ETV Bharat / international

Air China Flight Evacuated: মাঝ আকাশে বিমানে আগুন! সিঙ্গাপুরে জরুরি অবতরণ; আহত 9 - ইঞ্জিনে ভয়বাহ আগুন

মাঝ আকাশে এয়ার চায়নার বিমানের ইঞ্জিনে ভয়বাহ আগুন! সিঙ্গাপুরে করল জরুরি অবতরণ ৷ দুর্ঘটনায় আহত হয়েছেন 9 যাত্রী ৷

সৌঃ টুইটার
Air China Flight Evacuated
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 11:43 AM IST

বেজিং, 11 সেপ্টেম্বর: চিনের এক আন্তর্জাতিক বিমানে দুর্ঘটনা। এয়ার চায়নার বিমানে ভয়াবহ আগুন লাগে ৷ মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় বিমানটি ৷ চাঙ্গি বিমানবন্দরের অফিসিয়াল সূত্রে খবর, 146 জন যাত্রী এবং নয়জন ক্রু নিয়ে রবিবার বিকেল 4.15 নাগাদ সিঙ্গাপুরে জরুরি অবতরণ করে বিমানটি ৷ দুর্ঘটনায় আহত হয়েছেন 9 জন যাত্রী ৷

চাঙ্গি বিমানবন্দরের অফিসিয়াল সূত্র তাদের জেটলাইনারের ফেসবুক পেজে এক বিবৃতিতে জানানো হয়েছে, চিনের সিচুয়ান প্রদেশের ছেংদু থেকে উড়ে আসা এয়ার চায়নার (Air China A320neo) সেই বিমানে যান্ত্রিক ত্রুটিতে ইঞ্জিনে আগুন ধরে যায়। এরপর এয়ার ট্র্য়াফিক কন্ট্রোলের নির্দেশে সিঙ্গাপুরের ছানগি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানটি একটি ইঞ্জিন আগুন ধরে পুরো বিকল হয়ে যায়। আগুন ধরায় বিমানের ভিতর পুরো ধোঁয়ায় ভরে যায়। ইঞ্জিনে আগুন ধরার পর বিমানের ভিতর ধোঁয়ায় ঢেকে যাওয়ার ভিডিয়োটি ভাইরাল হয় সোশাল মিডিয়ায়।

আরও পড়ুন: তামিলনাড়ুতে ভ্যানে দ্রুতগামী লরির ধাক্কা, মৃত্যু 7 মহিলার

বিমানটির ভিতর থাকা সব যাত্রী ও বিমানের ক্রু-দের নিরাপদে নামানো সম্ভব হয়েছে। তবে কয়েকজন যাত্রী ধোঁয়া ও আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন ৷ বিমানটি অবতরণের পর ইঞ্জিনে আগুন নিভে গিয়েছে বলে জানিয়েছে চিনের একটি গণমাধ্যম। সোমবার ভোরে, সোশাল মিডিয়ায় পোস্ট করা বিবৃতিতে এয়ার চায়না জানিয়েছে, প্রাথমিক তদন্তে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে ইঙ্গিত করা হয়েছে । তদন্ত এখনও জারি রয়েছে ৷

যাত্রীবাহী বিমানটিকে খুবই তৎপরতার সঙ্গে বিমানবন্দরে নামান পাইলট। তবে মাঝ আকাশে এভাবে বিমানে আগুন ধরে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। অবশ্য যাত্রীরা বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ায় সবাই স্বস্তির নিশ্বাস ফেলেছেন। তবে পাইলটের তৎপরতায় প্রাণে বেঁচে গিয়েছেন বিমানের সব যাত্রী, এমনটাই তাঁরা জানিয়েছেন ৷ বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন বিমানযাত্রীরা ।

আরও পড়ুন: থানের নির্মীয়মান লিফট ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, 7 শ্রমিকের মৃত্যু

বেজিং, 11 সেপ্টেম্বর: চিনের এক আন্তর্জাতিক বিমানে দুর্ঘটনা। এয়ার চায়নার বিমানে ভয়াবহ আগুন লাগে ৷ মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় বিমানটি ৷ চাঙ্গি বিমানবন্দরের অফিসিয়াল সূত্রে খবর, 146 জন যাত্রী এবং নয়জন ক্রু নিয়ে রবিবার বিকেল 4.15 নাগাদ সিঙ্গাপুরে জরুরি অবতরণ করে বিমানটি ৷ দুর্ঘটনায় আহত হয়েছেন 9 জন যাত্রী ৷

চাঙ্গি বিমানবন্দরের অফিসিয়াল সূত্র তাদের জেটলাইনারের ফেসবুক পেজে এক বিবৃতিতে জানানো হয়েছে, চিনের সিচুয়ান প্রদেশের ছেংদু থেকে উড়ে আসা এয়ার চায়নার (Air China A320neo) সেই বিমানে যান্ত্রিক ত্রুটিতে ইঞ্জিনে আগুন ধরে যায়। এরপর এয়ার ট্র্য়াফিক কন্ট্রোলের নির্দেশে সিঙ্গাপুরের ছানগি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানটি একটি ইঞ্জিন আগুন ধরে পুরো বিকল হয়ে যায়। আগুন ধরায় বিমানের ভিতর পুরো ধোঁয়ায় ভরে যায়। ইঞ্জিনে আগুন ধরার পর বিমানের ভিতর ধোঁয়ায় ঢেকে যাওয়ার ভিডিয়োটি ভাইরাল হয় সোশাল মিডিয়ায়।

আরও পড়ুন: তামিলনাড়ুতে ভ্যানে দ্রুতগামী লরির ধাক্কা, মৃত্যু 7 মহিলার

বিমানটির ভিতর থাকা সব যাত্রী ও বিমানের ক্রু-দের নিরাপদে নামানো সম্ভব হয়েছে। তবে কয়েকজন যাত্রী ধোঁয়া ও আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন ৷ বিমানটি অবতরণের পর ইঞ্জিনে আগুন নিভে গিয়েছে বলে জানিয়েছে চিনের একটি গণমাধ্যম। সোমবার ভোরে, সোশাল মিডিয়ায় পোস্ট করা বিবৃতিতে এয়ার চায়না জানিয়েছে, প্রাথমিক তদন্তে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে ইঙ্গিত করা হয়েছে । তদন্ত এখনও জারি রয়েছে ৷

যাত্রীবাহী বিমানটিকে খুবই তৎপরতার সঙ্গে বিমানবন্দরে নামান পাইলট। তবে মাঝ আকাশে এভাবে বিমানে আগুন ধরে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। অবশ্য যাত্রীরা বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ায় সবাই স্বস্তির নিশ্বাস ফেলেছেন। তবে পাইলটের তৎপরতায় প্রাণে বেঁচে গিয়েছেন বিমানের সব যাত্রী, এমনটাই তাঁরা জানিয়েছেন ৷ বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন বিমানযাত্রীরা ।

আরও পড়ুন: থানের নির্মীয়মান লিফট ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, 7 শ্রমিকের মৃত্যু

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.