ওয়াশিংটন ডিসি, 16 ডিসেম্বর: খালিস্তানপন্থী সংগঠন শিখ ফর জাস্টিসের নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুনকে খুনের পরিকল্পনায় অভিযুক্ত ভারতীয় নিখিল গুপ্তা ৷ এসএফজে নেতা পান্নুন আমেরিকার নাগরিক ৷ তাই এই খুনের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে আমেরিকা ৷ 29 নভেম্বর দেশের সরকারি আইনজীবীরা, নিখিল গুপ্তার বিরুদ্ধে এই চক্রান্তে যুক্ত থাকার অভিযোগ আনে ৷
এ নিয়ে বাইডেন প্রশাসনের কাছ থেকে জানতে চান পাঁচজন ভারতীয়-আমেরিকান মার্কিন কংগ্রেস সদস্য- অ্যামি বেরা, প্রমীলা জয়পাল, রো খান্না, রাজা কৃষ্ণমূর্তি এবং শ্রী থানেদার ৷ মার্কিন প্রশাসন এই পাঁচ কংগ্রেস সদস্যকে নিখিল গুপ্তার অভিযোগ সম্পর্কে সংক্ষিপ্ত বিবৃতি পাঠিয়েছে ৷ সেই বিবৃতি নিয়ে আরেকটি বিবৃতি যুগ্মভাবে প্রকাশ করলেন অ্যামি বেরা, প্রমীলা জয়পাল, রো খান্না, রাজা কৃষ্ণমূর্তি এবং শ্রী থানেদার ৷
তাতে পাঁচ ভারতীয়-আমেরিকান মার্কিন সদস্য জানিয়েছেন, "আমরা কংগ্রেসের সদস্য ৷ তাই আমাদের দেশের নাগরিকদের সুরক্ষা এবং ভালো থাকাকে গুরুত্ব দেব ৷ ভারতীয়ের বিরুদ্ধে যে অভিযোগগুলি আনা হয়েছে, তা অত্যন্ত দুশ্চিন্তার ৷ ভারত সরকার এই খুনের ষড়যন্ত্রে একটি অনুসন্ধান কমিটি গঠন করবে বলে ঘোষণা করেছে ৷ আমরা এই ঘোষণাকে স্বাগত জানাচ্ছি ৷ এটা খুব জটিল যে ভারত পুরো তদন্ত করবে ৷ এই খুনের চক্রান্তে যাঁরা জড়িত তাঁদের খুঁজে বের করবে ৷ এমনকী তাঁদের মধ্যে ভারতীয় আধিকারিক থাকলেও ৷ পাশাপাশি ভারতকে এই আশ্বাস দিতে হবে যে, এই ঘটনা আর কখনও ঘটবে না ৷"
ভারত-আমেরিকার প্রসঙ্গ সম্পর্কে তাঁরা জানান, "আমরা বিশ্বাস করি, ভারত-আমেরিকার মধ্যে সম্পর্ক আমাদের দুই দেশের নাগরিকদের উপর যথেষ্ট অর্থপূর্ণ প্রভাব ফেলেছে ৷ আমরা চিন্তিত, যে অভিযোগগুলির কথা উল্লেখ করা হয়েছে, সেগুলি যদি যথেষ্ট সচেতনতা নিয়ে খতিয়ে দেখা না-হয়, তাহলে এই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে ৷"
নিখিল গুপ্তার বিরুদ্ধে অভিযোগ, 52 বছর বয়সি এই ভারতীয় খুনি ভাড়া করেছিলেন ৷ এর জন্য সর্বোচ্চ 10 বছর পর্যন্ত জেল হতে পারে ৷ আর এই ষড়যন্ত্রের জন্যও সবচেয়ে বেশি 10 বছর জেল হতে পারে ৷
মার্কিন প্রশাসনের অভিযোগ, নিখিল গুপ্তা নিউ ইয়র্কে বসবাসকারী খালিস্তানপন্থী শিখ নেতাকে খুন করতে 1 লক্ষ মার্কিন ডলার দিতে রাজি হয়েছিলেন ৷ মার্কিন প্রশাসনের অনুরোধে 30 জুন চেজ রিপাবলিক থেকে নিখিল গুপ্তাকে গ্রেফতার করা হয় ৷ ইতিমধ্যে ভারত একটি উচ্চস্তরীয় তদন্ত কমিটি গঠন করেছে ৷ খালিস্তানপন্থী সংগঠন শিখ ফর জাস্টিসের নেতা পান্নুন মার্কিন প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ৷
আরও পড়ুন: