মস্কো, 4 ডিসেম্বর: দক্ষিণ রাশিয়ার কাস্পিয়ান সমুদ্রোপকূলে সীল মাছের মড়ক ৷ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে-ছিটিয়ে প্রায় 1700 সীল মাছের দেহ এবং তা উদ্ধারে ব্যস্ত স্থানীয় প্রশাসন ৷ রবিবার মর্মান্তিক সেই দৃশ্য ভাইরাল হল আন্তর্জালে (1700 Dead Seals Found in Caspian Coast Russia) ৷ রাশিয়ার দাগেস্তান প্রদেশ কর্তৃপক্ষ যদিও সামুদ্রিক প্রাণীদের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট করে জানাতে পারেনি ৷ তবে মনে করা হচ্ছে প্রাকৃতিক কারণেই সীলগুলির মৃত্যু হয়েছে ৷ শনিবার কাস্পিয়ান উপকূলবর্তী অঞ্চলের স্থানীয় প্রশাসন 700টি সীলের মৃতদেহ ভেসে আসার খবর জানিয়েছিল ৷ এদিন তা বেড়ে হয়েছে 1700 ৷
তবে রবিবার কাস্পিয়ান পরিবেশ রক্ষা কেন্দ্রের প্রধান জাউর গাপিজভ জানিয়েছেন, উপকূলবর্তী এলাকা পরিদর্শনের পর আরআইএ নভোসতি নামে রাশিয়ান এক সংবাদসংস্থা দাবি করেছে, প্রায় 1700টি সীলের দেহ ভেসে এসেছে ৷ গাপিজোভ জানিয়েছেন, সীলগুলি অন্তত এক সপ্তাহ আগে মারা গিয়েছে ৷ তবে, সামুদ্রিক প্রাণীগুলিকে শিকারীরা মেরেছে এমন কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওই পরিবেশবিদ ৷
![1700 Dead Seals Found in Caspian Coast Russia](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/1-700-dead-seals-found-on-russia-s-caspian-coast_3b269dc0afdf496b97e2cc4b795a0ce7_0412a_1670156740_196.jpg)
আরও পড়ুন: জলপাইগুড়িতে উদ্ধার বাঁদর প্রজাতির প্রাণী
ফেডারেল ফিশারিজ এজেন্সির বিশেষজ্ঞ দল এবং প্রসিকিউটররা উপকূলবর্তী এলাকা পরিদর্শন করেছেন ৷ তাঁরা সীলগুলির মৃত্যুর কারণ জানতে গবেষণাগারে পরীক্ষার জন্য নমুনাও সংগ্রহ করেছেন ৷ তবে তাৎক্ষণিকভাবে ল্যাব টেস্টে কোনও দূষণের প্রমাণ পাওয়া যায়নি ৷ এর আগেও একসঙ্গে একাধিক সীলের মৃত্যু পিছনে প্রাকৃতিক কারণ খুঁজে পেয়েছিলেন বিশেষজ্ঞরা ৷ যার পরে কাস্পিয়ান সাগরে সীলের পরিসংখ্যানে ব্যাপক পরিবর্তন হয়েছে ৷ রাশিয়ার মৎস্য বিভাগ জানিয়েছে কাস্পিয়ান সাগরে সীলের সংখ্যা 2 লক্ষ 70 হাজার থেকে 3 লক্ষের মধ্যে রয়েছে ৷ তবে, জাউর গাপিজভের দফতরের মতে, সংখ্যাটা মাত্র 70 হাজারের মতো ৷