদের অধিকার ৷"

এদিকে খালিস্তানপন্থী এক নেতার হত্যা নিয়ে ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন চলছে ৷ এবছরের 18 জুন কানাডায় খুন হন নিষিদ্ধ খালিস্তানি সংগঠনের নেতা হরদীপ সিং নিজ্জার ৷ নিজ্জার ভারতে মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত ছিল ৷ এনআইএ তাঁর সন্ধানে কয়েক লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল ৷ কিন্তু তিনি কানাডার নাগরিক ছিলেন ৷ দু'জন দুষ্কৃতী ব্রিটিশ কলাম্বিয়ায় একটি গুরুদ্বারার বাইরে তাঁকে গুলি করে হত্যা করে ৷

তাঁর মৃত্যুতে ভারতের এজেন্সি জড়িত বলে বিস্ফোরক অভিযোগ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ তবে এই অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে পালটা অভিযোগ করেছে ভারত সরকার ৷ কানাডায় জঙ্গি সংগঠনের সদস্যরা আশ্রয় পাচ্ছে বলেও অভিযোগ করেছে ভারত ৷

আরও পড়ুন: হরদীপ-হত্যায় ঘুরপথে ফের ভারতকে নিশানা করেও একসঙ্গে পথচলার বার্তা ট্রুডোর

দুই দেশের এই দ্বন্দ্বের মাঝে কানাডায় ভারতের এক শীর্ষ কূটনীতিককেও বহিষ্কার করা হয়েছে ৷ এর পালটা জবাবে 19 সেপ্টেম্বর ভারতে থাকা কানাডার এক শীর্ষ কূটনীতিককেও বহিষ্কার করেছে বিদেশমন্ত্রক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.