ETV Bharat / international

Sudan Air Raid: সুদানের ওমদুরমানে 'সেনাবাহিনীর' বিমান হামলা, কমপক্ষে 22 জনের মৃত্যু - খার্তুম

সেনা ও আধাসেনার হামলায় ফের রক্তাক্ত সুদান ৷ ওমদুরমান শহরে বিমান হামলায় কমপক্ষে 22 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷

Sudan Air Raid
সুদানে বিমান হামলা
author img

By

Published : Jul 9, 2023, 11:15 AM IST

খার্তুম (সুদান), 9 জুলাই: সুদানের একটি শহরে বিমান হামলার খবর মিলেছে ৷ তাতে কমপক্ষে 22 জনের মৃত্যু হয়েছে ৷ সুদানের স্বাস্থ্য মন্ত্রক বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে ৷ স্থানীয় সময় শনিবার ভোরে রাজধানী খার্তুমের পাশের শহর ওমদুরমানের একটি আবাসিক এলাকায় এই হামলার ঘটনা ঘটে । কয়েক সপ্তাহ ধরে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে ৷ এরই মধ্যে বিভিন্ন হামলার ঘটনা ঘটেছে ৷ তবে শনিবারের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি।

জানা গিয়েছে, এ দিনের হামলায় আহতের সংখ্যা বহু । খার্তুম এবং অন্য মেট্রোপলিটন এলাকায় সামরিক বাহিনী এবং র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)-এর মধ্যে হওয়া বিমান হামলার মধ্যে শনিবারেরটা সবচেয়ে মারাত্মক । খার্তুমে গত মাসে একটি বিমান হামলায় অন্তত 17 জনের প্রাণ গিয়েছিল ৷ মৃতদের মধ্যে পাঁচজন শিশুও ছিল। তবে শুধু এই হামলাতেই 22 জনের প্রাণ গিয়েছে।

ওমদুরমানের আবাসিক জেলাগুলিতে আক্রমণ করার জন্য আরএসএফ সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ করেছে ৷ একটি সূত্রের অবশ্য দাবি, এই হামলায় কমপক্ষে 31 জনের মৃত্যু হয়েছে । আল জাজিরার খবর অনুযায়ী, সামরিক বাহিনী ওমদুরমানের সঙ্গে অন্য শহরের সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ রাস্তাকে হামলায় সম্পূর্ণ বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল । যেখান থেকে ওই শহরে খাবার থেকে অন্যান্য বিভিন্ন জিনিসপত্র সরবরাহ করা হয় ৷ পাশাপাশি বিবৃতি জারি করে আরএসএফের তরফে ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে ৷

আরও পড়ুন: ভারতীয়দের ফেরাতে জেড্ডায় স্ট্যান্ডবাই 2 যুদ্ধবিমান, সুদানের বন্দরে আইএনএস সুমেধা

ওমদুরমানের দুই বাসিন্দার দাবি, হামলাকারীদের চিহ্নিত করা কঠিন। ওই এলাকায় আরএসএফ কর্মীরা নিয়মিতভাবে সেনাবাহিনীর বিমান দিয়ে আক্রমণ করেছে ৷ এরপর আধাসামরিক বাহিনী ড্রোন এবং বিমানে বিধ্বংসী অস্ত্র ব্যবহার করে প্রতিশোধ নিয়েছে । আব্দেল-রহমান নামে একজন স্থানীয় জানান, অভিযানের সময় সেনাবাহিনী আরএসএফকে টার্গেট করছিল এবং আরএসএফ বিমান হামলা চালানোর সময় সাধারণ মানুষের বাড়িঘরকে ঢাল হিসেবে ব্যবহার করেছিল ।

খার্তুম (সুদান), 9 জুলাই: সুদানের একটি শহরে বিমান হামলার খবর মিলেছে ৷ তাতে কমপক্ষে 22 জনের মৃত্যু হয়েছে ৷ সুদানের স্বাস্থ্য মন্ত্রক বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে ৷ স্থানীয় সময় শনিবার ভোরে রাজধানী খার্তুমের পাশের শহর ওমদুরমানের একটি আবাসিক এলাকায় এই হামলার ঘটনা ঘটে । কয়েক সপ্তাহ ধরে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে ৷ এরই মধ্যে বিভিন্ন হামলার ঘটনা ঘটেছে ৷ তবে শনিবারের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি।

জানা গিয়েছে, এ দিনের হামলায় আহতের সংখ্যা বহু । খার্তুম এবং অন্য মেট্রোপলিটন এলাকায় সামরিক বাহিনী এবং র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)-এর মধ্যে হওয়া বিমান হামলার মধ্যে শনিবারেরটা সবচেয়ে মারাত্মক । খার্তুমে গত মাসে একটি বিমান হামলায় অন্তত 17 জনের প্রাণ গিয়েছিল ৷ মৃতদের মধ্যে পাঁচজন শিশুও ছিল। তবে শুধু এই হামলাতেই 22 জনের প্রাণ গিয়েছে।

ওমদুরমানের আবাসিক জেলাগুলিতে আক্রমণ করার জন্য আরএসএফ সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ করেছে ৷ একটি সূত্রের অবশ্য দাবি, এই হামলায় কমপক্ষে 31 জনের মৃত্যু হয়েছে । আল জাজিরার খবর অনুযায়ী, সামরিক বাহিনী ওমদুরমানের সঙ্গে অন্য শহরের সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ রাস্তাকে হামলায় সম্পূর্ণ বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল । যেখান থেকে ওই শহরে খাবার থেকে অন্যান্য বিভিন্ন জিনিসপত্র সরবরাহ করা হয় ৷ পাশাপাশি বিবৃতি জারি করে আরএসএফের তরফে ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে ৷

আরও পড়ুন: ভারতীয়দের ফেরাতে জেড্ডায় স্ট্যান্ডবাই 2 যুদ্ধবিমান, সুদানের বন্দরে আইএনএস সুমেধা

ওমদুরমানের দুই বাসিন্দার দাবি, হামলাকারীদের চিহ্নিত করা কঠিন। ওই এলাকায় আরএসএফ কর্মীরা নিয়মিতভাবে সেনাবাহিনীর বিমান দিয়ে আক্রমণ করেছে ৷ এরপর আধাসামরিক বাহিনী ড্রোন এবং বিমানে বিধ্বংসী অস্ত্র ব্যবহার করে প্রতিশোধ নিয়েছে । আব্দেল-রহমান নামে একজন স্থানীয় জানান, অভিযানের সময় সেনাবাহিনী আরএসএফকে টার্গেট করছিল এবং আরএসএফ বিমান হামলা চালানোর সময় সাধারণ মানুষের বাড়িঘরকে ঢাল হিসেবে ব্যবহার করেছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.