ETV Bharat / international

Ukraine-Russia War : কিভের কাছে উদ্ধার হয়েছে 410 জন সাধারণ নাগরিকের দেহ

রুশ সেনা সরতেই কিভ থেকে 410 জন সাধারণ নাগরিকের দেহ উদ্ধার হয়েছে (410 Bodies of Civilian Found Near in Kyiv) ৷ এমনটাই জানিয়েছেন, ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ইরেনা ভেনেডিক্টোভা ৷ এমনকি কিভের বিভিন্ন এলাকা থেকে মেয়রদের অপরহণ করে খুনের অভিযোগও উঠেছে ৷

410 Bodies of Civilian Found Near in Kyiv
410 Bodies of Civilian Found Near in Kyiv
author img

By

Published : Apr 4, 2022, 12:58 PM IST

কিভ, 4 এপ্রিল : কিভ থেকে 410 জন ইউক্রেনিয়ানের দেহ সরানো হয়েছে বলে জানিয়েছেন সে দেশের প্রসিকিউটর জেনারেল ইরেনা ভেনেডিক্টোভা (410 Bodies of Civilian Found Near in Kyiv) ৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত রাশিয়ান সেনার থেকে 410 জন ইউক্রেনিয়ানের দেহ উদ্ধার করা হয়েছে ৷ যাঁদের মধ্যে 140 জনের দেহ পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ৷

ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরেনা ভেরেশচুক জানিয়েছেন, কিভের মতোজেনের একটি গ্রামের মেয়রকে খুন করেছে রুশ সেনা ৷ তাঁকে অপহরণ করা হয়েছিল বলে জানান তিনি ৷ ইউক্রেনজুড়ে বহু কমিউনিটি প্রধান এবং 11 জন মেয়রকে রুশ সেনা অপহরণ করেছে বলে অভিযোগ করেছেন উপ-প্রধানমন্ত্রী ৷ রবিবারই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ করেছিলেন, রুশ সেনার দখলে থাকা শহরগুলিতে সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে ৷

আরও পড়ুন : Zelenskyy tells Grammys : সুরের মূর্ছনাতেই পূরণ করতে হবে ইউক্রেনের হাহাকার, গ্র্যামির মঞ্চে বার্তা জেলেনস্কির

জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করেছেন, ইউক্রেনের অন্যান্য শহরগুলি থেকে রুশ সেনাকে তাড়ালে আরও ভয়াবহ ছবি উঠে আসতে পারে ৷ গতকালই ইউক্রেনের একাধিক শহরে রাস্তায় হাত বাঁধা অবস্থায় সাধারণ নাগরিকদের দেহ উদ্ধার করেছে ইউক্রেন প্রশাসন ৷ অভিযোগ উঠেছে, রুশসেনা তাঁদের বন্দি করে নির্বিচারে হত্যা করেছে ৷ সেই ছবি ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক নেতারা রাশিয়ার নিন্দায় সরব হয়েছেন ৷ যদিও, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সেই সব অভিযোগ অস্বীকার করেছেন ৷

কিভ, 4 এপ্রিল : কিভ থেকে 410 জন ইউক্রেনিয়ানের দেহ সরানো হয়েছে বলে জানিয়েছেন সে দেশের প্রসিকিউটর জেনারেল ইরেনা ভেনেডিক্টোভা (410 Bodies of Civilian Found Near in Kyiv) ৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত রাশিয়ান সেনার থেকে 410 জন ইউক্রেনিয়ানের দেহ উদ্ধার করা হয়েছে ৷ যাঁদের মধ্যে 140 জনের দেহ পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ৷

ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরেনা ভেরেশচুক জানিয়েছেন, কিভের মতোজেনের একটি গ্রামের মেয়রকে খুন করেছে রুশ সেনা ৷ তাঁকে অপহরণ করা হয়েছিল বলে জানান তিনি ৷ ইউক্রেনজুড়ে বহু কমিউনিটি প্রধান এবং 11 জন মেয়রকে রুশ সেনা অপহরণ করেছে বলে অভিযোগ করেছেন উপ-প্রধানমন্ত্রী ৷ রবিবারই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ করেছিলেন, রুশ সেনার দখলে থাকা শহরগুলিতে সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে ৷

আরও পড়ুন : Zelenskyy tells Grammys : সুরের মূর্ছনাতেই পূরণ করতে হবে ইউক্রেনের হাহাকার, গ্র্যামির মঞ্চে বার্তা জেলেনস্কির

জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করেছেন, ইউক্রেনের অন্যান্য শহরগুলি থেকে রুশ সেনাকে তাড়ালে আরও ভয়াবহ ছবি উঠে আসতে পারে ৷ গতকালই ইউক্রেনের একাধিক শহরে রাস্তায় হাত বাঁধা অবস্থায় সাধারণ নাগরিকদের দেহ উদ্ধার করেছে ইউক্রেন প্রশাসন ৷ অভিযোগ উঠেছে, রুশসেনা তাঁদের বন্দি করে নির্বিচারে হত্যা করেছে ৷ সেই ছবি ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক নেতারা রাশিয়ার নিন্দায় সরব হয়েছেন ৷ যদিও, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সেই সব অভিযোগ অস্বীকার করেছেন ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.