জোনাসবার্গ (দক্ষিণ আফ্রিকা), 21 এপ্রিল: ভয়ঙ্কর ঘটনা ঘটল দক্ষিণ আফ্রিকায় ৷ শুক্রবার সেখানে একই পরিবারের দশজনকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে ৷ যে দশজন নিহত হয়েছেন, তাঁদের মধ্যে সাতজন মহিলা বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷ স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ এখনও পর্যন্ত কারণ জানাতে পারেননি তদন্তকারীরা ৷
পুলিশের তরফে প্রাথমিকভাবে জানানো হয়েছে, দক্ষিণ আফ্রিকার পূর্ব কোয়াজুলু নাটাল প্রদেশের শহর পিটারমারিটর্জবার্গে শুক্রবার ঘটনাটি ঘটে ৷ একটি বাড়িতে একজন অজ্ঞাতপরিচয় বন্দুকধারী প্রবেশ করে ৷ তার পর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ৷ তার জেরেই নিহত হন দশজন ৷ নিহতরা সকলেই একই পরিবারের সদস্য ৷
পুলিশের তরফে এখনও নিহত দশজনের পরিচয় জানানো হয়নি ৷ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, সেই বিষয়টিও এখনও স্পষ্ট নয় ৷ তবে একটি সূত্র থেকে জানা গিয়েছে যে এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন ৷ তাঁদের চিকিৎসা চলছে ৷ পুলিশ খতিয়ে দেখছে বন্দুকধারীর পরিচয় ৷ কেন সে হামলা চালালো, সেটাও খতিয়ে দেখছে পুলিশ ৷
তবে এই ঘটনায় উদ্বিগ্ন পুলিশ ৷ কারণ, সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকায় এই ধরনের বন্দুকবাজের হামলা বেড়েই চলেছে ৷ চলতি বছরের জানুয়ারিতে ওই দেশের দক্ষিণ উপকূলীয় শহর গকেবেরহায় একটি জন্মদিনের পার্টিতে গুলিবিদ্ধ হয়ে আটজন নিহত হন । গত বছর, সোয়েটোর জোহানেসবার্গ টাউনশিপে একটি বারে এলোপাথাড়ি গুলি চালানো হয় রাইফেল থেকে ৷ ওই ঘটনায় 16 জন মারা গিয়েছিলেন ৷ ওই ঘটনার ক্ষেত্রে আততায়ীর সংখ্যা একাধিক ছিল ৷
প্রসঙ্গত, বন্দুকবাজের হামলা নতুন নয় ৷ বিশেষ করে পশ্চিম বিশ্বের দেশগুলিতে এই ধরনের ঘটনা হামেশাই ঘটে ৷ প্রায় আমেরিকায় এই ধরনের ঘটনার খবর পাওয়া যায় ৷ কখনও কোনও পানশালায় হামলা হয়, আবার কখনও শিক্ষা প্রতিষ্ঠান বা হাসপাতালে ঢুকে এলোপাথাড়িগুলি চালানোর ঘটনাও ঘটেছে ৷ বিশেষজ্ঞরা বলেন, মানসিক সমস্যার কারণেই সাধারণত এই ধরনের হামলার ঘটনা ঘটে ৷
আরও পড়ুন: নিখোঁজ ভারতীয়-আমেরিকান ইঞ্জিনিয়ারের দেহ মিলল মেরিল্যান্ডের হ্রদে