ETV Bharat / international

রানওয়ে ছাড়িয়ে চলে গেল মার্কিন নৌসেনার বিমান, হতাহতের খবর নেই - হনলুলু

US Navy Plane: বড় দুর্ঘটনার হাত থেকে সোমবার রক্ষা পায় নৌসেনার একটি পি-8এ এয়ারক্রাফ্ট ৷ রানওয়ে ছাড়িয়ে সমুদ্রের তীরে চলে যায় বিমানটি ৷ যদিও এই দুর্ঘটনায় কেউ হতাহত হননি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 5:40 PM IST

হনলুলু (হাওয়াই), 21 নভেম্বর: অবতরণের সময় রানওয়ে ছাড়িয়ে সমুদ্র তীরের দিকে চলে গিয়েছিল মার্কিন নৌসেনার একটি বিমান ৷ তবে এই দুর্ঘটনায় কোনও হতাহত হননি ৷ সোমবার ঘটনাটি ঘটে হাওয়াই দ্বীপপুঞ্জের কোনেওহে বে এলাকাতে ৷ যে সময় এই ঘটনাটি ঘটে সেই সময় ওই বিমানে ছিলেন 9 যাত্রী ৷ দুর্ঘটনার আশঙ্কায় ওই এলাকায় ইমারজেন্সি উদ্ধারকারীদলকে পাঠানো হয় ৷ হনলুলুর ইমারজেন্সি মেডিক্যাল সার্ভিস ডিপার্টমেন্টের তরফে উদ্ধারকীরা ঘটনাস্থলেও যান ৷ কিন্তু জানা গিয়েছে, বড় কোনও অঘটন ঘটেনি ৷ বিমানটির সব যাত্রীই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন ৷

এই প্রসঙ্গে মার্কিন উপকূলরক্ষা বাহিনীর মুখপাত্র রায়ান ফিসার জানিয়েছে, ওই ঘটনার খবর পেয়েই তৎক্ষণাত তৎপর হয় উপকূলরক্ষী বিহিনীও ৷ কিন্তু সব যাত্রী সুরক্ষিত থাকায়, উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হয় ৷ এই প্রসঙ্গে মার্কিন মেরিন কর্পের মুখপাত্র অর্লান্ডো পেরেজ জানিয়েছেন, নৌসেনার একটি পি-8এ এয়ারক্রাফ্ট কোনেওহে বের মেরিন বেসের রানওয়ে ছাড়িয়ে চলে যায় ৷ এই বিমানগুলি গোয়েন্দা তথ্য জোগাড় করতে ও সাবমেরিন খুঁজে বের করতে কাজে লাগানো হয় ৷ এই এয়ারক্রাফ্টগুলি তৈরি করে বিমান প্রস্তুতকারী সংস্থা বোয়িং ৷ যে মেরিন এয়ারবেসে এই ঘটনাটি ঘটেছে সেটি হনলুলু থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত ৷

2019 সালের জুলাইতে ভারতেই এরকম একটি ঘটনা ঘটেছিল ৷ সেবার প্রবল বৃষ্টির কারণে মুম্বই বিমানবন্দরের রানওয়ে থেকে পিছলে গিয়েছিল জয়পুর থেকে আসা স্পাইসজেটের একটি বিমান ৷ সেবার রানওয়ের বাইরে একটি ঘাসজমিতে আটকে গিয়েছিল বিমানটি ৷ 150 মিটার লম্বা র্যাম্প তৈরি করে বিমানটিকে রানওয়েতে ফেরানো হয় ৷ সেবারও কোনও যাত্রীর ক্ষতি হয়নি ৷

হনলুলু (হাওয়াই), 21 নভেম্বর: অবতরণের সময় রানওয়ে ছাড়িয়ে সমুদ্র তীরের দিকে চলে গিয়েছিল মার্কিন নৌসেনার একটি বিমান ৷ তবে এই দুর্ঘটনায় কোনও হতাহত হননি ৷ সোমবার ঘটনাটি ঘটে হাওয়াই দ্বীপপুঞ্জের কোনেওহে বে এলাকাতে ৷ যে সময় এই ঘটনাটি ঘটে সেই সময় ওই বিমানে ছিলেন 9 যাত্রী ৷ দুর্ঘটনার আশঙ্কায় ওই এলাকায় ইমারজেন্সি উদ্ধারকারীদলকে পাঠানো হয় ৷ হনলুলুর ইমারজেন্সি মেডিক্যাল সার্ভিস ডিপার্টমেন্টের তরফে উদ্ধারকীরা ঘটনাস্থলেও যান ৷ কিন্তু জানা গিয়েছে, বড় কোনও অঘটন ঘটেনি ৷ বিমানটির সব যাত্রীই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন ৷

এই প্রসঙ্গে মার্কিন উপকূলরক্ষা বাহিনীর মুখপাত্র রায়ান ফিসার জানিয়েছে, ওই ঘটনার খবর পেয়েই তৎক্ষণাত তৎপর হয় উপকূলরক্ষী বিহিনীও ৷ কিন্তু সব যাত্রী সুরক্ষিত থাকায়, উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হয় ৷ এই প্রসঙ্গে মার্কিন মেরিন কর্পের মুখপাত্র অর্লান্ডো পেরেজ জানিয়েছেন, নৌসেনার একটি পি-8এ এয়ারক্রাফ্ট কোনেওহে বের মেরিন বেসের রানওয়ে ছাড়িয়ে চলে যায় ৷ এই বিমানগুলি গোয়েন্দা তথ্য জোগাড় করতে ও সাবমেরিন খুঁজে বের করতে কাজে লাগানো হয় ৷ এই এয়ারক্রাফ্টগুলি তৈরি করে বিমান প্রস্তুতকারী সংস্থা বোয়িং ৷ যে মেরিন এয়ারবেসে এই ঘটনাটি ঘটেছে সেটি হনলুলু থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত ৷

2019 সালের জুলাইতে ভারতেই এরকম একটি ঘটনা ঘটেছিল ৷ সেবার প্রবল বৃষ্টির কারণে মুম্বই বিমানবন্দরের রানওয়ে থেকে পিছলে গিয়েছিল জয়পুর থেকে আসা স্পাইসজেটের একটি বিমান ৷ সেবার রানওয়ের বাইরে একটি ঘাসজমিতে আটকে গিয়েছিল বিমানটি ৷ 150 মিটার লম্বা র্যাম্প তৈরি করে বিমানটিকে রানওয়েতে ফেরানো হয় ৷ সেবারও কোনও যাত্রীর ক্ষতি হয়নি ৷

আরও পড়ুন:

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আলোচনায় বয়স, সোশাল মিডিয়ায় স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পোস্ট ট্রাম্পের

লোহিত সাগরে জাহাজ অপহরণ ! হামাসের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করুক ইজরায়েল, দাবি হাউদির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.