ETV Bharat / international

Sri Lanka Crisis: কলম্বো বিমানবন্দরে টানটান নাটক! অভিবাসন আধিকারিকদের তৎপরতায় দেশ ছাড়তে ব্যর্থ প্রাক্তন মন্ত্রী - Sri Lanka Crisis

সোমবার শেষ রাতে কলম্বোর আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের বাইরে আসতেই বাসিল রাজাপক্ষকে চিনে ফেলেন অভিবাসন দফতরের আধিকারিকরা (Basil Rajapaksa attempts to flee from Colombo airport) ৷ সূত্রের খবর, এই প্রাক্তন মন্ত্রী দুবাই পালানোর পরিকল্পনা করেছিলেন ৷ কিন্তু শেষ রক্ষা হল না ৷

Sri Lanka Crisis
অভিবাসন আধিকারিকদের তৎপতায় দেশ ছাড়তে ব্যর্থ শ্রীলঙ্কার প্রাক্তন মন্ত্রী
author img

By

Published : Jul 12, 2022, 2:26 PM IST

Updated : Jul 12, 2022, 3:06 PM IST

কলম্বো, 12 জুলাই: শত চেষ্টা করেও দেশ ছেড়ে পালাতে পারলেন না একাধিক আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত শ্রীলঙ্কার প্রাক্তন অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষ ৷ জানা গিয়েছে, সোমবার শেষ রাতে কলম্বোর আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের বাইরে আসতেই তাঁকে চিনে ফেলেন অভিবাসন দফতরের আধিকারিকরা (Basil Rajapaksa attempts to flee) ৷ সূত্রের খবর, এই প্রাক্তন মন্ত্রী দুবাই পালানোর পরিকল্পনা করেছিলেন ৷ কিন্তু শেষ রক্ষা হল না ৷ আরও খবর সোমবার মাঝরাতে বিমানবন্দরে এসে পৌঁছন তিনি ৷ এরপর লাগাতার চেষ্টা করে শেষমেশ রাত তিনটে নাগাদ দেশ ছাড়ার আশা পরিত্যাগ বাড়ি ফিরে যান বসলি ৷

গত কয়েকদিন ধরেই একের পর এক নাটকীয় ঘটনা দেখছে শ্রীলঙ্কা ৷ মাত্র দিন কয়েক আগে খবর আসে প্রবল জনরোষের জেরে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন রাষ্ট্রপতি গোতবায়া রাজাপক্ষ ৷ তবে একদিন আগে সে দেশের সংসদের অধ্যক্ষ ইয়াপা আবেবর্ধনা বলেন, 'এই খবরটি ঠিক নয় ৷ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দেশেই আছেন ৷ বিবিসি-কে সাক্ষাৎকার দেওয়ার সময় আমার ভুল হয়েছিল ৷'

আরও পড়ুন: গোতাবায়ার পদত্যাগের সিদ্ধান্ত চূড়ান্ত, জানাল প্রধানমন্ত্রীর দফতর

তবে নাটকীয়তার শেষ যে ওখানেই তেমনটা ভাবলে ভুল হবে ৷ বেশ কয়েক মাস ধরে উত্তাল শ্রীলঙ্কায় গত শনিবার পরিস্থিতি নতুন করে অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ সামাজিক মাধ্যম থেকে শুরু করে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেখা যায় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাসভবনের দখল নিয়েছে জনতা ৷ সেই ছবি প্রকাশ্যে আসার পর থেকে নতুন করে আন্তর্জাতিক মহলে চর্চা শুরু হয় শ্রীলঙ্কাকে নিয়ে ৷ এরপর সোমবার শেষরাত থেকে কলম্বো বিমানবন্দর সাক্ষী রইল আরও এক থ্রিলারের ৷ নানা ভাবে চেষ্টা করেও শেষমেশ দেশ ছাড়তে ব্যর্থ হলেন শ্রীলঙ্কার প্রাক্তন অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষ ৷

কলম্বো, 12 জুলাই: শত চেষ্টা করেও দেশ ছেড়ে পালাতে পারলেন না একাধিক আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত শ্রীলঙ্কার প্রাক্তন অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষ ৷ জানা গিয়েছে, সোমবার শেষ রাতে কলম্বোর আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের বাইরে আসতেই তাঁকে চিনে ফেলেন অভিবাসন দফতরের আধিকারিকরা (Basil Rajapaksa attempts to flee) ৷ সূত্রের খবর, এই প্রাক্তন মন্ত্রী দুবাই পালানোর পরিকল্পনা করেছিলেন ৷ কিন্তু শেষ রক্ষা হল না ৷ আরও খবর সোমবার মাঝরাতে বিমানবন্দরে এসে পৌঁছন তিনি ৷ এরপর লাগাতার চেষ্টা করে শেষমেশ রাত তিনটে নাগাদ দেশ ছাড়ার আশা পরিত্যাগ বাড়ি ফিরে যান বসলি ৷

গত কয়েকদিন ধরেই একের পর এক নাটকীয় ঘটনা দেখছে শ্রীলঙ্কা ৷ মাত্র দিন কয়েক আগে খবর আসে প্রবল জনরোষের জেরে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন রাষ্ট্রপতি গোতবায়া রাজাপক্ষ ৷ তবে একদিন আগে সে দেশের সংসদের অধ্যক্ষ ইয়াপা আবেবর্ধনা বলেন, 'এই খবরটি ঠিক নয় ৷ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দেশেই আছেন ৷ বিবিসি-কে সাক্ষাৎকার দেওয়ার সময় আমার ভুল হয়েছিল ৷'

আরও পড়ুন: গোতাবায়ার পদত্যাগের সিদ্ধান্ত চূড়ান্ত, জানাল প্রধানমন্ত্রীর দফতর

তবে নাটকীয়তার শেষ যে ওখানেই তেমনটা ভাবলে ভুল হবে ৷ বেশ কয়েক মাস ধরে উত্তাল শ্রীলঙ্কায় গত শনিবার পরিস্থিতি নতুন করে অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ সামাজিক মাধ্যম থেকে শুরু করে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেখা যায় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাসভবনের দখল নিয়েছে জনতা ৷ সেই ছবি প্রকাশ্যে আসার পর থেকে নতুন করে আন্তর্জাতিক মহলে চর্চা শুরু হয় শ্রীলঙ্কাকে নিয়ে ৷ এরপর সোমবার শেষরাত থেকে কলম্বো বিমানবন্দর সাক্ষী রইল আরও এক থ্রিলারের ৷ নানা ভাবে চেষ্টা করেও শেষমেশ দেশ ছাড়তে ব্যর্থ হলেন শ্রীলঙ্কার প্রাক্তন অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষ ৷

Last Updated : Jul 12, 2022, 3:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.