বউডোইন, 19 এপ্রিল: প্রথমে ব্যস্ত হাইওয়েতে বন্দুকধারীর গুলিতে জখম হলেন তিনজন ৷ তারপরই একটি বাড়িতে গুলিবিদ্ধ হয়ে চারজনের মৃত্যু হল ৷ মঙ্গলবার মেইন প্রদেশের বউডোইন এলাকায় হয়ে যাওয়া পরপর দু'টি গুলি চালনার মধ্যে যোগাযোগ রয়েছে বলে জানিয়েছে প্রশাসন ৷ এর কয়েক ঘণ্টা পর একজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয় ৷ নিরাপত্তার কথা ভেবে পুলিশ আন্তঃরাজ্য সড়কপথের একটি অংশ বন্ধ করে দেয় ৷
আমজনতার জন্য কোনও ঝুঁকি নেই- এই ব্যাপারে নিশ্চিত হওয়ার আগে পর্যন্ত এলাকার বাসিন্দা এবং ব্যবসায়িকদের প্রায় 90 মিনিটের জন্য কোনও নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ পরে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে। সম্প্রতি ন্যাশভিলে একটি খ্রিস্টান প্রাথমিক বিদ্যালয়, কেনটাকির লুইসভিলে একটি ব্যাংক, আলাবামার একটি ছোট শহর একটি পার্টিতে গণহত্যার ঘটনা প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে। এবার আবার চলল গুলি।
মেইনে পুলিশ বউডোইনের 34 বছর বয়সি জোসেফ ইটনকে মঙ্গলবার সন্ধ্যার চারটি হত্যার অভিযোগে অভিযুক্ত করেছে ৷ তবে গুলি চালানোর উদ্দেশ্য কী, তা নিয়ে কিছ বলতে চায়নি পুলিশ ৷ গুলিবিদ্ধদের শনাক্ত করার বিষয়েও কিছু জানানো হয়নি ৷ এই সপ্তাহের শেষে ইটনের আদালতে হাজির দেওয়ার কথা রয়েছে ৷ অপরাধগুলি গ্রামীণ বউডোইনে শুরু হয়েছিল ৷ সেখানে মৃতদেহ পাওয়া যায় ৷ হাইওয়েতে জখম একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ ৷
ঘটনার খবর পেয়েই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। নিরাপত্তা সুনিশ্চিত করলে আধুনিক বন্দুক হাতে টহল দেওয়ার কাজও শুরু হয়। অন্য কোনও বন্দুকবাজ লুকিয়ে আছে কিনা তা খুঁজে দেখা হয় । ঠিক ওই সময়টায় এলাকার সকলকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেয় পুলিশ। বিভিন্ন দিক থেকে অনুসন্ধান চলতে থাকে। শেষমেশ প্রশাসন নিশ্চিত হয় আর কোনও বন্দুকবাজ এলাকায় নেই। সাম্প্রতিক অতীতে এই ধরনের একাধিক ঘটনা ঘটেছে আমেরিকায়। প্রাণ হারিয়েছেন অনেকে । আবারও সেই ঘটনার সাক্ষী রইল মার্কিন মুলুক ।
আরও পড়ুন: চিনা নববর্ষের অনুষ্ঠান শেষে বন্দুকবাজের হামলা আমেরিকায়, মৃত বেড়ে 10