ETV Bharat / international

Sister Nivedita: ব্রিটেনের সমাধিক্ষেত্রে পালিত হল নিবেদিতার জন্মজয়ন্তী - ভগিনী নিবেদিতা

ব্রিটেনের ডিভনশায়ারের গ্রেট টোরিংটনের (Great Torrington) সমাধিক্ষেত্রে পালিত হল ভগিনী নিবেদিতার (Sister Nivedita) 155তম জন্মজয়ন্তী (155th Birth Anniversary) ৷

155th Birth Anniversary of Sister Nivedita celebrated in Great Torrington of UK
Sister Nivedita: ব্রিটেনের সমাধিক্ষেত্রে পালিত হল নিবেদিতার জন্মজয়ন্তী
author img

By

Published : Oct 29, 2022, 6:38 PM IST

কলকাতা ও লন্ডন, 29 অক্টোবর: ভগিনী নিবেদিতার (Sister Nivedita) 155তম জন্মজয়ন্তী (155th Birth Anniversary) পালিত হল তাঁর পরিবারিক সমাধিক্ষেত্রে ৷ ব্রিটেনের ডিভনশায়ারের গ্রেট টোরিংটনে (Great Torrington) রয়েছে এই সমাধিক্ষেত্র ৷ সেখানেই উনবিংশ শতাব্দীর এই মহান সমাজসেবী তথা স্বামী বিবেকানন্দের শিষ্যাকে সম্মান জানানো হয় ৷ এই সমাধিক্ষেত্রে ভগিনী নিবেদিতার একটি মূর্তি রয়েছে ৷ সেই মূর্তিতে মাল্যদান করেন বিশিষ্টরা ৷ সূত্রের দাবি, এর আগে কোনওদিন এভাবে এখানে নিবেদিতার জন্মজয়ন্তী পালন করা হয়নি ৷

ব্রিটেনে সিস্টার নিবেদিতা সেলিব্রেশন কমিটির পক্ষ থেকে সারদা সরকার ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, 28 অক্টোবর ভগিনী নিবেদিতার জন্মজয়ন্তী পালন করা হয় ৷ এই দিনটি তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সারদা ৷ মূলত এই কমিটি নিবেদিতার জন্মজয়ন্তীর আয়োজন করলেও এবছর তাদের হয়ে সেই দায়িত্ব পালন করে স্থানীয় প্রশাসন ৷ এই প্রসঙ্গে সারদা বলেন, "লন্ডন থেকে ডিভনশায়ারের দূরত্ব যথেষ্ট বেশি ৷ তার জন্যই এবারের অনুষ্ঠানে ভক্তরা যোগদান করতে পারেননি ৷ সেই কারণেই আমাদের হয়ে স্থানীয় জেলা পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে ৷"

আরও পড়ুন: সুনাকের কোর কমিটিতে প্রজ্জ্বল, ইটিভি ভারতে আনন্দে ভাসলেন ঠাকুরদা-ঠাকুমা

উল্লেখ্য, গ্রেট টোরিংটনের এই সমাধিক্ষেত্রে ভগিনী নিবেদিতার মূর্তিটি প্রতিষ্ঠা করা হয় 2019 সালে ৷ সৌজন্যে ছিল রামকৃষ্ণ মিশন এবং সিস্টার নিবেদিতা সেলিব্রেশন কমিটি ৷ প্রসঙ্গত, 1912 সালে এই পারিবারিক সমাধিক্ষেত্রেই ভগিনী নিবেদিতার চিতাভস্ম সমাধিস্থ করা হয় ৷ ঠিক সেই জায়গাতেই তাঁর মূর্তি প্রতিষ্ঠা করা হয় ৷ সেটি আগাগোড়া ব্রোঞ্জের তৈরি ৷ আদতে সমাধিক্ষেত্র হলেও এই জায়গা অত্যন্ত সুন্দরভাবে সাজানো ৷ নিবেদিতার মূর্তি দেখতেও বহু মানুষ এখানে আসেন ৷ ছুটির দিনে এই সমাধিক্ষেত্রে রীতিমতো ভিড় জমান পর্যটকরা ৷

প্রসঙ্গত, ভগিনী নিবেদিতার বাল্যকালের একটা বড় সময় কেটেছিল এই গ্রেট টোরিংটনে ৷ ভারতে তাঁর মৃত্যুর পর ভগিনী নিবেদিতাকে হিন্দু রীতি মেনে দাহ করা হয় ৷ 1911 সালে দার্জিলিংয়ে মৃত্যু হয় তাঁর ৷ 110 বছর আগে নিবেদিতার চিতাভস্ম ব্রিটেনে পাঠানোর ব্যবস্থা করেছিলেন কিংবদন্তি বাঙালি বিজ্ঞানী স্য়ার জগদীশচন্দ্র বসু ৷ সেই চিতাভস্ম পাঠানো হয়েছিল মে উইলসনকে ৷ পরে তা গ্রেট টোরিংটনের সমাধিক্ষেত্রে সমাধিস্থ করা হয় ৷

কলকাতা ও লন্ডন, 29 অক্টোবর: ভগিনী নিবেদিতার (Sister Nivedita) 155তম জন্মজয়ন্তী (155th Birth Anniversary) পালিত হল তাঁর পরিবারিক সমাধিক্ষেত্রে ৷ ব্রিটেনের ডিভনশায়ারের গ্রেট টোরিংটনে (Great Torrington) রয়েছে এই সমাধিক্ষেত্র ৷ সেখানেই উনবিংশ শতাব্দীর এই মহান সমাজসেবী তথা স্বামী বিবেকানন্দের শিষ্যাকে সম্মান জানানো হয় ৷ এই সমাধিক্ষেত্রে ভগিনী নিবেদিতার একটি মূর্তি রয়েছে ৷ সেই মূর্তিতে মাল্যদান করেন বিশিষ্টরা ৷ সূত্রের দাবি, এর আগে কোনওদিন এভাবে এখানে নিবেদিতার জন্মজয়ন্তী পালন করা হয়নি ৷

ব্রিটেনে সিস্টার নিবেদিতা সেলিব্রেশন কমিটির পক্ষ থেকে সারদা সরকার ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, 28 অক্টোবর ভগিনী নিবেদিতার জন্মজয়ন্তী পালন করা হয় ৷ এই দিনটি তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সারদা ৷ মূলত এই কমিটি নিবেদিতার জন্মজয়ন্তীর আয়োজন করলেও এবছর তাদের হয়ে সেই দায়িত্ব পালন করে স্থানীয় প্রশাসন ৷ এই প্রসঙ্গে সারদা বলেন, "লন্ডন থেকে ডিভনশায়ারের দূরত্ব যথেষ্ট বেশি ৷ তার জন্যই এবারের অনুষ্ঠানে ভক্তরা যোগদান করতে পারেননি ৷ সেই কারণেই আমাদের হয়ে স্থানীয় জেলা পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে ৷"

আরও পড়ুন: সুনাকের কোর কমিটিতে প্রজ্জ্বল, ইটিভি ভারতে আনন্দে ভাসলেন ঠাকুরদা-ঠাকুমা

উল্লেখ্য, গ্রেট টোরিংটনের এই সমাধিক্ষেত্রে ভগিনী নিবেদিতার মূর্তিটি প্রতিষ্ঠা করা হয় 2019 সালে ৷ সৌজন্যে ছিল রামকৃষ্ণ মিশন এবং সিস্টার নিবেদিতা সেলিব্রেশন কমিটি ৷ প্রসঙ্গত, 1912 সালে এই পারিবারিক সমাধিক্ষেত্রেই ভগিনী নিবেদিতার চিতাভস্ম সমাধিস্থ করা হয় ৷ ঠিক সেই জায়গাতেই তাঁর মূর্তি প্রতিষ্ঠা করা হয় ৷ সেটি আগাগোড়া ব্রোঞ্জের তৈরি ৷ আদতে সমাধিক্ষেত্র হলেও এই জায়গা অত্যন্ত সুন্দরভাবে সাজানো ৷ নিবেদিতার মূর্তি দেখতেও বহু মানুষ এখানে আসেন ৷ ছুটির দিনে এই সমাধিক্ষেত্রে রীতিমতো ভিড় জমান পর্যটকরা ৷

প্রসঙ্গত, ভগিনী নিবেদিতার বাল্যকালের একটা বড় সময় কেটেছিল এই গ্রেট টোরিংটনে ৷ ভারতে তাঁর মৃত্যুর পর ভগিনী নিবেদিতাকে হিন্দু রীতি মেনে দাহ করা হয় ৷ 1911 সালে দার্জিলিংয়ে মৃত্যু হয় তাঁর ৷ 110 বছর আগে নিবেদিতার চিতাভস্ম ব্রিটেনে পাঠানোর ব্যবস্থা করেছিলেন কিংবদন্তি বাঙালি বিজ্ঞানী স্য়ার জগদীশচন্দ্র বসু ৷ সেই চিতাভস্ম পাঠানো হয়েছিল মে উইলসনকে ৷ পরে তা গ্রেট টোরিংটনের সমাধিক্ষেত্রে সমাধিস্থ করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.