নিউইয়র্ক, 13 সেপ্টেম্বর: মার্কিন মুলুকে পেট্রলিংয়ের সময় পুলিশের গাড়ির ধাক্কা ভারতীয় ছাত্রীকে ৷ সেই নিয়ে ফোনে মশকরা অন্য পুলিশের ৷ তদন্তের মুখে সিয়াটেল পুলিশ বিভাগের একজন আধিকারিক ৷ মৃত ছাত্রীর নাম জাহ্নবী কান্দুলা ৷ সাউথ লেক ইউনিয়নের নর্থ-ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে পড়তেন 23 বছর বয়সি ওই ছাত্রী ৷
23 জানুয়ারি ডেক্সটার অ্যাভিনিউ নর্থ এবং থমাস স্ট্রিটের ধরে হাঁটছিলেন তিনি ৷ সেই সময় সিয়াটেল পুলিশের গাড়ি চালাচ্ছিলেন কেভিন ডেভ ৷ তিনি গাড়ি নিয়ে সোজা গিয়ে ধাক্কা মারেন জাহ্নবীকে ৷ দুর্ঘটনা এবং সেটিকে নিয়ে মশকরা করার ভিডিয়ো ধরা পড়েছে পুলিশের বডি ক্যামেরায় ৷ সেই ভিডিয়োর জেরে সিয়াটেল পুলিশ বিভাগের ওই আধিকারিককে তদন্তের সম্মুখীনও হতে হয়েছে ৷
সংক্ষিপ্ত ভিডিয়োতে ক্লিপটিতে সিয়াটল পুলিশ অফিসার্স গিল্ডের ভাইস প্রেসিডেন্টকে গাড়ি চালাতে দেখা গিয়েছে ৷ তিনি সেই সময় ফোনে ছাত্রীর মৃত্যু নিয়ে গিল্ডের প্রেসিডেন্ট মাইক সোলানের সঙ্গে কথা বলছিলেন ৷ ভারতীয়ে ছাত্রীর উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, ওর মূল্য সীমিত ৷ কেআইআরও 7 নিউজ চ্যানেলে বুধবার প্রতিবেদনে এমনটাই প্রকাশিত হয়েছে। অডেরা এও জানায় যে, সে মারা গিয়েছে ৷
এটি বলার কিছুক্ষণ পরে অডেরা হাসেন এবং জাহ্নবীকে উল্লেখ করে বলেন, সে একজন নিয়মিত ব্যক্তি । তিনি তারপর বলেন, শুধু 11 হাজার মার্কিন ডলারের একটি চেক লিখুন ৷ বয়স 26 বছর, তাঁর সেরকম মূল্য নেই । অডেরার আরও উল্লেখ করেছেন যে ডেভ 50 (ঘণ্টায় মাইল) যাচ্ছিলেন ৷ উল্লেখ করেছেন যে একজন প্রশিক্ষিত ড্রাইভারের জন্য এই গতি নিয়ন্ত্রণের বাইরে নয় ।
জুন মাসে প্রকাশিত একটি পুলিশ তদন্তের রিপোর্টে দেখা গিয়েছে, জাহ্নবীকে যখন ধাক্কা মারে ডেভ আসলে 25 মাইলের জায়গায় 74 মাইল প্রতি ঘণ্টা বেগে গাড়ি চালাচ্ছিলেন ৷ সেসময় তিনি ফোনে কথাও বলছিলেন ৷ জাহ্নবীকে ধাক্কা দিলে 100 ফুটেরও বেশি দূরে গিয়ে পড়ে যান এই ছাত্রী ।
আরও পড়ুন: ভরতপুরে মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত 11, জখম 12 ; শোকজ্ঞাপন মোদির
জাহ্নবী কান্দুলা ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার আদোনির বাসিন্দা ৷ ভারত থেকে 2021 সালে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন তিনি। তাঁর কাকা অশোক মান্ডুলা যিনি টেক্সাসে বসবাস করেন, তিনি সিয়াটল টাইমসকে বলেছেন, "এ নিয়ে পরিবারের বলার কিছু নেই ৷ তবে আমি ভাবছি ওই আধিকারিকের মেয়ে বা নাতনিদের মূল্য আছে কি না। একটি জীবন জীবনই সে যে কারও হোক ।"
(সংবাদ সংস্থা-আইএএনএস)