ETV Bharat / international

Indian-American Techie: নিখোঁজ ভারতীয়-আমেরিকান ইঞ্জিনিয়ারের দেহ মিলল মেরিল্যান্ডের হ্রদে - অঙ্কিত বাগাই

এই মাসের শুরুতে নিখোঁজ হয়ে যান 30 বছর বয়সি ভারতীয় আমেরিকান সফটওয়্যার ইঞ্জিনিয়ার ৷ তাঁকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে মেরিল্যান্ডের একটি ছোট হ্রদে । যুবকের নাম অঙ্কিত বাগাই ৷

Indian American software engineer
ভারতীয় আমেরিকান ইঞ্জিনিয়ার
author img

By

Published : Apr 20, 2023, 10:38 AM IST

নিউইয়র্ক, 20 এপ্রিল: 9 এপ্রিল নিখোঁজ হয়ে গিয়েছিলেন 30 বছর বয়সি ভারতীয় আমেরিকান সফটওয়্যার ইঞ্জিনিয়ার ৷ মঙ্গলবার তাঁর দেহ মিলেছে মেরিল্যান্ডের একটি ছোট হ্রদ থেকে ৷ দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ । মৃতের নাম অঙ্কিত বাগাই ৷ জানা গিয়েছে, চার্চিল লেকে দেহটিকে ভাসতে দেখা যায় ৷ এরপরই আধিকারিকদের ডাকা হয় দেহটিকে উদ্ধারের জন্য ।

মন্টগোমারি পুলিশ জানিয়েছে, দেহটি উদ্ধার করে চিফ মেডিক্যাল পরীক্ষকের অফিসে নিয়ে যাওয়া হয়েছে ৷ পরীক্ষার পর জানা যায় দেহটি জার্মানটাউনের বাসিন্দা অঙ্কিত বাগাইয়ের ৷ তবে দেহে আঘাতের কোনও চিহ্ন মেলেনি । মৃত্যুর ক্ষেত্রে কোনও ধরনের অস্বাভাবিকতাও ধরা পডে়নি ৷ কীভাবে মৃত্যু হল তা জানতে বেশ কয়েকটি পরীক্ষা করা হয়েছে। বিভিন্ন দিক থেকে পরীক্ষা চালিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক নিশ্চিত এই মৃত্যুর নেপথ্যে সন্দেহজনক কিছু নেই । অঙ্কিতের পরিবার সূত্রে খবর, প্যান্থার্স রিজ ড্রাইভের 12 হাজার ব্লকে তাঁকে শেষ দেখা গিয়েছিল।

পরিবারের তরফে আরও জানানো হয়েছে, অঙ্কিত বেশ কয়েকটি জীবন রক্ষাকারী ওষুধ খেয়েছিলেন । অন্যদিকে, একটি ফেসবুক পেজ তৈরি করা হয়েছিল অঙ্কিতকে খুঁজতে ৷ অঙ্কিতের পরিবার মার্কিন মুদ্রায় পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিল তাঁর খোঁজ দিতে পারলে ৷ কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ হল। শেষমেশ অঙ্কিত বাগাইয়ের মৃতদেহ উদ্ধার হল মেরিল্যান্ডে।

তাঁর দেহ উদ্ধারের পর ওই ফেসবুক পেজে জানানো হয়েছে, ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্সে অঙ্কিতের শেষকৃত্য হবে । পোস্টে লেখা,"ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের একজন সফল সফটওয়্যার ইঞ্জিনিয়ার অঙ্কিত। পাশাপাশি গলফের প্রতি তাঁর ছিল অসীম উৎসাহ ৷ টাইগার উডস তাঁর পছন্দের গলফার ৷ তাঁর পরিবারের চেয়ে এগুলি অঙ্কিতের কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল । তাঁকে একজন সহজ-সরল, আবেগপ্রবণ এবং স্নেহশীল ছেলে, ভাই, ভগ্নিপতি, ভাগ্নে, আত্মীয় এবং বন্ধু হিসাবে স্মরণ করা হবে ৷"

আরও পড়ুন: ইয়েমেনে রমজানের অনুষ্ঠানে ভিড় সামলাতে গুলি, আতঙ্কে পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে 78

নিউইয়র্ক, 20 এপ্রিল: 9 এপ্রিল নিখোঁজ হয়ে গিয়েছিলেন 30 বছর বয়সি ভারতীয় আমেরিকান সফটওয়্যার ইঞ্জিনিয়ার ৷ মঙ্গলবার তাঁর দেহ মিলেছে মেরিল্যান্ডের একটি ছোট হ্রদ থেকে ৷ দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ । মৃতের নাম অঙ্কিত বাগাই ৷ জানা গিয়েছে, চার্চিল লেকে দেহটিকে ভাসতে দেখা যায় ৷ এরপরই আধিকারিকদের ডাকা হয় দেহটিকে উদ্ধারের জন্য ।

মন্টগোমারি পুলিশ জানিয়েছে, দেহটি উদ্ধার করে চিফ মেডিক্যাল পরীক্ষকের অফিসে নিয়ে যাওয়া হয়েছে ৷ পরীক্ষার পর জানা যায় দেহটি জার্মানটাউনের বাসিন্দা অঙ্কিত বাগাইয়ের ৷ তবে দেহে আঘাতের কোনও চিহ্ন মেলেনি । মৃত্যুর ক্ষেত্রে কোনও ধরনের অস্বাভাবিকতাও ধরা পডে়নি ৷ কীভাবে মৃত্যু হল তা জানতে বেশ কয়েকটি পরীক্ষা করা হয়েছে। বিভিন্ন দিক থেকে পরীক্ষা চালিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক নিশ্চিত এই মৃত্যুর নেপথ্যে সন্দেহজনক কিছু নেই । অঙ্কিতের পরিবার সূত্রে খবর, প্যান্থার্স রিজ ড্রাইভের 12 হাজার ব্লকে তাঁকে শেষ দেখা গিয়েছিল।

পরিবারের তরফে আরও জানানো হয়েছে, অঙ্কিত বেশ কয়েকটি জীবন রক্ষাকারী ওষুধ খেয়েছিলেন । অন্যদিকে, একটি ফেসবুক পেজ তৈরি করা হয়েছিল অঙ্কিতকে খুঁজতে ৷ অঙ্কিতের পরিবার মার্কিন মুদ্রায় পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিল তাঁর খোঁজ দিতে পারলে ৷ কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ হল। শেষমেশ অঙ্কিত বাগাইয়ের মৃতদেহ উদ্ধার হল মেরিল্যান্ডে।

তাঁর দেহ উদ্ধারের পর ওই ফেসবুক পেজে জানানো হয়েছে, ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্সে অঙ্কিতের শেষকৃত্য হবে । পোস্টে লেখা,"ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের একজন সফল সফটওয়্যার ইঞ্জিনিয়ার অঙ্কিত। পাশাপাশি গলফের প্রতি তাঁর ছিল অসীম উৎসাহ ৷ টাইগার উডস তাঁর পছন্দের গলফার ৷ তাঁর পরিবারের চেয়ে এগুলি অঙ্কিতের কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল । তাঁকে একজন সহজ-সরল, আবেগপ্রবণ এবং স্নেহশীল ছেলে, ভাই, ভগ্নিপতি, ভাগ্নে, আত্মীয় এবং বন্ধু হিসাবে স্মরণ করা হবে ৷"

আরও পড়ুন: ইয়েমেনে রমজানের অনুষ্ঠানে ভিড় সামলাতে গুলি, আতঙ্কে পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে 78

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.