ETV Bharat / international

জ্বলল স্কুল থেকে ভোট-কেন্দ্র, কড়া নিরাপত্তায় শুরু বাংলাদেশের সাধারণ নির্বাচন

Bangladesh Election: আজ বাংলাদেশে সাধারণ নির্বাচন ৷ দেশের 11 কোটিরও বেশি মানুষ 299 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে ৷ সময়মতো সকাল 8টায় শুরু হয়ে ভোটগ্রহণ পর্ব ৷

ETV Bharat
আজ বাংলাদেশে সাধারণ নির্বাচন
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 7, 2024, 8:34 AM IST

Updated : Jan 7, 2024, 10:07 AM IST

ঢাকা, 7 জানুয়ারি: ভোট দিলেন বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ আজ ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে 12তম সাধারণ নির্বাচন ৷ সকাল 8টা থেকে দেশজুড়ে ভোটগ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে এবং চলবে বিকেল 5টা পর্যন্ত ৷ 8 জানুয়ারি ভোটগণনা ৷ সেদিনই জানা যাবে, শেখ হাসিনাই আবার প্রধানমন্ত্রী হবেন, নাকি অন্য কোনও দল ক্ষমতার দখল নেবে ৷ আজ সকাল সকালই নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন প্রধানমন্ত্রী হাসিনা ৷

রবিবার বাংলাদেশের প্রায় 11 কোটি 96 লক্ষ স্বীকৃত ভোটার ভোট দিয়ে 300টির মধ্যে 299 টি সংসদীয় প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে ৷ তবে একটি আসনে প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানে ভোট বাতিল হয়েছে ৷ নির্বাচন কমিশন জানিয়েছে, সেখানে পরে ভোট হবে ৷ দেশের নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, 42 হাজারেরও বেশি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হবে ৷ 27টি রাজনৈতিক দলের 1 হাজার 500 জনেরও বেশি প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ এছাড়া 436 জন নির্দল প্রার্থীও ভোটে লড়ছেন ৷ ভোটারদের মধ্যে মহিলা ভোটারের সংখ্যা প্রায় অর্ধেক ৷ নতুন ভোটারের সংখ্যা 1.5 কোটি ৷

" class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঢাকা, 7 জানুয়ারি: ভোট দিলেন বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ আজ ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে 12তম সাধারণ নির্বাচন ৷ সকাল 8টা থেকে দেশজুড়ে ভোটগ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে এবং চলবে বিকেল 5টা পর্যন্ত ৷ 8 জানুয়ারি ভোটগণনা ৷ সেদিনই জানা যাবে, শেখ হাসিনাই আবার প্রধানমন্ত্রী হবেন, নাকি অন্য কোনও দল ক্ষমতার দখল নেবে ৷ আজ সকাল সকালই নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন প্রধানমন্ত্রী হাসিনা ৷

রবিবার বাংলাদেশের প্রায় 11 কোটি 96 লক্ষ স্বীকৃত ভোটার ভোট দিয়ে 300টির মধ্যে 299 টি সংসদীয় প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে ৷ তবে একটি আসনে প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানে ভোট বাতিল হয়েছে ৷ নির্বাচন কমিশন জানিয়েছে, সেখানে পরে ভোট হবে ৷ দেশের নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, 42 হাজারেরও বেশি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হবে ৷ 27টি রাজনৈতিক দলের 1 হাজার 500 জনেরও বেশি প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ এছাড়া 436 জন নির্দল প্রার্থীও ভোটে লড়ছেন ৷ ভোটারদের মধ্যে মহিলা ভোটারের সংখ্যা প্রায় অর্ধেক ৷ নতুন ভোটারের সংখ্যা 1.5 কোটি ৷

" class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে নির্বাচন শুরুর আগে থেকেই দেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে ৷ বাংলাদেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি শনিবার ভোর 6টা থেকে সোমবার ভোর 6টা পর্যন্ত 48 ঘণ্টার বনধ ডেকেছে ৷ বিএনপির নেত্রী দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৷ বিএনপি শেখ হাসিনা সরকারের 'স্বৈরাচারী সরকার' বলে উল্লেখ করেছে এবং আমজনতাকে ভোটদানে বিরত থাকার আবেদন জানিয়েছে ৷ অন্যদিকে শুক্রবার রাত এবং শনিবার ভোরে দেশের 10 টি জেলায় 14টি ভোটকেন্দ্র এবং 2টি স্কুলে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা ৷ তাই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বাংলাদেশের সর্বত্র ৷ এরই মধ্যে শুরু হল নির্বাচনপর্ব ৷

আরও পড়ুন:

  1. রবিবার বাংলাদেশের ভোট, শনিবার আগুনে পুড়ল দু’টি পোলিং বুথ
  2. বাংলাদেশে ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই চারটি বগি, মৃত 2 শিশু-সহ 4
  3. বাংলাদেশে ভোটের আগে ঢাকায় পৌঁছল ভারতের নির্বাচন কমিশনের প্রতিনিধি দল
Last Updated : Jan 7, 2024, 10:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.