ETV Bharat / international

Zombie Virus: 48500 বছরের পুরনো জম্বি ভাইরাসের হদিশ রাশিয়ায়, ফের প্যানডেমিকের আশঙ্কা

রাশিয়ায় পাওয়া গেল জম্বি ভাইরাস (zombie virus found in russia) ৷ এটা 48 হাজার 500 বছরের পুরনো ৷ রাশিয়ায় বরফে জমে যাওয়া একটি লেক থেকে এই ভাইরাস পাওয়া গিয়েছে ৷

48 500 year old zombie virus revived by french scientists in Russia
Zombie Virus: সাড়ে 48 হাজার বছরের পুরনো জম্বি ভাইরাসের হদিশ রাশিয়ায়, ফের প্যানডেমিকের আশঙ্কা
author img

By

Published : Nov 30, 2022, 2:52 PM IST

মস্কো (রাশিয়া), 30 নভেম্বর: ফরাসি বিজ্ঞানীরা সাড়ে 48 হাজার বছরের পুরনো জম্বি ভাইরাস আবার খুঁজে পেয়েছেন (zombie virus found in russia) ৷ রাশিয়ায় একটি বরফে জমে যাওয়া হ্রদ থেকে এই ভাইরাস খুঁজে পাওয়া গিয়েছে (zombie virus in siberia lake) ৷ যা ছড়িয়ে পড়লে সারা পৃথিবীতে আরও একবার প্যানডেমিক (Pandemic) তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

সম্প্রতি মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসে এই সংবাদ প্রকাশিত হয়েছে ৷ তবে তারা জানিয়েছে যে এই সমীক্ষা এখন যাচাই করা হয়নি ৷ কিন্তু এই ভাইরাস ছড়িয়ে পড়লে যে গাছ, পশু-পাখি ও মানুষের নানা ধরনের রোগ হতে পারে, সেই আশঙ্কাও ওই প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে ৷

কিন্তু সাড়ে 48 হাজার বছরের পুরনো এই ভাইরাস কীভাবে পুনরুজ্জীবিত হল ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কারণ হিসেবে বিশ্বউষ্ণায়নের বিষয়টি সামনে আসছে ৷

এর আগে এই বিজ্ঞানীরা 2013 সালে 30 হাজার বছরের পুরনো সাইবেরিয়া ভাইরাস খুঁজে পেয়েছিলেন ৷ তাঁরাই এবার আবার সবচেয়ে পুরনো প্যান্ডোরা ভাইরাস ইয়েডোমা খুঁজে পেয়েছেন ৷ যা অন্য প্রাণীদেরও ক্ষতি করতে পারে ৷

রাশিয়ার (Russia) ওই হ্রদের একেবারে নিচের অংশে ছিল (Scientists revive Zombie Virus) ৷ এছাড়া অন্য যে ভাইরাসগুলি পাওয়া গিয়েছে, সেগুলি ম্যামথ ও সাইবেরিয়ান নেকড়ের জীবাশ্ম থেকে ৷ কিন্তু এই ভাইরাসগুলি খুঁজে পাওয়ার পর আশঙ্কা করা হচ্ছে যে আরও অনেক ক্ষতিকারক ভাইরাস আগামিদিনেও মিলতে পারে ৷

আরও পড়ুন: করোনার 'আঁতুড়ঘর' চিনের উহান ল্যাব, সিলমোহর হু প্রধানের

মস্কো (রাশিয়া), 30 নভেম্বর: ফরাসি বিজ্ঞানীরা সাড়ে 48 হাজার বছরের পুরনো জম্বি ভাইরাস আবার খুঁজে পেয়েছেন (zombie virus found in russia) ৷ রাশিয়ায় একটি বরফে জমে যাওয়া হ্রদ থেকে এই ভাইরাস খুঁজে পাওয়া গিয়েছে (zombie virus in siberia lake) ৷ যা ছড়িয়ে পড়লে সারা পৃথিবীতে আরও একবার প্যানডেমিক (Pandemic) তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

সম্প্রতি মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসে এই সংবাদ প্রকাশিত হয়েছে ৷ তবে তারা জানিয়েছে যে এই সমীক্ষা এখন যাচাই করা হয়নি ৷ কিন্তু এই ভাইরাস ছড়িয়ে পড়লে যে গাছ, পশু-পাখি ও মানুষের নানা ধরনের রোগ হতে পারে, সেই আশঙ্কাও ওই প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে ৷

কিন্তু সাড়ে 48 হাজার বছরের পুরনো এই ভাইরাস কীভাবে পুনরুজ্জীবিত হল ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কারণ হিসেবে বিশ্বউষ্ণায়নের বিষয়টি সামনে আসছে ৷

এর আগে এই বিজ্ঞানীরা 2013 সালে 30 হাজার বছরের পুরনো সাইবেরিয়া ভাইরাস খুঁজে পেয়েছিলেন ৷ তাঁরাই এবার আবার সবচেয়ে পুরনো প্যান্ডোরা ভাইরাস ইয়েডোমা খুঁজে পেয়েছেন ৷ যা অন্য প্রাণীদেরও ক্ষতি করতে পারে ৷

রাশিয়ার (Russia) ওই হ্রদের একেবারে নিচের অংশে ছিল (Scientists revive Zombie Virus) ৷ এছাড়া অন্য যে ভাইরাসগুলি পাওয়া গিয়েছে, সেগুলি ম্যামথ ও সাইবেরিয়ান নেকড়ের জীবাশ্ম থেকে ৷ কিন্তু এই ভাইরাসগুলি খুঁজে পাওয়ার পর আশঙ্কা করা হচ্ছে যে আরও অনেক ক্ষতিকারক ভাইরাস আগামিদিনেও মিলতে পারে ৷

আরও পড়ুন: করোনার 'আঁতুড়ঘর' চিনের উহান ল্যাব, সিলমোহর হু প্রধানের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.