ETV Bharat / international

US Aircraft Crash: মহড়ার সময় অস্ট্রেলিয়ার দ্বীপে ভেঙে পড়ল মার্কিন বিমান, মৃত 3; আহত 20 - মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিন কর্পস

Aircraft Crash in Australia: মহড়ার সময় অস্ট্রেলিয়ার একটি দ্বীপে ভেঙে পড়ল একটি মার্কিন বিমান ৷ এই ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন 20 জন ৷

US Aircraft Crash
মহড়ার সময় ভেঙে পড়ল মার্কিন বিমান
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2023, 4:40 PM IST

ক্যানবেরা, 27 অগস্ট: মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিন কর্পসের একটি বিমান রবিবার উত্তর অস্ট্রেলিয়ার একটি দ্বীপে ভেঙে পড়ল ৷ একটি বহুজাতিক প্রশিক্ষণ মহড়ার সময় এই ঘটনায় তিনজন নাবিকের মৃত্যু হয়েছে, আহত হন 20 জন ৷ রবিবার এ কথা জানিয়েছে আধিকারিকরা ৷

স্থানীয় সময় সকাল 10টায় কর্পসের একটি বিবৃতিতে জানানো হয়, রবিবার সকাল 9.30টা নাগাদ বেল বোয়িং ভি-22 অসপ্রে টিলট্রোটর বিমানটি ভেঙে পড়ে ৷ মেলভিল দ্বীপে তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে ৷ বিমানে থাকা 23 জনের মধ্যে পাঁচজনকে গুরুতর অবস্থায় 80 কিলোমিটার দূরে মূল ভূখণ্ডের শহর ডারউইনে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ৷ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে যে, উদ্ধারকাজ এখনও চলছে ৷

নর্দার্ন টেরিটোরি পুলিশ কমিশনার মাইকেল মারফি জানিয়েছেন, আহতদের নিয়ে দুর্গম স্থান থেকে ফিরে আসার জন্য হেলিকপ্টার এবং ফিক্সড-উইং বিমানকে কাজে লাগানো হয়েছে । নর্দার্ন টেরিটোরির মুখ্যমন্ত্রী নাতাশা ফাইলস দুর্ঘটনার প্রায় ছয় ঘণ্টা পর বলেছেন, আহতদের মধ্যে একজনের রয়্যাল ডারউইন হাসপাতালে অস্ত্রোপচার চলছে । কয়েকজন গুরুতর আহত এবং ডারউইনের বিমানবন্দরে পৌঁছনোর পর তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে ৷ ফাইলস বলেন, "এটি একটি ভয়ানক ঘটনা ৷ নর্দার্ন টেরিটোরি প্রশাসন যা কিছু প্রয়োজন তা করে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে ।"

আরও পড়ুন: ফ্লোরিডায় বর্ণবিদ্বেষের জেরে হামলায় মৃত 3, আত্মহত্যা বন্দুকবাজের

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ বলেন যে, এক্সারসাইজ প্রিডেটরস রানের সময় দুর্ঘটনায় শুধুমাত্র আমেরিকানরা আহত হয়েছেন ৷ এতে যোগ দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স এবং পূর্ব তিমরের সামরিক বাহিনী ৷ অ্যালবানিজের কথায়, "প্রাথমিক রিপোর্ট থেকে জানা যায় যে, এই ঘটনায় শুধুমাত্র মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জড়িত ৷ সরকার হিসাবে এবং প্রতিরক্ষা বিভাগ হিসাবে আমারা এই ঘটনার উপর জোর দিচ্ছি এবং এই কঠিন সময়ে প্রতিটি সহায়তা দেওয়া নিশ্চিত করার উপর অনেক বেশি দৃষ্টিনিক্ষেপ করছি ।" (সংবাদসংস্থা এপি)

ক্যানবেরা, 27 অগস্ট: মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিন কর্পসের একটি বিমান রবিবার উত্তর অস্ট্রেলিয়ার একটি দ্বীপে ভেঙে পড়ল ৷ একটি বহুজাতিক প্রশিক্ষণ মহড়ার সময় এই ঘটনায় তিনজন নাবিকের মৃত্যু হয়েছে, আহত হন 20 জন ৷ রবিবার এ কথা জানিয়েছে আধিকারিকরা ৷

স্থানীয় সময় সকাল 10টায় কর্পসের একটি বিবৃতিতে জানানো হয়, রবিবার সকাল 9.30টা নাগাদ বেল বোয়িং ভি-22 অসপ্রে টিলট্রোটর বিমানটি ভেঙে পড়ে ৷ মেলভিল দ্বীপে তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে ৷ বিমানে থাকা 23 জনের মধ্যে পাঁচজনকে গুরুতর অবস্থায় 80 কিলোমিটার দূরে মূল ভূখণ্ডের শহর ডারউইনে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ৷ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে যে, উদ্ধারকাজ এখনও চলছে ৷

নর্দার্ন টেরিটোরি পুলিশ কমিশনার মাইকেল মারফি জানিয়েছেন, আহতদের নিয়ে দুর্গম স্থান থেকে ফিরে আসার জন্য হেলিকপ্টার এবং ফিক্সড-উইং বিমানকে কাজে লাগানো হয়েছে । নর্দার্ন টেরিটোরির মুখ্যমন্ত্রী নাতাশা ফাইলস দুর্ঘটনার প্রায় ছয় ঘণ্টা পর বলেছেন, আহতদের মধ্যে একজনের রয়্যাল ডারউইন হাসপাতালে অস্ত্রোপচার চলছে । কয়েকজন গুরুতর আহত এবং ডারউইনের বিমানবন্দরে পৌঁছনোর পর তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে ৷ ফাইলস বলেন, "এটি একটি ভয়ানক ঘটনা ৷ নর্দার্ন টেরিটোরি প্রশাসন যা কিছু প্রয়োজন তা করে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে ।"

আরও পড়ুন: ফ্লোরিডায় বর্ণবিদ্বেষের জেরে হামলায় মৃত 3, আত্মহত্যা বন্দুকবাজের

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ বলেন যে, এক্সারসাইজ প্রিডেটরস রানের সময় দুর্ঘটনায় শুধুমাত্র আমেরিকানরা আহত হয়েছেন ৷ এতে যোগ দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স এবং পূর্ব তিমরের সামরিক বাহিনী ৷ অ্যালবানিজের কথায়, "প্রাথমিক রিপোর্ট থেকে জানা যায় যে, এই ঘটনায় শুধুমাত্র মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জড়িত ৷ সরকার হিসাবে এবং প্রতিরক্ষা বিভাগ হিসাবে আমারা এই ঘটনার উপর জোর দিচ্ছি এবং এই কঠিন সময়ে প্রতিটি সহায়তা দেওয়া নিশ্চিত করার উপর অনেক বেশি দৃষ্টিনিক্ষেপ করছি ।" (সংবাদসংস্থা এপি)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.