নয়াদিল্লি, 10 অক্টোবর: যদি বিশ্বজুড়ে তাপমাত্রা প্রাক-শিল্প স্তরের থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়, তাহলে প্রায় 2.2 বিলিয়ন (220 কোটি) মানুষ বর্ধিত সময় ধরে এতটাই তাপ অনুভব করতে পারে যা মানুষের সহনশীলতাকে অতিক্রম করে যাবে । অর্থাৎ তাঁদের অসহ্য গরমের মুখে পড়তে হবে ৷ সেই পরিস্থিতি হতে পারে উত্তর ভারত এবং পূর্ব পাকিস্তানের সিন্ধু নদী উপত্যকায় বসবাসকারী মানুষেরও ৷ একটি নয়া গবেষণায় এই তথ্য উঠে এসেছে ৷
ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস (পিএনএএস) এর পিয়ার-রিভিউড জার্নাল প্রসিডিংস-এ প্রকাশিত গবেষণাটি ইঙ্গিত দিয়েছে যে, এই ধরনের পরিস্থিতিতে উত্তর ভারত, পূর্ব পাকিস্তান, পূর্ব চিন এবং সাহারার দক্ষিণের আফ্রিকান দেশগুলি মূলত উচ্চ-আর্দ্রতার তাপপ্রবাহের মুখোমুখি হবে । উচ্চ আর্দ্রতার মাত্রা-সহ তাপপ্রবাহগুলি আরও বিপজ্জনক হতে পারে, কারণ বায়ুর অতিরিক্ত আর্দ্রতা শোষণ করার দক্ষতা নেই ৷ এই সীমাবদ্ধতা মানবদেহের ঘাম বাষ্পীভূত করার ক্ষমতাকে সীমাবদ্ধ করে এবং বাষ্পীভবন কুলারের মতো নির্দিষ্ট পরিকাঠামোর আর্দ্রতাকে তা প্রভাবিত করে ।
গবেষকদের মতে, এই অঞ্চলগুলি নিম্ন থেকে মধ্যম আয়ের দেশগুলিরও আবাসস্থল, যার অর্থ হল যে, গরমের ফলে প্রভাবিত অনেকেই এয়ার কন্ডিশনার বা চরম তাপ মোকাবিলায় কার্যকর উপায়গুলি অ্যাক্সেস করতে সক্ষম হবেন না ৷
মানুষ তাপ এবং আর্দ্রতার নির্দিষ্ট সংমিশ্রণ সহ্য করতে পারে ৷ কিন্তু যখন তা সীমা অতিক্রম করে যায়, ব্যক্তিরা তখন হিটস্ট্রোক বা হার্ট অ্যাটাক-সহ তাপ-সম্পর্কিত স্বাস্থ্য সমস্যাগুলির ঝুঁকির মধ্যে পড়ে ৷ জলবায়ু পরিবর্তন বিশ্বজুড়ে তাপমাত্রাকে ঊর্ধ্বমুখী করেছে ৷ যার ফলে কোটি কোটি মানুষকে তাপ ও আর্দ্রতার এই নির্দিষ্ট সীমার বাইরে ঠেলে দিতে পারে ।
আরও পড়ুন: সব রেকর্ড ভাঙল তাপমাত্রার পারদ; আমেরিকা-ব্রিটেন-ইরাকে তীব্র গরমের সতর্কতা
শিল্প বিপ্লবের সূচনার পর থেকে বায়ুমণ্ডলে প্রাথমিকভাবে উন্নত দেশগুলির দ্বারা কার্বন ডাই অক্সাইড নিঃসরণের ফলে পৃথিবীর বিশ্বপৃষ্ঠের তাপমাত্রা ইতিমধ্যে প্রায় 1.15 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে ৷ 2015 সালে 196টি দেশ প্যারিস চুক্তিতে স্বাক্ষর করেছিল, যার লক্ষ্য ছিল বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি প্রাক-শিল্প স্তরের চেয়ে 1.5 ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ করা ।
বিশ্বের শীর্ষস্থানীয় জলবায়ু বিজ্ঞানীদের সমন্বয়ে গঠিত সংস্থা ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) অনুসারে এই শতাব্দীর শেষ নাগাদ বিশ্ব প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির পথে রয়েছে ৷ আইপিসিসি জোর দেয় যে, জলবায়ু পরিবর্তনের চরম, ধ্বংসাত্মক এবং সম্ভাব্য অপরিবর্তনীয় প্রভাব এড়াতে বিশ্বকে 2030 সালের মধ্যে নির্গমনকে 2019 স্তরের তুলনায় অর্ধেক কমাতে হবে, যাতে প্রাক-শিল্প স্তরের তুলনায় বিশ্বজুড়ে গড় তাপমাত্রার বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ করা যায় ।
বিশ্বজুড়ে সংস্থাগুলির মতে গত চার মাস (জুন, জুলাই, অগস্ট এবং সেপ্টেম্বর) রেকর্ড উষ্ণ ছিল ৷ 2023 সর্বকালের উষ্ণতম বছরে পরিণত হয়েছে ।