যোধপুর, 8 জানুয়ারি: নিজের দেশ ছেড়ে এবার অন্য দেশের আকাশে উড়বেন তিনি তাঁর যুদ্ধবিমান নিয়ে ৷ তিনি দেশের যুদ্ধবিমানচালক এবং মহিলা ৷ হ্যাঁ, ভারতের প্রথম মহিলা যুদ্ধ বিমানচালক স্কোয়াড্রন লিডার অবনী চতুর্বেদী জাপানে ভারতীয় বায়ুসেনার সুখোই-30এমকেআই স্কোয়াড্রনের আসনে বসবেন (Avni Chaturvedi, 1st Indian female fighter would be part of the Indian contingent that will feature in aerial wargames with Japan) ৷
এবছর প্রথমবার 12-26 জানুয়ারি জাপান-ভারত যৌথ উদ্যোগে শুরু হচ্ছে 'বীর গার্ডিয়ান 2023' মহড়া (Exercise Veer Guardian 2023) ৷ এতে ভারতের বায়ুসেনার সঙ্গে অংশ নেবে জাপানের এয়ার সেল্ফ ডিফেন্স ফোর্স ৷ ভারত-জাপান দ্বিপাক্ষিক সামরিক মহড়া হায়াকুরি এয়ারবেসে হবে ৷ এছাড়া ওমিটামা এবং ইরুমা এয়ারবেসেও উড়বে ভারত-জাপান যুদ্ধবিমান (Omitama, and the Iruma Air Base in Sayama in Japan) ৷
কে অবনী চতুর্বেদী (Who is Avani Chaturvedi) ?
2016 সালের জুন মাসে ভারতীয় বায়ুসেনা যে তিনজন মহিলা বিমানচালককে নিয়োগ করে, তাঁদের মধ্যে একজন অবনী চতুর্বেদী ৷ বাকিরা ভাবনা কান্ত এবং মোহনা সিং ৷ তিনি দেশের প্রথম যুদ্ধবিমানচালক ৷
অবনী যোধপুরের এয়ারবেসে সুখোই-30এমকেআই যুদ্ধবিমানচালক (Sukhoi-30MKI fighter pilot) ৷
2018 সালে তিনিই প্রথম একা মিগ-21 বাইসন (MiG-21) যুদ্ধবিমান চালিয়েছেন ৷
1993 সালে মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেন অবনী চতুর্বেদী ৷ ভারতীয় বায়ুসেনায় যোগ দেওয়ার আগে তিনি তেলেঙ্গানার দুন্দিগুলে এয়ার ফোর্স অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিয়েছেন ৷
-
An IAF contingent will depart tomorrow for Hyakuri Air Base, Japan for the maiden Exercise Veer Guardian 2023 to be held with Japan Air Self Defence Force from 12 to 26 Jan 2023
— Indian Air Force (@IAF_MCC) January 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
IAF will participate with four Su-30 MKI, two C-17 Globemasters & an IL-78 tanker.@JASDF_PAO_ENG pic.twitter.com/vIocSw7ywb
">An IAF contingent will depart tomorrow for Hyakuri Air Base, Japan for the maiden Exercise Veer Guardian 2023 to be held with Japan Air Self Defence Force from 12 to 26 Jan 2023
— Indian Air Force (@IAF_MCC) January 7, 2023
IAF will participate with four Su-30 MKI, two C-17 Globemasters & an IL-78 tanker.@JASDF_PAO_ENG pic.twitter.com/vIocSw7ywbAn IAF contingent will depart tomorrow for Hyakuri Air Base, Japan for the maiden Exercise Veer Guardian 2023 to be held with Japan Air Self Defence Force from 12 to 26 Jan 2023
— Indian Air Force (@IAF_MCC) January 7, 2023
IAF will participate with four Su-30 MKI, two C-17 Globemasters & an IL-78 tanker.@JASDF_PAO_ENG pic.twitter.com/vIocSw7ywb
আরও পড়ুন: 400 কিমি দূরত্বে নিখুঁত লক্ষ্যভেদ, ব্রাহ্মোসের বর্ধিত রেঞ্জের মিসাইলে আরও শক্তিশালী বায়ুসেনা
বীর গার্ডিয়ান 2023 (Veer Guardian-2023)
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চিনের দৌরাত্ম্য (Indo-Pacific region) বেড়ে চলেছে ৷ যা ভারত এবং জাপান, দু'দেশেরই দুশ্চিন্তার কারণ ৷ দু'দেশের মধ্যে এই দ্বিপাক্ষিক বায়ুসেনা মহড়ায় ভারত-জাপানের প্রতিরক্ষা সম্পর্ক আরও দৃঢ় হবে ৷ এই বীর মহড়ায় অংশ নিচ্ছে ভারতীয় বায়ু সেনা (Indian Air Force, IAF) এবং জাপান এয়ার সেল্ফ ডিফেন্স ফোর্স (Japan Air Self Defense Force, JASDF)৷ এটি জাপানের হায়াকুরি এয়ার বেসে (Japan’s Hyakuri air base) হবে ৷ ভারতের 4টি এসইউ-30এমকেআই (SU-30 MKI), দু'টি সি-17 গ্লোবমাস্টার্স (C-17), এবং একটি আইএল-78 ট্যাঙ্কার থাকবে ৷ জাপানের 4টি এফ-2 এবং চারটি এফ-15 এয়ারক্রাফ্ট থাকছে ৷