ETV Bharat / international

Sri Lanka Crisis: কলম্বো বিমানবন্দরে টানটান নাটক! অভিবাসন আধিকারিকদের তৎপরতায় দেশ ছাড়তে ব্যর্থ প্রাক্তন মন্ত্রী

সোমবার শেষ রাতে কলম্বোর আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের বাইরে আসতেই বাসিল রাজাপক্ষকে চিনে ফেলেন অভিবাসন দফতরের আধিকারিকরা (Basil Rajapaksa attempts to flee from Colombo airport) ৷ সূত্রের খবর, এই প্রাক্তন মন্ত্রী দুবাই পালানোর পরিকল্পনা করেছিলেন ৷ কিন্তু শেষ রক্ষা হল না ৷

author img

By

Published : Jul 12, 2022, 2:26 PM IST

Updated : Jul 12, 2022, 3:06 PM IST

Sri Lanka Crisis
অভিবাসন আধিকারিকদের তৎপতায় দেশ ছাড়তে ব্যর্থ শ্রীলঙ্কার প্রাক্তন মন্ত্রী

কলম্বো, 12 জুলাই: শত চেষ্টা করেও দেশ ছেড়ে পালাতে পারলেন না একাধিক আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত শ্রীলঙ্কার প্রাক্তন অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষ ৷ জানা গিয়েছে, সোমবার শেষ রাতে কলম্বোর আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের বাইরে আসতেই তাঁকে চিনে ফেলেন অভিবাসন দফতরের আধিকারিকরা (Basil Rajapaksa attempts to flee) ৷ সূত্রের খবর, এই প্রাক্তন মন্ত্রী দুবাই পালানোর পরিকল্পনা করেছিলেন ৷ কিন্তু শেষ রক্ষা হল না ৷ আরও খবর সোমবার মাঝরাতে বিমানবন্দরে এসে পৌঁছন তিনি ৷ এরপর লাগাতার চেষ্টা করে শেষমেশ রাত তিনটে নাগাদ দেশ ছাড়ার আশা পরিত্যাগ বাড়ি ফিরে যান বসলি ৷

গত কয়েকদিন ধরেই একের পর এক নাটকীয় ঘটনা দেখছে শ্রীলঙ্কা ৷ মাত্র দিন কয়েক আগে খবর আসে প্রবল জনরোষের জেরে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন রাষ্ট্রপতি গোতবায়া রাজাপক্ষ ৷ তবে একদিন আগে সে দেশের সংসদের অধ্যক্ষ ইয়াপা আবেবর্ধনা বলেন, 'এই খবরটি ঠিক নয় ৷ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দেশেই আছেন ৷ বিবিসি-কে সাক্ষাৎকার দেওয়ার সময় আমার ভুল হয়েছিল ৷'

আরও পড়ুন: গোতাবায়ার পদত্যাগের সিদ্ধান্ত চূড়ান্ত, জানাল প্রধানমন্ত্রীর দফতর

তবে নাটকীয়তার শেষ যে ওখানেই তেমনটা ভাবলে ভুল হবে ৷ বেশ কয়েক মাস ধরে উত্তাল শ্রীলঙ্কায় গত শনিবার পরিস্থিতি নতুন করে অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ সামাজিক মাধ্যম থেকে শুরু করে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেখা যায় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাসভবনের দখল নিয়েছে জনতা ৷ সেই ছবি প্রকাশ্যে আসার পর থেকে নতুন করে আন্তর্জাতিক মহলে চর্চা শুরু হয় শ্রীলঙ্কাকে নিয়ে ৷ এরপর সোমবার শেষরাত থেকে কলম্বো বিমানবন্দর সাক্ষী রইল আরও এক থ্রিলারের ৷ নানা ভাবে চেষ্টা করেও শেষমেশ দেশ ছাড়তে ব্যর্থ হলেন শ্রীলঙ্কার প্রাক্তন অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষ ৷

কলম্বো, 12 জুলাই: শত চেষ্টা করেও দেশ ছেড়ে পালাতে পারলেন না একাধিক আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত শ্রীলঙ্কার প্রাক্তন অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষ ৷ জানা গিয়েছে, সোমবার শেষ রাতে কলম্বোর আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের বাইরে আসতেই তাঁকে চিনে ফেলেন অভিবাসন দফতরের আধিকারিকরা (Basil Rajapaksa attempts to flee) ৷ সূত্রের খবর, এই প্রাক্তন মন্ত্রী দুবাই পালানোর পরিকল্পনা করেছিলেন ৷ কিন্তু শেষ রক্ষা হল না ৷ আরও খবর সোমবার মাঝরাতে বিমানবন্দরে এসে পৌঁছন তিনি ৷ এরপর লাগাতার চেষ্টা করে শেষমেশ রাত তিনটে নাগাদ দেশ ছাড়ার আশা পরিত্যাগ বাড়ি ফিরে যান বসলি ৷

গত কয়েকদিন ধরেই একের পর এক নাটকীয় ঘটনা দেখছে শ্রীলঙ্কা ৷ মাত্র দিন কয়েক আগে খবর আসে প্রবল জনরোষের জেরে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন রাষ্ট্রপতি গোতবায়া রাজাপক্ষ ৷ তবে একদিন আগে সে দেশের সংসদের অধ্যক্ষ ইয়াপা আবেবর্ধনা বলেন, 'এই খবরটি ঠিক নয় ৷ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দেশেই আছেন ৷ বিবিসি-কে সাক্ষাৎকার দেওয়ার সময় আমার ভুল হয়েছিল ৷'

আরও পড়ুন: গোতাবায়ার পদত্যাগের সিদ্ধান্ত চূড়ান্ত, জানাল প্রধানমন্ত্রীর দফতর

তবে নাটকীয়তার শেষ যে ওখানেই তেমনটা ভাবলে ভুল হবে ৷ বেশ কয়েক মাস ধরে উত্তাল শ্রীলঙ্কায় গত শনিবার পরিস্থিতি নতুন করে অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ সামাজিক মাধ্যম থেকে শুরু করে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেখা যায় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাসভবনের দখল নিয়েছে জনতা ৷ সেই ছবি প্রকাশ্যে আসার পর থেকে নতুন করে আন্তর্জাতিক মহলে চর্চা শুরু হয় শ্রীলঙ্কাকে নিয়ে ৷ এরপর সোমবার শেষরাত থেকে কলম্বো বিমানবন্দর সাক্ষী রইল আরও এক থ্রিলারের ৷ নানা ভাবে চেষ্টা করেও শেষমেশ দেশ ছাড়তে ব্যর্থ হলেন শ্রীলঙ্কার প্রাক্তন অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষ ৷

Last Updated : Jul 12, 2022, 3:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.