ETV Bharat / international

Joe Biden Dog Commander: কী কাণ্ড ! হোয়াইট হাউজে সিক্রেট সার্ভিস এজেন্টকে কামড় বাইডেনের পোষ্য কুকুরের - কী কাণ্ড

হোয়াইট হাউসে সিক্রেট সার্ভিস এজেন্টকে কামড়ে দিল বাইডেনের কুকুর কমান্ডার ৷ এই নিয়ে 11 জনকে কামড়ানোর ঘটনা ঘটিয়েছে জার্মান শেফার্ডটি ৷

Biden dog bites Secret Service agent
বাইডেনের কুকুর কমান্ডার
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 1:01 PM IST

ওয়াশিংটন, 27 সেপ্টেম্বর: হোয়াইট হাউজের এক সিক্রেট সার্ভিস এজেন্টকে কামড়ে দিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দু'বছর বয়সি পোষ্য সারমেয় কমান্ডার ৷ জার্মান শেফার্ডটি এই নিয়ে 11 জনকে কামড়ে দিল ৷ জানা গিয়েছে, সোমবার রাত 8টার দিকে একজন সিক্রেট সার্ভিস ইউনিফর্মড ডিভিশনের পুলিশ অফিসার প্রেসিডেন্টের পরিবারের পোষ্যের কাছাকাছি এসেছিলেন ৷ সেসময় মার্কিন প্রেসিডেন্টের পোষ্য তাঁকে কামড়ে দেয় । সঙ্গে সঙ্গে ওই আধিকারিকের চিকিৎসা করা হয় ৷ এমনটাই মঙ্গলবার সিএনএনকে ইউএসএসএসের যোগাযোগের প্রধান অ্যান্টনি গুগলিয়েলমি বলেছেন ।

আহত অফিসার মঙ্গলবার সিক্রেট সার্ভিস ইউনিফর্মড ডিভিশনের চিফ আলফোনসো এম ডাইসন সিনিয়রের সঙ্গে কথা বলেছেন ৷ গুগলিয়েলমি বলেছেন, "এখন ওই আধিকারিক সুস্থ আছেন ।" সিএনএন-এর দাবি, কমান্ডার কুকুরটি হোয়াইট হাউস এবং ডেলাওয়্যারে কমপক্ষে 11 জনকে কামড় দিয়েছে ৷ 2022 সালের নভেম্বরের প্রেসিডেন্ট বাইডেনের এই পোষ্যটি এক অফিসারের হাত ও ঊরুতে আঘাত করে ৷ এর জেরে চোট লাগায় ওই আধিকারিককে হাসপাতালে পর্যন্ত ভরতি করতে হয়েছিল ।

জুলাই মাসে হোয়াইট হাউসের আধিকারিকরা জানিয়েছিলেন, এই ঘটনার পরে পরিবারের পোষ্যদের জন্য নতুন প্রশিক্ষণ পদ্ধতি এবং লিজিং প্রোটোকল তৈরি করা হয়েছে । ফার্স্ট লেডির কমিউনিকেশন ডিরেক্টর এলিজাবেথ আলেকজান্ডার সিএনএনকে বলেন, "প্রেসিডেন্টের পরিবার কমান্ডারকে বাগে আনার জন্য হোয়াইট হাউসের মাঠে তাকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ করাচ্ছে ৷" কমান্ডারের নতুন প্রশিক্ষণ হয়েছে কি না, বা আরও কোনও ব্যবস্থা নেওয়া হবে কি না; জানতে চাইলে এমনটাই বলেন তিনি ৷

আরও পড়ুন: প্রেসিডেন্ট পদের দৌড়ে ট্রাম্পের চেয়ে 10 পয়েন্ট পিছিয়ে বাইডেন, বলছে নয়া সমীক্ষা

তবে শুধু কমান্ডার নয়, বাইডেনের আরেক কুকুর মেজর হোয়াইট হাউজে বেশ কয়েকজনকে কামড়ে দিয়েছে । জার্মান শেফার্ডটিকে এরপরেই হোয়াইট হাউজ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তারপরে তার জায়গায় নিয়ে আসা হয় কমান্ডারকে ৷ 2021 সালে কমান্ডার হোয়াইট হাউজে আসে ।

ওয়াশিংটন, 27 সেপ্টেম্বর: হোয়াইট হাউজের এক সিক্রেট সার্ভিস এজেন্টকে কামড়ে দিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দু'বছর বয়সি পোষ্য সারমেয় কমান্ডার ৷ জার্মান শেফার্ডটি এই নিয়ে 11 জনকে কামড়ে দিল ৷ জানা গিয়েছে, সোমবার রাত 8টার দিকে একজন সিক্রেট সার্ভিস ইউনিফর্মড ডিভিশনের পুলিশ অফিসার প্রেসিডেন্টের পরিবারের পোষ্যের কাছাকাছি এসেছিলেন ৷ সেসময় মার্কিন প্রেসিডেন্টের পোষ্য তাঁকে কামড়ে দেয় । সঙ্গে সঙ্গে ওই আধিকারিকের চিকিৎসা করা হয় ৷ এমনটাই মঙ্গলবার সিএনএনকে ইউএসএসএসের যোগাযোগের প্রধান অ্যান্টনি গুগলিয়েলমি বলেছেন ।

আহত অফিসার মঙ্গলবার সিক্রেট সার্ভিস ইউনিফর্মড ডিভিশনের চিফ আলফোনসো এম ডাইসন সিনিয়রের সঙ্গে কথা বলেছেন ৷ গুগলিয়েলমি বলেছেন, "এখন ওই আধিকারিক সুস্থ আছেন ।" সিএনএন-এর দাবি, কমান্ডার কুকুরটি হোয়াইট হাউস এবং ডেলাওয়্যারে কমপক্ষে 11 জনকে কামড় দিয়েছে ৷ 2022 সালের নভেম্বরের প্রেসিডেন্ট বাইডেনের এই পোষ্যটি এক অফিসারের হাত ও ঊরুতে আঘাত করে ৷ এর জেরে চোট লাগায় ওই আধিকারিককে হাসপাতালে পর্যন্ত ভরতি করতে হয়েছিল ।

জুলাই মাসে হোয়াইট হাউসের আধিকারিকরা জানিয়েছিলেন, এই ঘটনার পরে পরিবারের পোষ্যদের জন্য নতুন প্রশিক্ষণ পদ্ধতি এবং লিজিং প্রোটোকল তৈরি করা হয়েছে । ফার্স্ট লেডির কমিউনিকেশন ডিরেক্টর এলিজাবেথ আলেকজান্ডার সিএনএনকে বলেন, "প্রেসিডেন্টের পরিবার কমান্ডারকে বাগে আনার জন্য হোয়াইট হাউসের মাঠে তাকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ করাচ্ছে ৷" কমান্ডারের নতুন প্রশিক্ষণ হয়েছে কি না, বা আরও কোনও ব্যবস্থা নেওয়া হবে কি না; জানতে চাইলে এমনটাই বলেন তিনি ৷

আরও পড়ুন: প্রেসিডেন্ট পদের দৌড়ে ট্রাম্পের চেয়ে 10 পয়েন্ট পিছিয়ে বাইডেন, বলছে নয়া সমীক্ষা

তবে শুধু কমান্ডার নয়, বাইডেনের আরেক কুকুর মেজর হোয়াইট হাউজে বেশ কয়েকজনকে কামড়ে দিয়েছে । জার্মান শেফার্ডটিকে এরপরেই হোয়াইট হাউজ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তারপরে তার জায়গায় নিয়ে আসা হয় কমান্ডারকে ৷ 2021 সালে কমান্ডার হোয়াইট হাউজে আসে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.