ঢাকা, 7 জানুয়ারি: ভোট দিলেন বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ আজ ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে 12তম সাধারণ নির্বাচন ৷ সকাল 8টা থেকে দেশজুড়ে ভোটগ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে এবং চলবে বিকেল 5টা পর্যন্ত ৷ 8 জানুয়ারি ভোটগণনা ৷ সেদিনই জানা যাবে, শেখ হাসিনাই আবার প্রধানমন্ত্রী হবেন, নাকি অন্য কোনও দল ক্ষমতার দখল নেবে ৷ আজ সকাল সকালই নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন প্রধানমন্ত্রী হাসিনা ৷
" class="align-text-top noRightClick twitterSection" data="রবিবার বাংলাদেশের প্রায় 11 কোটি 96 লক্ষ স্বীকৃত ভোটার ভোট দিয়ে 300টির মধ্যে 299 টি সংসদীয় প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে ৷ তবে একটি আসনে প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানে ভোট বাতিল হয়েছে ৷ নির্বাচন কমিশন জানিয়েছে, সেখানে পরে ভোট হবে ৷ দেশের নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, 42 হাজারেরও বেশি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হবে ৷ 27টি রাজনৈতিক দলের 1 হাজার 500 জনেরও বেশি প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ এছাড়া 436 জন নির্দল প্রার্থীও ভোটে লড়ছেন ৷ ভোটারদের মধ্যে মহিলা ভোটারের সংখ্যা প্রায় অর্ধেক ৷ নতুন ভোটারের সংখ্যা 1.5 কোটি ৷
#WATCH | Security visuals from Dhaka as Bangladesh goes to poll for the 2024 general elections today. pic.twitter.com/vGMn79dN0C
— ANI (@ANI) January 7, 2024
">#WATCH | Security visuals from Dhaka as Bangladesh goes to poll for the 2024 general elections today. pic.twitter.com/vGMn79dN0C
— ANI (@ANI) January 7, 2024
#WATCH | Security visuals from Dhaka as Bangladesh goes to poll for the 2024 general elections today. pic.twitter.com/vGMn79dN0C
— ANI (@ANI) January 7, 2024