ক্যানবেরা, 27 অগস্ট: মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিন কর্পসের একটি বিমান রবিবার উত্তর অস্ট্রেলিয়ার একটি দ্বীপে ভেঙে পড়ল ৷ একটি বহুজাতিক প্রশিক্ষণ মহড়ার সময় এই ঘটনায় তিনজন নাবিকের মৃত্যু হয়েছে, আহত হন 20 জন ৷ রবিবার এ কথা জানিয়েছে আধিকারিকরা ৷
স্থানীয় সময় সকাল 10টায় কর্পসের একটি বিবৃতিতে জানানো হয়, রবিবার সকাল 9.30টা নাগাদ বেল বোয়িং ভি-22 অসপ্রে টিলট্রোটর বিমানটি ভেঙে পড়ে ৷ মেলভিল দ্বীপে তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে ৷ বিমানে থাকা 23 জনের মধ্যে পাঁচজনকে গুরুতর অবস্থায় 80 কিলোমিটার দূরে মূল ভূখণ্ডের শহর ডারউইনে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ৷ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে যে, উদ্ধারকাজ এখনও চলছে ৷
নর্দার্ন টেরিটোরি পুলিশ কমিশনার মাইকেল মারফি জানিয়েছেন, আহতদের নিয়ে দুর্গম স্থান থেকে ফিরে আসার জন্য হেলিকপ্টার এবং ফিক্সড-উইং বিমানকে কাজে লাগানো হয়েছে । নর্দার্ন টেরিটোরির মুখ্যমন্ত্রী নাতাশা ফাইলস দুর্ঘটনার প্রায় ছয় ঘণ্টা পর বলেছেন, আহতদের মধ্যে একজনের রয়্যাল ডারউইন হাসপাতালে অস্ত্রোপচার চলছে । কয়েকজন গুরুতর আহত এবং ডারউইনের বিমানবন্দরে পৌঁছনোর পর তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে ৷ ফাইলস বলেন, "এটি একটি ভয়ানক ঘটনা ৷ নর্দার্ন টেরিটোরি প্রশাসন যা কিছু প্রয়োজন তা করে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে ।"
আরও পড়ুন: ফ্লোরিডায় বর্ণবিদ্বেষের জেরে হামলায় মৃত 3, আত্মহত্যা বন্দুকবাজের
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ বলেন যে, এক্সারসাইজ প্রিডেটরস রানের সময় দুর্ঘটনায় শুধুমাত্র আমেরিকানরা আহত হয়েছেন ৷ এতে যোগ দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স এবং পূর্ব তিমরের সামরিক বাহিনী ৷ অ্যালবানিজের কথায়, "প্রাথমিক রিপোর্ট থেকে জানা যায় যে, এই ঘটনায় শুধুমাত্র মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জড়িত ৷ সরকার হিসাবে এবং প্রতিরক্ষা বিভাগ হিসাবে আমারা এই ঘটনার উপর জোর দিচ্ছি এবং এই কঠিন সময়ে প্রতিটি সহায়তা দেওয়া নিশ্চিত করার উপর অনেক বেশি দৃষ্টিনিক্ষেপ করছি ।" (সংবাদসংস্থা এপি)