ETV Bharat / international

খালিস্তানপন্থী নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন খুনের চক্রান্তে যুক্ত নিখিল গুপ্তা ! অভিযোগ আমেরিকার

Indictment of Nikhil Gupta over plot to kill Sikh separatist Pannun: খালিস্তানপন্থী শিখ নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন খুনের ষড়যন্ত্রে জড়িত ভারতীয় নিখিল গুপ্তা ৷ তার বিরুদ্ধে খুনের চক্রান্তে যুক্ত থাকার অভিযোগ এনেছে স্বয়ং মার্কিন প্রশাসন ৷ অভিযুক্ত ভারতীয় এখন কারাগারে বন্দি ৷

ETV Bharat
খালিস্তানপন্থী শিখ নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 16, 2023, 2:04 PM IST

ওয়াশিংটন ডিসি, 16 ডিসেম্বর: খালিস্তানপন্থী সংগঠন শিখ ফর জাস্টিসের নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুনকে খুনের পরিকল্পনায় অভিযুক্ত ভারতীয় নিখিল গুপ্তা ৷ এসএফজে নেতা পান্নুন আমেরিকার নাগরিক ৷ তাই এই খুনের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে আমেরিকা ৷ 29 নভেম্বর দেশের সরকারি আইনজীবীরা, নিখিল গুপ্তার বিরুদ্ধে এই চক্রান্তে যুক্ত থাকার অভিযোগ আনে ৷

এ নিয়ে বাইডেন প্রশাসনের কাছ থেকে জানতে চান পাঁচজন ভারতীয়-আমেরিকান মার্কিন কংগ্রেস সদস্য- অ্যামি বেরা, প্রমীলা জয়পাল, রো খান্না, রাজা কৃষ্ণমূর্তি এবং শ্রী থানেদার ৷ মার্কিন প্রশাসন এই পাঁচ কংগ্রেস সদস্যকে নিখিল গুপ্তার অভিযোগ সম্পর্কে সংক্ষিপ্ত বিবৃতি পাঠিয়েছে ৷ সেই বিবৃতি নিয়ে আরেকটি বিবৃতি যুগ্মভাবে প্রকাশ করলেন অ্যামি বেরা, প্রমীলা জয়পাল, রো খান্না, রাজা কৃষ্ণমূর্তি এবং শ্রী থানেদার ৷

তাতে পাঁচ ভারতীয়-আমেরিকান মার্কিন সদস্য জানিয়েছেন, "আমরা কংগ্রেসের সদস্য ৷ তাই আমাদের দেশের নাগরিকদের সুরক্ষা এবং ভালো থাকাকে গুরুত্ব দেব ৷ ভারতীয়ের বিরুদ্ধে যে অভিযোগগুলি আনা হয়েছে, তা অত্যন্ত দুশ্চিন্তার ৷ ভারত সরকার এই খুনের ষড়যন্ত্রে একটি অনুসন্ধান কমিটি গঠন করবে বলে ঘোষণা করেছে ৷ আমরা এই ঘোষণাকে স্বাগত জানাচ্ছি ৷ এটা খুব জটিল যে ভারত পুরো তদন্ত করবে ৷ এই খুনের চক্রান্তে যাঁরা জড়িত তাঁদের খুঁজে বের করবে ৷ এমনকী তাঁদের মধ্যে ভারতীয় আধিকারিক থাকলেও ৷ পাশাপাশি ভারতকে এই আশ্বাস দিতে হবে যে, এই ঘটনা আর কখনও ঘটবে না ৷"

ভারত-আমেরিকার প্রসঙ্গ সম্পর্কে তাঁরা জানান, "আমরা বিশ্বাস করি, ভারত-আমেরিকার মধ্যে সম্পর্ক আমাদের দুই দেশের নাগরিকদের উপর যথেষ্ট অর্থপূর্ণ প্রভাব ফেলেছে ৷ আমরা চিন্তিত, যে অভিযোগগুলির কথা উল্লেখ করা হয়েছে, সেগুলি যদি যথেষ্ট সচেতনতা নিয়ে খতিয়ে দেখা না-হয়, তাহলে এই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে ৷"

নিখিল গুপ্তার বিরুদ্ধে অভিযোগ, 52 বছর বয়সি এই ভারতীয় খুনি ভাড়া করেছিলেন ৷ এর জন্য সর্বোচ্চ 10 বছর পর্যন্ত জেল হতে পারে ৷ আর এই ষড়যন্ত্রের জন্যও সবচেয়ে বেশি 10 বছর জেল হতে পারে ৷

মার্কিন প্রশাসনের অভিযোগ, নিখিল গুপ্তা নিউ ইয়র্কে বসবাসকারী খালিস্তানপন্থী শিখ নেতাকে খুন করতে 1 লক্ষ মার্কিন ডলার দিতে রাজি হয়েছিলেন ৷ মার্কিন প্রশাসনের অনুরোধে 30 জুন চেজ রিপাবলিক থেকে নিখিল গুপ্তাকে গ্রেফতার করা হয় ৷ ইতিমধ্যে ভারত একটি উচ্চস্তরীয় তদন্ত কমিটি গঠন করেছে ৷ খালিস্তানপন্থী সংগঠন শিখ ফর জাস্টিসের নেতা পান্নুন মার্কিন প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. এবার মার্কিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বন্দুকবাজের হামলা! একাধিক মৃত্যু
  2. শীতকালীন অধিবেশনের মাঝেই সংসদ ভবন উড়িয়ে দেওয়ার হুমকি পান্নুনের
  3. 'ভারতে বিশ্বকাপ ফাইনালের দিন বিশ্ব সন্ত্রাসের খেলা দেখবে', হুমকি বিচ্ছিন্নতাবাদী শিখ নেতার

ওয়াশিংটন ডিসি, 16 ডিসেম্বর: খালিস্তানপন্থী সংগঠন শিখ ফর জাস্টিসের নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুনকে খুনের পরিকল্পনায় অভিযুক্ত ভারতীয় নিখিল গুপ্তা ৷ এসএফজে নেতা পান্নুন আমেরিকার নাগরিক ৷ তাই এই খুনের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে আমেরিকা ৷ 29 নভেম্বর দেশের সরকারি আইনজীবীরা, নিখিল গুপ্তার বিরুদ্ধে এই চক্রান্তে যুক্ত থাকার অভিযোগ আনে ৷

এ নিয়ে বাইডেন প্রশাসনের কাছ থেকে জানতে চান পাঁচজন ভারতীয়-আমেরিকান মার্কিন কংগ্রেস সদস্য- অ্যামি বেরা, প্রমীলা জয়পাল, রো খান্না, রাজা কৃষ্ণমূর্তি এবং শ্রী থানেদার ৷ মার্কিন প্রশাসন এই পাঁচ কংগ্রেস সদস্যকে নিখিল গুপ্তার অভিযোগ সম্পর্কে সংক্ষিপ্ত বিবৃতি পাঠিয়েছে ৷ সেই বিবৃতি নিয়ে আরেকটি বিবৃতি যুগ্মভাবে প্রকাশ করলেন অ্যামি বেরা, প্রমীলা জয়পাল, রো খান্না, রাজা কৃষ্ণমূর্তি এবং শ্রী থানেদার ৷

তাতে পাঁচ ভারতীয়-আমেরিকান মার্কিন সদস্য জানিয়েছেন, "আমরা কংগ্রেসের সদস্য ৷ তাই আমাদের দেশের নাগরিকদের সুরক্ষা এবং ভালো থাকাকে গুরুত্ব দেব ৷ ভারতীয়ের বিরুদ্ধে যে অভিযোগগুলি আনা হয়েছে, তা অত্যন্ত দুশ্চিন্তার ৷ ভারত সরকার এই খুনের ষড়যন্ত্রে একটি অনুসন্ধান কমিটি গঠন করবে বলে ঘোষণা করেছে ৷ আমরা এই ঘোষণাকে স্বাগত জানাচ্ছি ৷ এটা খুব জটিল যে ভারত পুরো তদন্ত করবে ৷ এই খুনের চক্রান্তে যাঁরা জড়িত তাঁদের খুঁজে বের করবে ৷ এমনকী তাঁদের মধ্যে ভারতীয় আধিকারিক থাকলেও ৷ পাশাপাশি ভারতকে এই আশ্বাস দিতে হবে যে, এই ঘটনা আর কখনও ঘটবে না ৷"

ভারত-আমেরিকার প্রসঙ্গ সম্পর্কে তাঁরা জানান, "আমরা বিশ্বাস করি, ভারত-আমেরিকার মধ্যে সম্পর্ক আমাদের দুই দেশের নাগরিকদের উপর যথেষ্ট অর্থপূর্ণ প্রভাব ফেলেছে ৷ আমরা চিন্তিত, যে অভিযোগগুলির কথা উল্লেখ করা হয়েছে, সেগুলি যদি যথেষ্ট সচেতনতা নিয়ে খতিয়ে দেখা না-হয়, তাহলে এই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে ৷"

নিখিল গুপ্তার বিরুদ্ধে অভিযোগ, 52 বছর বয়সি এই ভারতীয় খুনি ভাড়া করেছিলেন ৷ এর জন্য সর্বোচ্চ 10 বছর পর্যন্ত জেল হতে পারে ৷ আর এই ষড়যন্ত্রের জন্যও সবচেয়ে বেশি 10 বছর জেল হতে পারে ৷

মার্কিন প্রশাসনের অভিযোগ, নিখিল গুপ্তা নিউ ইয়র্কে বসবাসকারী খালিস্তানপন্থী শিখ নেতাকে খুন করতে 1 লক্ষ মার্কিন ডলার দিতে রাজি হয়েছিলেন ৷ মার্কিন প্রশাসনের অনুরোধে 30 জুন চেজ রিপাবলিক থেকে নিখিল গুপ্তাকে গ্রেফতার করা হয় ৷ ইতিমধ্যে ভারত একটি উচ্চস্তরীয় তদন্ত কমিটি গঠন করেছে ৷ খালিস্তানপন্থী সংগঠন শিখ ফর জাস্টিসের নেতা পান্নুন মার্কিন প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. এবার মার্কিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বন্দুকবাজের হামলা! একাধিক মৃত্যু
  2. শীতকালীন অধিবেশনের মাঝেই সংসদ ভবন উড়িয়ে দেওয়ার হুমকি পান্নুনের
  3. 'ভারতে বিশ্বকাপ ফাইনালের দিন বিশ্ব সন্ত্রাসের খেলা দেখবে', হুমকি বিচ্ছিন্নতাবাদী শিখ নেতার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.