ওয়াশিংটন, 1 নভেম্বর: ইজরায়েলে আচমকা হামলার সময়ই প্রায় 200 জনকে বন্দি করেছিল জঙ্গি সংগঠন হামাস ৷ সেই বন্দিদের খুঁজে বের করতে ইজরায়েলকে সাহায্য করার জন্য সে দেশে আমেরিকান কমান্ডোদের মোতায়েন করা হয়েছে । বুধবার একটি প্রতিবেদনে এ কথা জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস ৷
মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সহকারী প্রতিরক্ষা সচিব ক্রিস্টোফার পি. মায়ারকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে লেখা হয়েছে, "আমরা সক্রিয়ভাবে ইজরায়েলিদের অনেক কিছু করতে সহায়তা করছি ৷ তার মধ্যে একটি প্রধান কাজ হল আমেরিকান বন্দি-সহ ইজরাইলি বন্দিদের খুঁজে বের করতে সাহায্য করা ৷"
মার্কিন সেনার মোতায়েন প্রসঙ্গে তাঁদেরই এক কর্মকর্তা জানান যে, প্রতিরক্ষা বিভাগ সাম্প্রতিক দিনগুলিতে কয়েক ডজন কমান্ডো পাঠিয়েছে ইজরায়েলে ৷ গত 7 অক্টোবর সেখানে হামাসের হামলার দিনও মার্কিন সেনার একটি ছোট দল সেখানে ছিল বলে জানানো হয়েছে ৷ তবে ঠিক কত সংখ্যক মার্কিন নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে তা জানাতে চাননি ওই আধিকারিক ৷
আরও পড়ুন: 'হিরোশিমা-নাগাসাকির দৃষ্টান্ত টেনে গাজায় হামলার যুক্তি দিচ্ছে ইজরায়েল, আর সভ্য বিশ্ব তা শুনছে'
নিউইয়র্ক টাইমস জানিয়েছে যে, ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কমান্ডোরা এফবিআই, স্টেট ডিপার্টমেন্ট এবং অন্যান্য মার্কিন সরকারের বন্দিদের পুনরুদ্ধারে বিশেষজ্ঞদের সঙ্গে ইজরায়েলি প্রতিপক্ষের সঙ্গে আলোচনায় যোগ দেবেন । মায়ারের দাবি, মার্কিন বাহিনীকে ইজরায়েলে যুদ্ধে ভূমিকা নেওয়ার জন্য নিযুক্ত করা হয়নি ৷ গাজায় ইজরায়েলি প্রতিপক্ষের সঙ্গে সমন্বয় সাধন করছে মার্কিন সেনা ৷
তাঁর ইজরায়েলি সমকক্ষের সঙ্গে আলোচনায় প্রতিরক্ষাসচিব লয়েড জে. অস্টিন টু সতর্ক ভাবে ইজরায়েলি বাহিনীর গাজায় স্থল আক্রমণ পরিচালনার উপর জোর দেন ৷ কারণ তাঁর মতে, হামাস ঘনবসতিপূর্ণ এলাকায় সুড়ঙ্গের একটি জটিল নেটওয়ার্ক তৈরি করে রেখেছে গাজায় ৷ মার্কিন আধিকারিকের কথায়, "আমরা তাঁদের সঙ্গে যতটা সম্ভব কাজ করব, তাঁদের এই ধরনের ক্রিয়াকলাপের বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য ৷"