ETV Bharat / international

পদ্মায় তরতরিয়ে এগোচ্ছে নৌকা, বিপুল ব্যবধানে জয়ী হাসিনা - Bangladesh Counting

Bangladesh Counting begins as national polls: প্রধানমন্ত্রী ও আওয়ামী লিগ প্রধান শেখ হাসিনা গোপালগঞ্জ-3 আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন ৷ শেখ হাসিনা 2 লক্ষ 49 হাজার 965টি ভোট পেয়েছেন ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজাম উদ্দিন লস্কর মাত্র 469টি ভোট পেয়েছেন ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 7, 2024, 11:04 PM IST

Updated : Jan 8, 2024, 6:12 AM IST

ঢাকা, 7 জানুয়ারি: বাংলাদেশে 12 তম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ রবিবার শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ভোট গণনা শুরু হয়ে গিয়েছে ৷ অন্যদিকে, প্রধানমন্ত্রী ও আওয়ামী লিগ প্রধান শেখ হাসিনা গোপালগঞ্জ-3 আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন ৷ শেখ হাসিনা 2 লক্ষ 49 হাজার 965টি ভোট পেয়েছেন ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজাম উদ্দিন লস্কর মাত্র 469টি ভোট পেয়েছেন ৷ গোপালগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী মাহবুবুল আলম এই ফলাফল ঘোষণা করেন। 1986 সালের পর তিনি অষ্টমবারের মতো গোপালগঞ্জ-3 আসনে জয়ী হয়েছেন।

বিকেল 3 টা পর্যন্ত (স্থানীয় সময়) 27 শতাংশ ভোট পড়েছে বলে জানা গিয়েছে ৷ 42 হাজার 24টি ভোট কেন্দ্রের দুই লক্ষ 61 হাজার 912টি ভোট কেন্দ্রে সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয় এবং বিকাল ৪টা পর্যন্ত চলেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-সহ বিরোধীদের বয়কটের আহ্বানের মধ্যেও দেশের মানুষ ভোট দিয়েছে। বাংলাদেশের 299টি সংসদীয় আসনে সদস্য নির্বাচন হবে এই ভোটে ৷ একজন প্রার্থীর মৃত্যুর কারণে সেই আসনে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন ৷ সামগ্রিকভাবে, সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত প্রথম সাত ঘণ্টায় 27 শতাংশ ভোট পড়েছে ৷ নির্বাচন কমিশনের সচিব মহম্মদ জাহাঙ্গীর আলম আগারগাঁও কমিশনের সদর দফতরে এক সংবাদ সম্মেলনে বলেন, “বাংলাদেশের 119 মিলিয়ন নাগরিক এই ভোট প্রক্রিয়ায় অংশ নিয়েছে।" সারাদেশে আচরণবিধি লঙ্ঘন পরীক্ষা করে নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রায় আট লক্ষ নিরাপত্তা কর্মীকে নির্বাচনী দায়িত্বে মোতায়েন করা হয়েছিল।

এদের মধ্যে রয়েছে 38 হাজার 154 জন সেনা সদস্য, দুই হাজার 827 জন নৌবাহিনীর কর্মী, 45 হাজার 185 জন বিজিবি সদস্য, 2520 কোস্টগার্ড সদস্য, 600টি র‌্যাব টিম এবং 95টি র‌্যাব রিজার্ভ দল, এক লক্ষ 84 হাজার 959 জন পুলিশ সদস্য এবং পাঁচ লক্ষ 58 হাজার 500 জন আনসার সদস্য রয়েছে। পাশাপাশি, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শাস্তি দেওয়ার জন্য 653 জন বিচার বিভাগীয় বিচারক এবং 2 হাজার 76 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মাঠে মোতায়েন করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান বিচারপতির অনুপস্থিতিতে টানা চতুর্থ মেয়াদে জয়ী হবেন বলে আশা করা হচ্ছে বিরোধী দল বিএনপি ৷ 27 ডিসেম্বর সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের (ইসি) জন্য ছাড়পত্র দিয়েছিল। 12 তম জাতীয় নির্বাচনের আগে পোল প্যানেল পুঙ্খানুপুঙ্খ ব্যবস্থা করেছে। 127 জন বিদেশী পর্যবেক্ষক নির্বাচনের সুষ্ঠতা যাচাইয়ের জন্য নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন। (এএনআই)

আরও পড়ুন:

  1. মোদির উদ্দেশে অবমাননাকর মন্তব্যকে সমর্থন নয়, চাপে মুখে নতিস্বীকার মলদ্বীপ সরকারের
  2. লাক্ষাদ্বীপ সফর নিয়ে মোদিকে অপমান! চাকরি গেল মালদ্বীপের তিন মন্ত্রীর
  3. জ্বলল স্কুল থেকে ভোট-কেন্দ্র, কড়া নিরাপত্তায় শুরু বাংলাদেশের সাধারণ নির্বাচন

ঢাকা, 7 জানুয়ারি: বাংলাদেশে 12 তম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ রবিবার শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ভোট গণনা শুরু হয়ে গিয়েছে ৷ অন্যদিকে, প্রধানমন্ত্রী ও আওয়ামী লিগ প্রধান শেখ হাসিনা গোপালগঞ্জ-3 আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন ৷ শেখ হাসিনা 2 লক্ষ 49 হাজার 965টি ভোট পেয়েছেন ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজাম উদ্দিন লস্কর মাত্র 469টি ভোট পেয়েছেন ৷ গোপালগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী মাহবুবুল আলম এই ফলাফল ঘোষণা করেন। 1986 সালের পর তিনি অষ্টমবারের মতো গোপালগঞ্জ-3 আসনে জয়ী হয়েছেন।

বিকেল 3 টা পর্যন্ত (স্থানীয় সময়) 27 শতাংশ ভোট পড়েছে বলে জানা গিয়েছে ৷ 42 হাজার 24টি ভোট কেন্দ্রের দুই লক্ষ 61 হাজার 912টি ভোট কেন্দ্রে সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয় এবং বিকাল ৪টা পর্যন্ত চলেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-সহ বিরোধীদের বয়কটের আহ্বানের মধ্যেও দেশের মানুষ ভোট দিয়েছে। বাংলাদেশের 299টি সংসদীয় আসনে সদস্য নির্বাচন হবে এই ভোটে ৷ একজন প্রার্থীর মৃত্যুর কারণে সেই আসনে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন ৷ সামগ্রিকভাবে, সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত প্রথম সাত ঘণ্টায় 27 শতাংশ ভোট পড়েছে ৷ নির্বাচন কমিশনের সচিব মহম্মদ জাহাঙ্গীর আলম আগারগাঁও কমিশনের সদর দফতরে এক সংবাদ সম্মেলনে বলেন, “বাংলাদেশের 119 মিলিয়ন নাগরিক এই ভোট প্রক্রিয়ায় অংশ নিয়েছে।" সারাদেশে আচরণবিধি লঙ্ঘন পরীক্ষা করে নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রায় আট লক্ষ নিরাপত্তা কর্মীকে নির্বাচনী দায়িত্বে মোতায়েন করা হয়েছিল।

এদের মধ্যে রয়েছে 38 হাজার 154 জন সেনা সদস্য, দুই হাজার 827 জন নৌবাহিনীর কর্মী, 45 হাজার 185 জন বিজিবি সদস্য, 2520 কোস্টগার্ড সদস্য, 600টি র‌্যাব টিম এবং 95টি র‌্যাব রিজার্ভ দল, এক লক্ষ 84 হাজার 959 জন পুলিশ সদস্য এবং পাঁচ লক্ষ 58 হাজার 500 জন আনসার সদস্য রয়েছে। পাশাপাশি, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শাস্তি দেওয়ার জন্য 653 জন বিচার বিভাগীয় বিচারক এবং 2 হাজার 76 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মাঠে মোতায়েন করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান বিচারপতির অনুপস্থিতিতে টানা চতুর্থ মেয়াদে জয়ী হবেন বলে আশা করা হচ্ছে বিরোধী দল বিএনপি ৷ 27 ডিসেম্বর সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের (ইসি) জন্য ছাড়পত্র দিয়েছিল। 12 তম জাতীয় নির্বাচনের আগে পোল প্যানেল পুঙ্খানুপুঙ্খ ব্যবস্থা করেছে। 127 জন বিদেশী পর্যবেক্ষক নির্বাচনের সুষ্ঠতা যাচাইয়ের জন্য নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন। (এএনআই)

আরও পড়ুন:

  1. মোদির উদ্দেশে অবমাননাকর মন্তব্যকে সমর্থন নয়, চাপে মুখে নতিস্বীকার মলদ্বীপ সরকারের
  2. লাক্ষাদ্বীপ সফর নিয়ে মোদিকে অপমান! চাকরি গেল মালদ্বীপের তিন মন্ত্রীর
  3. জ্বলল স্কুল থেকে ভোট-কেন্দ্র, কড়া নিরাপত্তায় শুরু বাংলাদেশের সাধারণ নির্বাচন
Last Updated : Jan 8, 2024, 6:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.