ETV Bharat / international

Kabul Gurdwara attack: কাবুলে গুরুদ্বারে জঙ্গি হানা, বিস্ফোরণে মৃত 2, নজর রাখছে ভারত - two died in blasts at gurudwara in Afghanistans Kabul

আফগানিস্তানের রাজধানী কাবুলের এক গুরুদ্বারে জঙ্গি হামলায় কমপক্ষে 2 জনের মৃত্যু হয়েছে (two died in blasts at gurudwara in Afghanistans Kabul) ৷ আহত হয়েছেন সাত জন ৷ মৃতদের মধ্যে একজন শিখ ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জঙ্গিগোষ্ঠী আইএস খোরসান এই বিস্ফোরণ ঘটিয়েছে ৷

Kabul  blast
কাবুলে গুরুদ্বারে জঙ্গি হানা
author img

By

Published : Jun 18, 2022, 3:26 PM IST

Updated : Jun 18, 2022, 3:50 PM IST

কাবুল, 18 জুন : আফগানিস্তানের রাজধানী কাবুলের এক গুরুদ্বারে জঙ্গি হামলায় কমপক্ষে 2 জনের মৃত্যু হয়েছে (two died in blasts at gurudwara in Afghanistans Kabul) ৷ মৃতদের মধ্যে একজন শিখ ও একজন নিরাপত্তারক্ষী রয়েছেন বলে খবর ৷ আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ অসমর্থিত সূত্রে খবর, বেশ কয়েকজন আটকে রয়েছেন ওই গুরুদ্বারে ৷ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত ৷ বিদেশমন্ত্রক জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ৷

জানা গিয়েছে, শনিবার সকালে কাবুলের কর্তে পরওয়ান এলাকায় স্থিত ওই গুরুদ্বারের একেবারে সামনে বিস্ফোরণ হয় ৷ একাধিক বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গিয়েছে ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জঙ্গিগোষ্ঠী আইএস খোরসান এই বিস্ফোরণ ঘটিয়েছে ৷ এই বিস্ফোরণে যে শিখ ধর্মাবলম্বীর মৃত্যু হয়েছে তাঁর নাম সওয়িন্দর সিং (60) বলে জানা গিয়েছে ৷ তিনি গজনি প্রদেশের বাসিন্দা ৷

আফগান আভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র আবদুল নফি টেকর জানিয়েছেন, ওই এলাকায় আক্রমণকারীদের সঙ্গে তালিবান যোদ্ধাদের গুলির লড়াই হয়েছে ৷ তাঁর দাবি, গুরুদ্বারের বাইরে প্রথমে যে বিস্ফোরণ হয় তাতে কেউ হতাহত হননি ৷ কিন্তু পরে এক জঙ্গি গুরুদ্বারের গেটের কাছে গ্রেনেড নিয়ে হামলা চালায় তাতে মৃত্যু হয় একজনের, আহত হন সাতজন ৷ আগুনও ধরে যায় ৷

  • The cowardly attack on Gurudwara Karte Parwan should be condemned in the strongest terms by all.

    We have been closely monitoring developments since the news of the attack was received. Our first and foremost concern is for the welfare of the community. https://t.co/ocfuY0RBhN

    — Dr. S. Jaishankar (@DrSJaishankar) June 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, এই ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল নয়াদিল্লি ৷ পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ৷ ঘটনার নিন্দা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও ৷

আরও পড়ুন : 2 বিজেপি কর্মীর 'আপত্তিকর' মন্তব্যের নিন্দায় সরব আমেরিকা

কাবুল, 18 জুন : আফগানিস্তানের রাজধানী কাবুলের এক গুরুদ্বারে জঙ্গি হামলায় কমপক্ষে 2 জনের মৃত্যু হয়েছে (two died in blasts at gurudwara in Afghanistans Kabul) ৷ মৃতদের মধ্যে একজন শিখ ও একজন নিরাপত্তারক্ষী রয়েছেন বলে খবর ৷ আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ অসমর্থিত সূত্রে খবর, বেশ কয়েকজন আটকে রয়েছেন ওই গুরুদ্বারে ৷ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত ৷ বিদেশমন্ত্রক জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ৷

জানা গিয়েছে, শনিবার সকালে কাবুলের কর্তে পরওয়ান এলাকায় স্থিত ওই গুরুদ্বারের একেবারে সামনে বিস্ফোরণ হয় ৷ একাধিক বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গিয়েছে ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জঙ্গিগোষ্ঠী আইএস খোরসান এই বিস্ফোরণ ঘটিয়েছে ৷ এই বিস্ফোরণে যে শিখ ধর্মাবলম্বীর মৃত্যু হয়েছে তাঁর নাম সওয়িন্দর সিং (60) বলে জানা গিয়েছে ৷ তিনি গজনি প্রদেশের বাসিন্দা ৷

আফগান আভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র আবদুল নফি টেকর জানিয়েছেন, ওই এলাকায় আক্রমণকারীদের সঙ্গে তালিবান যোদ্ধাদের গুলির লড়াই হয়েছে ৷ তাঁর দাবি, গুরুদ্বারের বাইরে প্রথমে যে বিস্ফোরণ হয় তাতে কেউ হতাহত হননি ৷ কিন্তু পরে এক জঙ্গি গুরুদ্বারের গেটের কাছে গ্রেনেড নিয়ে হামলা চালায় তাতে মৃত্যু হয় একজনের, আহত হন সাতজন ৷ আগুনও ধরে যায় ৷

  • The cowardly attack on Gurudwara Karte Parwan should be condemned in the strongest terms by all.

    We have been closely monitoring developments since the news of the attack was received. Our first and foremost concern is for the welfare of the community. https://t.co/ocfuY0RBhN

    — Dr. S. Jaishankar (@DrSJaishankar) June 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, এই ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল নয়াদিল্লি ৷ পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ৷ ঘটনার নিন্দা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও ৷

আরও পড়ুন : 2 বিজেপি কর্মীর 'আপত্তিকর' মন্তব্যের নিন্দায় সরব আমেরিকা

Last Updated : Jun 18, 2022, 3:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.